Bear rescued in Dooars : বানারহাটে উদ্ধার ব্ল্যাক বিয়ার - বানারহাটে উদ্ধার ব্ল্যাক বিয়ার
🎬 Watch Now: Feature Video
মেটেলির পর মালবাজার ৷ এবার ফের বানারহাট ৷ ব্লকের দূরামারি এলাকা থেকে ফের উদ্ধার হল ভালুক (Bear rescued in Banarhat) ৷ রবিবার দুপুরে বানারহাট ব্লকের চানাডিপা আলশিয়ার মোড় এলাকায় স্থানীয়রা একটি কালো জন্তুকে জঙ্গলের দিকে ঢুকে পড়তে দেখেন । তৎক্ষণাৎ তাঁরাই বাঁশ ঝাড়ের ভিতরে থাকা জন্তকে ঘিরে ফেলেন । প্রাণীটিকে ঘিরে রাখা হয় যাতে কেউ তাকে উত্ত্যক্ত করতে না পারে । বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জানান সেটি ভালুক ৷ ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করা হয় মাঝ বয়সী ব্ল্যাক বিয়ারটিকে ৷