Adhir Chowdhury on NRC : এনআরসি এখন ঘুমাচ্ছে, ভোটের আগে ডেকে তোলা হবে; তোপ অধীরের - Adhir Chowdhury on NRC

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 27, 2021, 9:40 PM IST

মতুয়াদের অসন্তোষ প্রসঙ্গে এনআরসি, নাগরিক আইন নিয়ে কেন্দ্রকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury criticises Mamata and Modi )। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিয়েছেন তিনি৷ এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, "এনআরসি, নাগরিক আইন সব ভোটের স্লোগান। ভোট বাক্স ভরাতে এই স্লোগান তোলা হয় । দু বছর আগে পার্লামেন্টে নাগরিক আইন বিল পাশ হয়ে গিয়েছে । কিন্তু এখনও কার্যকর হয়নি । এনআরসি নিয়ে ভোট হয় । ভোট চলে গেলে এনআরসি ঘুমিয়ে পড়ে । 2024 সালে আবার ওঠো ওঠো করে জাগিয়ে তোলা হবে । মোদি আসবে দিল্লি থেকে । দিদি আসবে ভবানীপুর থেকে ।" তিনি এও জানান, কেন্দ্র যদি এই আইন লাগু করব বলে মনে করে তাহলে তা আটকানোর ক্ষমতা কারও নেই ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.