BJP Agitation At Baruipur: রামপুরহাট-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বারুইপুরে বিক্ষোভ বিজেপির - bjp worker agitation demanding cm resignation of Rampurhat incident at Baruipur
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14811954-690-14811954-1648030323690.jpg)
রামপুরহাটে গণহত্যার ঘটনার প্রতিবাদে রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বারুইপুর মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় কয়েকশো বিজেপি কর্মী-সমর্থকরা (BJP Agitation At Baruipur) । বিক্ষোভের পাশাপাশি বারুইপুর-কুলপি রোড অবরুদ্ধ করে দেয় বিজেপি কর্মীরা। বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে কোনও রাজনৈতিক রং না দেখে গ্রেফতার করতে হবে। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি উত্তম কর ও মহিলা নেত্রী শর্বরী মুখোপাধ্যায়-সহ একাধিক বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
BJP Agitation At Baruipur