Bhuban Badyakar : রাজনীতি নয়, শিল্পী হয়ে থাকতে চাই ! জঙ্গলমহলে ঘাসফুলের প্রচারে এসে বললেন ভুবন বাদ্যকর - Bhuban Badyakar in municipal election campaign
🎬 Watch Now: Feature Video
চলছে পৌরভোটের শেষ লগ্নের প্রচার । শাসক-বিরোধী কেউই প্রচারে খামতি রাখতে চাইছে না । তবে বাড়তি চমক দিয়েছে ঘাসফুল শিবির ৷ আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূলের হয়ে প্রচারে ঝড় তুললেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) ৷ পিকআপ ভ্যানে চড়ে জঙ্গলমহলের গ্রাম-গঞ্জের আনাচে কানাচে ঘুরে বেড়ালেন 'কাঁচা বাদাম' গানের স্রষ্টা ৷ মাইক হাতে গাইলেন গান ৷ দেদার মেটালেন সেলফির আবদার ৷ গত দু'দিন ধরে জঙ্গমহলে ঘাসফুলের হয়ে প্রচার সারছেন ভুবন ৷ আজ চন্দ্রকোনা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে তৃণমূলের হয়ে প্রচার করেন তিনি ৷ ওই ওয়ার্ডে টিএমসির প্রার্থী সৌরভ চক্রবর্তী ৷ প্রার্থীকে পাশে নিয়ে সকাল সকাল চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় ঘোরেন ভুবন ৷ কাঁচা বাদামের স্রষ্টাকে দেখতে ভিড় জমে যায় দু'পাশে ৷ ঘরের কাজ ভুলে ছেলে-কোলে পথে বেরিয়ে আসেন বাড়ির মহিলারা ৷ প্রচার গাড়ির পিছনে দলবেঁধে ছুট লাগায় কচিকাঁচারা ৷ ভুবনের গান শুনতে উৎসুক মানুষের ভিড় জমে যায় ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST