Bharat Bandh : ভারত বনধের ধাক্কা, দিল্লির সীমানায় চূড়ান্ত ট্রাফিক জ্যাম - ভারত বনধের ধাক্কা, দিল্লিতে সীমান্তে বন্ধ যান চলাচল
🎬 Watch Now: Feature Video
গুরুগ্রাম-দিল্লি সীমানায় ব্যাপক যানজট ৷ সোমবার কৃষক সংগঠনগুলির ডাকা বনধের পরিপ্রেক্ষিতে দিল্লিতে ঢোকার মুখে দিল্লি পুলিশ এবং আধা সামরিকবাহিনীর জওয়ানরা গাড়িগুলিতে তল্লাশি চালান ৷ তার ফলে দিল্লি-নয়ডা ডাইরেক্ট ফ্লাইওয়েতেও (DND) ব্যাপক যানজট দেখা গিয়েছে । দিল্লির সঙ্গে গাজিয়াবাদ এবং নয়ডার সীমানাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ সোমবার সকালে কিছু গুরুত্বপূর্ণ রুটে যান চলাচল ব্যাহত হয়েছে । গাজিয়াবাদ পুলিশ দিল্লির গাজিয়াবাদ এবং নিজামুদ্দিনের সংযোগকারী একটি জাতীয় জাতীয় সড়ক বন্ধ করে দেয় ৷