"গার্ড অফ অনার"-এ বিদায় জানানো হল শহিদ প্রশান্ত শর্মাকে - পুলওয়ামা এনকাউন্টার
🎬 Watch Now: Feature Video
"গার্ড অফ অনার"-এ শেষ বিদায় জানানো হল পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ প্রশান্ত শর্মাকে । মুজফ্ফরনগরের বাসিন্দা প্রশান্তকে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন অনেকেই ৷ সম্মান জানাতে তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন সেনা আধিকারিকরাও ।