রাজকোটে জলের তোড়ে ভেসে গেল গাড়ি, মৃত 1 - রাজকোটে অতিবর্ষণ
🎬 Watch Now: Feature Video
জলের তোড়ে গাড়ি সহ ভেসে গেলেন তিন জন ৷ দু’জনকে বাঁচানো গেলেও মৃত্যু হল একজনের ৷ রাজকোট জেলার কোঠারিয়া গ্রামের ঘটনা ৷ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয় গুজরাতের রাজকোট জেলায় ৷ অতিরিক্ত বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় ৷ সেই সময়, একটি ব্রিজ দিয়ে বোলেরো গাড়ি নিয়ে যাচ্ছিলেন তিন ব্যক্তি ৷ জলের তোড়ে ভেসে যায় গাড়িটি ৷