"ট্র্যাক্টর সমাবেশে হিংসার দায় কৃষক নেতাদেরই" - সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর সমাবেশ
🎬 Watch Now: Feature Video
"কৃষক নেতাদের অনুরোধেই দিল্লিতে শান্তিপূর্ণ ট্র্যাক্টর সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল । কিন্তু, নির্ধারিত সময়ের আগে যাওয়ার চেষ্টা করেই তা লঙ্ঘন করেন কৃষকরা ।" ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন প্রীত বিহারের এসিপি বীরেন্দ্রকুমার শর্মা । তাঁর আরও দাবি, "সাধারণতন্ত্র দিবসের দিনে রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই পূর্বকল্পিতভাবে ব্যারিকেড ভেঙে ট্র্যাক্টর নিয়ে এগিয়ে যায় কৃষকরা ।" এমনকী, কৃষকদের সঙ্গে লাঠি, তলোয়ার ইত্যাদি ছিল বলেও দাবি করেছেন এসিপি বীরেন্দ্রকুমার শর্মা ।