Anubrata Mondal কেষ্টর সমর্থনে বীরভূমে মিছিল তৃণমূলের - Rally To Support Anubrata Mondal
🎬 Watch Now: Feature Video
গরুপাচার কাণ্ডে সিবিআই হেফাজতে অনুব্রত (Rally To Support Anubrata Mondal) ৷ এবার বীরভূমের এই দাপুটে নেতার সমর্থনে মিছিল করলেন এলাকার তৃণমূল সমর্থকরা ৷ এই মিছিলে তাঁরা স্লোগান দেন, ‘‘সিবিআই ও ইডি লেলিয়ে দিয়ে তৃণমূলকে জব্দ করা যাবে না ৷ অনুব্রত মণ্ডল আমারা তোমার পাশে আছি ৷’’ এই মিছিলে নেতৃত্ব দেন বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST