Silda Chandrasekhar College: সংস্কৃতি বৈষম্যের অভিযোগ, কলেজ গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সাঁওতালি পড়ুয়াদের - শিলদা চন্দ্রশেখর কলেজ
🎬 Watch Now: Feature Video
সংস্কৃতি বৈষম্যের অভিযোগ তুলে শুক্রবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের কলেজ (Silda Chandrasekhar College) গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সাঁওতালি সমাজের ছাত্রছাত্রীদের। তাঁদের অভিযোগ, কলেজে নবীনবরণের অনুষ্ঠানে সাঁওতালি সমাজের কোনও অনুষ্ঠান রাখা হয়নি। অর্থাৎ জঙ্গলমহলের সংস্কৃতিকে বঞ্চনা করা হয়েছে, এমনটাই অভিযোগ তাঁদের । অধ্যক্ষকে কলেজ গেটে এসে তাঁদের অনুষ্ঠান করার আশ্বস্ত না-দেওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে সাঁওতালি সমাজের ছাত্রছাত্রীরা ।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST