Kali Puja 2022: মা তারার অঙ্গে কালীর আরাধনা, ভক্তদের ভিড় তারাপীঠে
🎬 Watch Now: Feature Video
তারা অঙ্গে কালীর আরাধনা (Kali Puja)। সোমবার সন্ধ্যা থেকে কালী রূপে মা তারার পুজো শুরু হয় তারাপীঠে (Kali Puja at Tarapith Temple) ৷ দীপান্বিতা শ্যামা পুজার সেই বিশেষ পুজা দেখতে এদিন পুণ্যার্থীদের ঢল নামে তারাপীঠে । ভোরের মঙ্গল আরতির পর থেকেই মা তারাকে পুজো দিতে ভিড় জমতে শুরু করেন পুণ্যার্থীদের । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়ের মাত্রা বেড়েছে । নিত্যদিনের পুজোর পাশাপাশি এদিন রাতে মা তারাকে শ্যামা রূপে পুজা করা হয়েছে । দেবী তারাকে স্বর্ণালঙ্কারের রাজবেশে সাজানো হয় । সেই বিশেষ পুজা দেখতে এদিন দূরদূরান্ত থেকে মানুষের ভিড় জমে তারাপীঠে । মন্দিরের পাশাপাশি আজ তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করবেন বহু সাধু ও তান্ত্রিক । অমাবস্যা তিথি শুরু হওয়া সঙ্গে সঙ্গে মহাশ্মশানের জ্বলে উঠে বহু হোমকুন্ড । পুজো উপলক্ষে সবরকম সাবধানতা অবলম্বন করা হয় বীরভূম জেলা পুলিশের তরফে । তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, 2 বছর করোনার কারণে বন্ধ থাকার পর এ বছর মন্দিরে মানুষের ঢল নেমেছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST