Didir Suraksha Kavach in Asansol: সরকারি প্রকল্প সম্পর্কে জানাতে 11 জানুয়ারি আসানসোলে 'দিদির সুরক্ষা কবচ' - তৃণমূল
🎬 Watch Now: Feature Video
'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kavach in Asansol on 11th January) কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মন্ত্রী মলয় ঘটক ৷ কেন এই কর্মসূচি, তাও সেখানে বিস্তারিত ব্যাখ্যা করলেন তিনি ৷ জানালেন, রাজ্য সরকারের তরফে 74টি প্রকল্প চলছে মানুষের জন্য ৷ অথচ বিভিন্ন কারণে, সব মানুষের কাছে সরকারি সেই প্রকল্পগুলি পৌঁছে দেওয়া যায়নি ৷ অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ সেই সব প্রকল্পের বিষয়ে জানেন না ৷ সেই কারণে 100 শতাংশ মানুষের কাছে মুখ্যমন্ত্রীর সব প্রকল্পের সুবিধে পৌঁছে দিতে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি চালু করা হয়েছে (Inform About Government Schemes) ৷ তিনি আরও জানান, আগামী 11 জানুয়ারি থেকে তৃণমূলের সমস্ত স্তরের কর্মীরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন 'দিদির দূত' হয়ে ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST