Municipal By Poll 2022: দমদম 4 নং ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ সিপিআইএম প্রার্থীর - CPIM candidate alleges for false voting in Dumdum ward 4
🎬 Watch Now: Feature Video
দমদমে সকাল থেকে চলছে ভোটগ্রহণ ৷ তারই মাঝে দমদম 4 নং ওয়ার্ডের বুথে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ ভোটারদের । বুথের ভিতরে সাধারণ মানুষ থাকলেও সংবাদমাধ্যমকে বের করে দেওয়া নিয়ে তীব্র বচসা এবং বাদানুবাদ হয় । সকাল থেকেই এই বুথে ছাপ্পা ভোটের অভিযোগে তোলে সিপিআইএম প্রার্থী শান্তনু বর্ধন(CPIM candidate alleges for false voting in Dumdum ward 4)৷ যদিও তা অস্বীকার করে তৃণমূল প্রার্থী তাপস রায় । অন্যদিকে সকাল থেকেই দেখা যায় বুথের 100 মিটারের মধ্যে সমস্ত দোকান খোলা ৷ পরে বুথের আশেপাশে উত্তেজনা তৈরি হতেই পুলিশের তরফে দোকান বন্ধ করে দেওয়া হয় । দমদম পৌরসভার(Municipal Election 2022) 4 নম্বর ওয়ার্ডে মোট ভোটার 6 হাজার 250 এবং দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা 18 হাজার ৷
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST