drugs recovery At NJP Station: এনজিপি স্টেশন থেকে থেকে 10 কোটির মাদক উদ্ধার, গ্রেফতার 3 - রাজধানী এক্সপ্রেসে মাদক পাচার
🎬 Watch Now: Feature Video
রাজধানী এক্সপ্রেসে মাদক পাচারের ছক ভেস্তে দিল এসটিএফ (STF Raid)। উদ্ধার হল 10 কোটি টাকার মাদক (Siliguri drugs recovery)। এই ঘটনায় এক মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছে এসটিএফ (huge drugs recovered)। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে অভিযান চালায় এসটিএফের একটি বিশেষ দল । গুয়াহাটি থেকে রাজধানী এক্সপ্রেসে মাদক পাচারের ছক কষা হয়েছিল । ধৃতরা হল নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা শের বাহাদুর তামাং, অসমের শিবসাগরের বাসিন্দা প্রভা মল্লিক দুয়ারা ও মুর্শিদাবাদের লালগোলারা বাসিন্দা মহম্মদ সফিকুল ইসলাম । উদ্ধার করা হয়েছে 2 কেজি 223 গ্রাম উন্নতমানের ব্রাউন সুগার । ধৃতদের সোমবার জলপাইগুড়ি (Siliguri news) আদালতে তোলা হয় ।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST