ETV Bharat / sukhibhava

Benefits of Onion Oil: চুলের যত্নে ব্যবহার করুন পেঁয়াজের তেল - Hair Tips

চুল এবং ত্বকের যত্ন নেওয়া একান্ত প্রয়োজন (Hair Tips) ৷ চুলের যত্নে কীভাবে নেবন তার জন্য রইল কিছু টিপস ।

Onion Oil News
চুলের যত্নে ব্যবহার করুন পেঁয়াজের তেল
author img

By

Published : Sep 21, 2022, 1:58 PM IST

হায়দরাবাদ: অস্বাস্থ্যকর জীবনযাপন ও দূষণের কারণে আজকাল অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে । বিভিন্ন ব্রান্ডের দামি পণ্য ব্যবহারের পরও চুল পড়া কমছে না । এর কারণ বেশির ভাগ চুলের তেলেই নানা রকম কেমিক্যাল মিশ্রিত থাকে (Onion Oil) । এতে স্বাভাবিক তেলের সঙ্গে প্যারাফিন, মিনারেল অয়েল এবং অনেক ক্ষেত্রে ক্ষতিকারক কেমিক্যালও ব্যবহার করা হয়ে থাকে । ফলে তেলের স্বাভাবিক গুণাবলি কমে যায় । যা চুল পড়ার সমাধান হয় না উলটে চুলের ক্ষতি করে (Hair Tips)।

চুলের জন্য পেঁয়াজের তেল ব্যবহারের নানা রকমের উপকারিতা আছে ৷ তার মধ্যে কয়েকটি তুলে ধরলাম আমরা ।

আরও পড়ুন: কেশবতী হতে চান ? মেনে চলুন এই নিয়মগুলি

1) পেঁয়াজের তেলের প্রধান উপাদান হল পেঁয়াজ এবং ব্ল্যাক সিড । পেঁয়াজে থাকা থাইমোকুইনোন চুলকে গোঁড়া থেকে মজবুত করে এবং চুল পড়া কমায় । এ ছাড়া পেঁয়াজে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রোপার্টি, যা খুশকি ও স্ক্যাল্প সংক্রমণে সমাধান দেয় । আর ব্ল্যাক সিড চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে ।

2) পেঁয়াজের তেলে থাকে ভিটামিন ই, যা চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে । পাশাপাশি সূর্যের ক্ষতিকর প্রভাব থেকেও সুরক্ষা দেয় ।

3) এটি চুলের গোড়া মজবুত করে চুল পড়া সমস্যার সমাধান করে মাত্র 2 সপ্তাহে ৷

হায়দরাবাদ: অস্বাস্থ্যকর জীবনযাপন ও দূষণের কারণে আজকাল অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে । বিভিন্ন ব্রান্ডের দামি পণ্য ব্যবহারের পরও চুল পড়া কমছে না । এর কারণ বেশির ভাগ চুলের তেলেই নানা রকম কেমিক্যাল মিশ্রিত থাকে (Onion Oil) । এতে স্বাভাবিক তেলের সঙ্গে প্যারাফিন, মিনারেল অয়েল এবং অনেক ক্ষেত্রে ক্ষতিকারক কেমিক্যালও ব্যবহার করা হয়ে থাকে । ফলে তেলের স্বাভাবিক গুণাবলি কমে যায় । যা চুল পড়ার সমাধান হয় না উলটে চুলের ক্ষতি করে (Hair Tips)।

চুলের জন্য পেঁয়াজের তেল ব্যবহারের নানা রকমের উপকারিতা আছে ৷ তার মধ্যে কয়েকটি তুলে ধরলাম আমরা ।

আরও পড়ুন: কেশবতী হতে চান ? মেনে চলুন এই নিয়মগুলি

1) পেঁয়াজের তেলের প্রধান উপাদান হল পেঁয়াজ এবং ব্ল্যাক সিড । পেঁয়াজে থাকা থাইমোকুইনোন চুলকে গোঁড়া থেকে মজবুত করে এবং চুল পড়া কমায় । এ ছাড়া পেঁয়াজে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রোপার্টি, যা খুশকি ও স্ক্যাল্প সংক্রমণে সমাধান দেয় । আর ব্ল্যাক সিড চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে ।

2) পেঁয়াজের তেলে থাকে ভিটামিন ই, যা চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে । পাশাপাশি সূর্যের ক্ষতিকর প্রভাব থেকেও সুরক্ষা দেয় ।

3) এটি চুলের গোড়া মজবুত করে চুল পড়া সমস্যার সমাধান করে মাত্র 2 সপ্তাহে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.