ETV Bharat / sukhibhava

Clove Oil for Face Care: বয়সের ছাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করে লবঙ্গ তেল, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন - লবঙ্গ তেল

ত্বকের বিভিন্ন সমস্যায় প্রাকৃতিক দাওয়াই লবঙ্গ। বিশেষ করে ব্রণ, ফুসকুড়ি, ত্বকের লাবণ্য ধরে রাখতে এর জুড়ি মেলা ভার ৷ ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি পেতে এই ভাবে ব্যবহার করুন লবঙ্গ তেল ৷

Clove Oil for Face Care
ত্বকের সমস্যায় লবঙ্গ তেল কার্যকরী
author img

By

Published : Jul 25, 2023, 2:25 PM IST

হায়দরাবাদ: ব্রণ-র সমস্যা, ত্বকে বয়সের ছাপ, কালো ছোপ ইত্যাদি নানান সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে নিমেষে৷ প্রতিদিনের ব্যবহারে এই মশলা থাকে হাতের কাছেই ৷ রান্নায় স্বাদ আনার পাশাপাশি ত্বকেও আনে জেল্লা এই মশলা ৷ লবঙ্গ, যাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ভিটামিন এ, সি ৷ রূপচর্চায় লবঙ্গের ব্যবহার জুড়ি মেলা ভার ৷ তাহলে চলুন দেখে নেওয়া যাক উজ্জ্বল, মসৃণ ত্বক পেতে লবঙ্গ কীভাবে ব্যবহার করব ৷

ঘরে কীভাবে বানাবেন লবঙ্গ তেল?

প্রধানত লবঙ্গ বেঁটে তা ব্যবহার করার থেকে লবঙ্গের তেল ব্যবহার করা অনেক সহজ ৷ তাই বাড়িতে বানিয়ে নিতে পারেন লবঙ্গ তেল ৷ প্রথমে লবঙ্গ গুঁড়ো করে নিন। প্লাস্টিকের বোতলে না রেখে গুঁঢ়ে রাখুন কাঁচের বোতলে ৷ ওই গুঁড়োতে মেশান ক্যারিয়ার তেল ৷ রেখে দিন এক সপ্তাহ ৷ এমন জায়গায় রাখবেন যেখানে সূর্ষের আলো পড়ে না ৷ এরপর এক সুতির কাপড়ে তেল ছেঁকে ব্যবহার করুন ৷

Clove Oil for Face Care
ত্বকের সমস্যা সমাধানে লবঙ্গ তেল

ব্রণ-র সমস্যায় লবঙ্গ তেল ভীষণ কার্যকরী ৷ ব্রণ-র জায়গায় প্রতিদিন এক ফোঁটা লবঙ্গ তেল ব্যবহার করুন ৷ এতে আপনি চাইলে হলুদও মেশাতে পারেন ৷ এমনকী, ব্রণ থেকে মুক্তি পেতে যদি কোনও ক্রিম ব্যবহার করেন, তাতে এই তেল মিশিয়ে নিতে পারেন ৷ এই তেল ব্যবহারে ধীরে ধীরে ব্রণ বা অ্যাকনের সমস্যা কমতে থাকবে ৷ তবে যদি আপনার সেনসিটিভ স্কিন হয়, তাহলে এই তেল ডাইরেক্ট ব্যবহার না করাই ভালো ৷

ত্বকে বয়সের ছাপ রোধ করে লবঙ্গ তেল ৷ যদি ত্বকের বয়স ধরে রাখতে চান, তাহলে এখন থেকেই ব্যবহার করতে পারেন লবঙ্গ তেল ৷ দিনে বা রাতে কোনও এক সময়ে ভালো করে মুখ ধুয়ে নিন ৷ এরপর তুলোয় কয়েক ফোঁটা লবঙ্গ তেল নিয়ে মুখে ও ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন ৷ এই তেল ফেস সিরামেও মেশাতে পারেন ৷ সবচেয়ে ভালো পাওয়া যায়, যদি রাতে শুতে যাওয়ার আগে এই তেল মাখেন ৷

Clove Oil for Face Care
ত্বকে ম্যাজিকের মতো কাজ করে লবঙ্গ তেল

আরও পড়ুন: রক্তে বাড়ছে শর্করা ? খাদ্যতালিকায় রাখুন এই ভেষজগুলি

মুখের কালো দাগ-ছোপ থেকে সকলেই মুক্তি চান ৷ পরিষ্কার, মসৃণ ত্বকের স্বপ্ন সকলের ৷ লবঙ্গ তেল সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম ৷ রাতে শুতে যাওয়ার আগে, নারকেল তেল বা বাদাম তেলের সঙ্গে মেশান কয়েক ফোঁটা লবঙ্গ তেল ৷ সার্কুলার মোশনে মুখে, গলায়, ঘাড়ে মালিশ করুন ৷ সারারাত রেখে দিন ৷ সকালে উঠে ধুয়ে নিন ৷ পার্থক্য বুঝতে পারবেন কয়েকদিনের মধ্যেই ৷

(প্রতিবেদনটি বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে চিকিৎসকের পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ: ব্রণ-র সমস্যা, ত্বকে বয়সের ছাপ, কালো ছোপ ইত্যাদি নানান সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে নিমেষে৷ প্রতিদিনের ব্যবহারে এই মশলা থাকে হাতের কাছেই ৷ রান্নায় স্বাদ আনার পাশাপাশি ত্বকেও আনে জেল্লা এই মশলা ৷ লবঙ্গ, যাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ভিটামিন এ, সি ৷ রূপচর্চায় লবঙ্গের ব্যবহার জুড়ি মেলা ভার ৷ তাহলে চলুন দেখে নেওয়া যাক উজ্জ্বল, মসৃণ ত্বক পেতে লবঙ্গ কীভাবে ব্যবহার করব ৷

ঘরে কীভাবে বানাবেন লবঙ্গ তেল?

প্রধানত লবঙ্গ বেঁটে তা ব্যবহার করার থেকে লবঙ্গের তেল ব্যবহার করা অনেক সহজ ৷ তাই বাড়িতে বানিয়ে নিতে পারেন লবঙ্গ তেল ৷ প্রথমে লবঙ্গ গুঁড়ো করে নিন। প্লাস্টিকের বোতলে না রেখে গুঁঢ়ে রাখুন কাঁচের বোতলে ৷ ওই গুঁড়োতে মেশান ক্যারিয়ার তেল ৷ রেখে দিন এক সপ্তাহ ৷ এমন জায়গায় রাখবেন যেখানে সূর্ষের আলো পড়ে না ৷ এরপর এক সুতির কাপড়ে তেল ছেঁকে ব্যবহার করুন ৷

Clove Oil for Face Care
ত্বকের সমস্যা সমাধানে লবঙ্গ তেল

ব্রণ-র সমস্যায় লবঙ্গ তেল ভীষণ কার্যকরী ৷ ব্রণ-র জায়গায় প্রতিদিন এক ফোঁটা লবঙ্গ তেল ব্যবহার করুন ৷ এতে আপনি চাইলে হলুদও মেশাতে পারেন ৷ এমনকী, ব্রণ থেকে মুক্তি পেতে যদি কোনও ক্রিম ব্যবহার করেন, তাতে এই তেল মিশিয়ে নিতে পারেন ৷ এই তেল ব্যবহারে ধীরে ধীরে ব্রণ বা অ্যাকনের সমস্যা কমতে থাকবে ৷ তবে যদি আপনার সেনসিটিভ স্কিন হয়, তাহলে এই তেল ডাইরেক্ট ব্যবহার না করাই ভালো ৷

ত্বকে বয়সের ছাপ রোধ করে লবঙ্গ তেল ৷ যদি ত্বকের বয়স ধরে রাখতে চান, তাহলে এখন থেকেই ব্যবহার করতে পারেন লবঙ্গ তেল ৷ দিনে বা রাতে কোনও এক সময়ে ভালো করে মুখ ধুয়ে নিন ৷ এরপর তুলোয় কয়েক ফোঁটা লবঙ্গ তেল নিয়ে মুখে ও ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন ৷ এই তেল ফেস সিরামেও মেশাতে পারেন ৷ সবচেয়ে ভালো পাওয়া যায়, যদি রাতে শুতে যাওয়ার আগে এই তেল মাখেন ৷

Clove Oil for Face Care
ত্বকে ম্যাজিকের মতো কাজ করে লবঙ্গ তেল

আরও পড়ুন: রক্তে বাড়ছে শর্করা ? খাদ্যতালিকায় রাখুন এই ভেষজগুলি

মুখের কালো দাগ-ছোপ থেকে সকলেই মুক্তি চান ৷ পরিষ্কার, মসৃণ ত্বকের স্বপ্ন সকলের ৷ লবঙ্গ তেল সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম ৷ রাতে শুতে যাওয়ার আগে, নারকেল তেল বা বাদাম তেলের সঙ্গে মেশান কয়েক ফোঁটা লবঙ্গ তেল ৷ সার্কুলার মোশনে মুখে, গলায়, ঘাড়ে মালিশ করুন ৷ সারারাত রেখে দিন ৷ সকালে উঠে ধুয়ে নিন ৷ পার্থক্য বুঝতে পারবেন কয়েকদিনের মধ্যেই ৷

(প্রতিবেদনটি বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে চিকিৎসকের পরামর্শ নিন ৷)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.