ETV Bharat / sukhibhava

Clove Oil for Face Care: বয়সের ছাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করে লবঙ্গ তেল, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

ত্বকের বিভিন্ন সমস্যায় প্রাকৃতিক দাওয়াই লবঙ্গ। বিশেষ করে ব্রণ, ফুসকুড়ি, ত্বকের লাবণ্য ধরে রাখতে এর জুড়ি মেলা ভার ৷ ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি পেতে এই ভাবে ব্যবহার করুন লবঙ্গ তেল ৷

Clove Oil for Face Care
ত্বকের সমস্যায় লবঙ্গ তেল কার্যকরী
author img

By

Published : Jul 25, 2023, 2:25 PM IST

হায়দরাবাদ: ব্রণ-র সমস্যা, ত্বকে বয়সের ছাপ, কালো ছোপ ইত্যাদি নানান সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে নিমেষে৷ প্রতিদিনের ব্যবহারে এই মশলা থাকে হাতের কাছেই ৷ রান্নায় স্বাদ আনার পাশাপাশি ত্বকেও আনে জেল্লা এই মশলা ৷ লবঙ্গ, যাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ভিটামিন এ, সি ৷ রূপচর্চায় লবঙ্গের ব্যবহার জুড়ি মেলা ভার ৷ তাহলে চলুন দেখে নেওয়া যাক উজ্জ্বল, মসৃণ ত্বক পেতে লবঙ্গ কীভাবে ব্যবহার করব ৷

ঘরে কীভাবে বানাবেন লবঙ্গ তেল?

প্রধানত লবঙ্গ বেঁটে তা ব্যবহার করার থেকে লবঙ্গের তেল ব্যবহার করা অনেক সহজ ৷ তাই বাড়িতে বানিয়ে নিতে পারেন লবঙ্গ তেল ৷ প্রথমে লবঙ্গ গুঁড়ো করে নিন। প্লাস্টিকের বোতলে না রেখে গুঁঢ়ে রাখুন কাঁচের বোতলে ৷ ওই গুঁড়োতে মেশান ক্যারিয়ার তেল ৷ রেখে দিন এক সপ্তাহ ৷ এমন জায়গায় রাখবেন যেখানে সূর্ষের আলো পড়ে না ৷ এরপর এক সুতির কাপড়ে তেল ছেঁকে ব্যবহার করুন ৷

Clove Oil for Face Care
ত্বকের সমস্যা সমাধানে লবঙ্গ তেল

ব্রণ-র সমস্যায় লবঙ্গ তেল ভীষণ কার্যকরী ৷ ব্রণ-র জায়গায় প্রতিদিন এক ফোঁটা লবঙ্গ তেল ব্যবহার করুন ৷ এতে আপনি চাইলে হলুদও মেশাতে পারেন ৷ এমনকী, ব্রণ থেকে মুক্তি পেতে যদি কোনও ক্রিম ব্যবহার করেন, তাতে এই তেল মিশিয়ে নিতে পারেন ৷ এই তেল ব্যবহারে ধীরে ধীরে ব্রণ বা অ্যাকনের সমস্যা কমতে থাকবে ৷ তবে যদি আপনার সেনসিটিভ স্কিন হয়, তাহলে এই তেল ডাইরেক্ট ব্যবহার না করাই ভালো ৷

ত্বকে বয়সের ছাপ রোধ করে লবঙ্গ তেল ৷ যদি ত্বকের বয়স ধরে রাখতে চান, তাহলে এখন থেকেই ব্যবহার করতে পারেন লবঙ্গ তেল ৷ দিনে বা রাতে কোনও এক সময়ে ভালো করে মুখ ধুয়ে নিন ৷ এরপর তুলোয় কয়েক ফোঁটা লবঙ্গ তেল নিয়ে মুখে ও ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন ৷ এই তেল ফেস সিরামেও মেশাতে পারেন ৷ সবচেয়ে ভালো পাওয়া যায়, যদি রাতে শুতে যাওয়ার আগে এই তেল মাখেন ৷

Clove Oil for Face Care
ত্বকে ম্যাজিকের মতো কাজ করে লবঙ্গ তেল

আরও পড়ুন: রক্তে বাড়ছে শর্করা ? খাদ্যতালিকায় রাখুন এই ভেষজগুলি

মুখের কালো দাগ-ছোপ থেকে সকলেই মুক্তি চান ৷ পরিষ্কার, মসৃণ ত্বকের স্বপ্ন সকলের ৷ লবঙ্গ তেল সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম ৷ রাতে শুতে যাওয়ার আগে, নারকেল তেল বা বাদাম তেলের সঙ্গে মেশান কয়েক ফোঁটা লবঙ্গ তেল ৷ সার্কুলার মোশনে মুখে, গলায়, ঘাড়ে মালিশ করুন ৷ সারারাত রেখে দিন ৷ সকালে উঠে ধুয়ে নিন ৷ পার্থক্য বুঝতে পারবেন কয়েকদিনের মধ্যেই ৷

(প্রতিবেদনটি বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে চিকিৎসকের পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ: ব্রণ-র সমস্যা, ত্বকে বয়সের ছাপ, কালো ছোপ ইত্যাদি নানান সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে নিমেষে৷ প্রতিদিনের ব্যবহারে এই মশলা থাকে হাতের কাছেই ৷ রান্নায় স্বাদ আনার পাশাপাশি ত্বকেও আনে জেল্লা এই মশলা ৷ লবঙ্গ, যাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ভিটামিন এ, সি ৷ রূপচর্চায় লবঙ্গের ব্যবহার জুড়ি মেলা ভার ৷ তাহলে চলুন দেখে নেওয়া যাক উজ্জ্বল, মসৃণ ত্বক পেতে লবঙ্গ কীভাবে ব্যবহার করব ৷

ঘরে কীভাবে বানাবেন লবঙ্গ তেল?

প্রধানত লবঙ্গ বেঁটে তা ব্যবহার করার থেকে লবঙ্গের তেল ব্যবহার করা অনেক সহজ ৷ তাই বাড়িতে বানিয়ে নিতে পারেন লবঙ্গ তেল ৷ প্রথমে লবঙ্গ গুঁড়ো করে নিন। প্লাস্টিকের বোতলে না রেখে গুঁঢ়ে রাখুন কাঁচের বোতলে ৷ ওই গুঁড়োতে মেশান ক্যারিয়ার তেল ৷ রেখে দিন এক সপ্তাহ ৷ এমন জায়গায় রাখবেন যেখানে সূর্ষের আলো পড়ে না ৷ এরপর এক সুতির কাপড়ে তেল ছেঁকে ব্যবহার করুন ৷

Clove Oil for Face Care
ত্বকের সমস্যা সমাধানে লবঙ্গ তেল

ব্রণ-র সমস্যায় লবঙ্গ তেল ভীষণ কার্যকরী ৷ ব্রণ-র জায়গায় প্রতিদিন এক ফোঁটা লবঙ্গ তেল ব্যবহার করুন ৷ এতে আপনি চাইলে হলুদও মেশাতে পারেন ৷ এমনকী, ব্রণ থেকে মুক্তি পেতে যদি কোনও ক্রিম ব্যবহার করেন, তাতে এই তেল মিশিয়ে নিতে পারেন ৷ এই তেল ব্যবহারে ধীরে ধীরে ব্রণ বা অ্যাকনের সমস্যা কমতে থাকবে ৷ তবে যদি আপনার সেনসিটিভ স্কিন হয়, তাহলে এই তেল ডাইরেক্ট ব্যবহার না করাই ভালো ৷

ত্বকে বয়সের ছাপ রোধ করে লবঙ্গ তেল ৷ যদি ত্বকের বয়স ধরে রাখতে চান, তাহলে এখন থেকেই ব্যবহার করতে পারেন লবঙ্গ তেল ৷ দিনে বা রাতে কোনও এক সময়ে ভালো করে মুখ ধুয়ে নিন ৷ এরপর তুলোয় কয়েক ফোঁটা লবঙ্গ তেল নিয়ে মুখে ও ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন ৷ এই তেল ফেস সিরামেও মেশাতে পারেন ৷ সবচেয়ে ভালো পাওয়া যায়, যদি রাতে শুতে যাওয়ার আগে এই তেল মাখেন ৷

Clove Oil for Face Care
ত্বকে ম্যাজিকের মতো কাজ করে লবঙ্গ তেল

আরও পড়ুন: রক্তে বাড়ছে শর্করা ? খাদ্যতালিকায় রাখুন এই ভেষজগুলি

মুখের কালো দাগ-ছোপ থেকে সকলেই মুক্তি চান ৷ পরিষ্কার, মসৃণ ত্বকের স্বপ্ন সকলের ৷ লবঙ্গ তেল সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম ৷ রাতে শুতে যাওয়ার আগে, নারকেল তেল বা বাদাম তেলের সঙ্গে মেশান কয়েক ফোঁটা লবঙ্গ তেল ৷ সার্কুলার মোশনে মুখে, গলায়, ঘাড়ে মালিশ করুন ৷ সারারাত রেখে দিন ৷ সকালে উঠে ধুয়ে নিন ৷ পার্থক্য বুঝতে পারবেন কয়েকদিনের মধ্যেই ৷

(প্রতিবেদনটি বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে চিকিৎসকের পরামর্শ নিন ৷)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.