ETV Bharat / sukhibhava

পুরুষ ও নারীর মস্তিষ্কের ফারাক কোথায়, দেখাল গবেষণা

শরীরের অনুপাতে পুরুষদের তুলনায় মেয়েদের মস্তিষ্ক প্রায় 11 শতাংশ ছোট ।

Study reveals differences between men and women's brains
Study reveals differences between men and women's brains
author img

By

Published : Mar 30, 2021, 9:47 AM IST

কখনও ভেবেছেন কি পুরুষ ও নারীদের মস্তিষ্ক কতখানি আলাদা ? না, ভাবেননি, বলছেন গবেষকরা।

নিউরোসায়েন্সেস অ্যান্ড বায়োবিহেভিয়ারাল রিভিউতে প্রকাশিত এই গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে, আকারই হচ্ছে পুরুষ ও নারীর মস্তিষ্কের একমাত্র স্পষ্ট ফারাক ।

শরীরের অনুপাতে পুরুষদের তুলনায় মেয়েদের মস্তিষ্ক প্রায় 11 শতাংশ ছোট । ছোট আকার হওয়ার কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন হোয়াইট ম্যাটারের তুলনায় গ্রে ম্যাটারের অনুপাত বেশি থাকা, এবং সেরিব্রাল হেমিস্ফিয়ারের সঙ্গে আরও বেশি যোগাযোগ । আমেরিকার রোজালিন্ড ফ্রাঙ্কলিন বিশ্ববিদ্যালয়ের গবেষক লিসে ইলিয়ট বলেন, "এর অর্থ হল, বড় মাথা ও ছোট মাথাওয়ালা মানুষের মস্তিষ্কের পার্থক্য ততটাই, যতটা একজন গড় পুরুষের সঙ্গে একজন গড় নারীর ।"

আরও পড়ুন : ওয়ার্ক আউটের আগে ও পরে চুলের যত্নের রুটিন

তিনি যোগ করেন, "গুরুত্বপূর্ণ বিষয় হল, নারী ও পুরুষের মধ্যে পরিচিত আচরণগত ফারাক, যেমন সহানূভূতি বা স্থানিক দক্ষতার জন্য মস্তিষ্কের আকারকে কারণ হিসেবে চিহ্নিত করা যায় না ।" এই পর্যবেক্ষণের জন্য, বিজ্ঞানীরা তিন দশকের গবেষণার মেটা-সিন্থেসিস করেন। তাঁরা লিঙ্গপার্থ্যকের 13টি বিষয়ের দিকে দৃষ্টি রেখে কয়েকশো ব্রেন ইমেজিং স্টাডিকে এক জায়গায় করেন । প্রতিটি বিষয়েই তাঁরা দেখেন যে গবেষণায় অংশগ্রহণকারী কয়েক হাজার মানুষের মধ্যে করা সমীক্ষার মধ্যেও কোনও ফারাক নজরে আসছে না । উদাহরণস্বরূপ, প্রায়ই বলা হত যে নারী ও পুরুষদের সেরিব্রাল কর্টেক্সের নির্দিষ্ট অংশের ঘনত্ব আলাদা । কিন্তু মেটা-সিন্থেসিসে দেখা যাচ্ছে যে চিহ্নিত অংশের হিসেব বিভিন্ন সমীক্ষায় বিপুলভাবে আলাদা হয়ে যাচ্ছে ।

কখনও ভেবেছেন কি পুরুষ ও নারীদের মস্তিষ্ক কতখানি আলাদা ? না, ভাবেননি, বলছেন গবেষকরা।

নিউরোসায়েন্সেস অ্যান্ড বায়োবিহেভিয়ারাল রিভিউতে প্রকাশিত এই গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে, আকারই হচ্ছে পুরুষ ও নারীর মস্তিষ্কের একমাত্র স্পষ্ট ফারাক ।

শরীরের অনুপাতে পুরুষদের তুলনায় মেয়েদের মস্তিষ্ক প্রায় 11 শতাংশ ছোট । ছোট আকার হওয়ার কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন হোয়াইট ম্যাটারের তুলনায় গ্রে ম্যাটারের অনুপাত বেশি থাকা, এবং সেরিব্রাল হেমিস্ফিয়ারের সঙ্গে আরও বেশি যোগাযোগ । আমেরিকার রোজালিন্ড ফ্রাঙ্কলিন বিশ্ববিদ্যালয়ের গবেষক লিসে ইলিয়ট বলেন, "এর অর্থ হল, বড় মাথা ও ছোট মাথাওয়ালা মানুষের মস্তিষ্কের পার্থক্য ততটাই, যতটা একজন গড় পুরুষের সঙ্গে একজন গড় নারীর ।"

আরও পড়ুন : ওয়ার্ক আউটের আগে ও পরে চুলের যত্নের রুটিন

তিনি যোগ করেন, "গুরুত্বপূর্ণ বিষয় হল, নারী ও পুরুষের মধ্যে পরিচিত আচরণগত ফারাক, যেমন সহানূভূতি বা স্থানিক দক্ষতার জন্য মস্তিষ্কের আকারকে কারণ হিসেবে চিহ্নিত করা যায় না ।" এই পর্যবেক্ষণের জন্য, বিজ্ঞানীরা তিন দশকের গবেষণার মেটা-সিন্থেসিস করেন। তাঁরা লিঙ্গপার্থ্যকের 13টি বিষয়ের দিকে দৃষ্টি রেখে কয়েকশো ব্রেন ইমেজিং স্টাডিকে এক জায়গায় করেন । প্রতিটি বিষয়েই তাঁরা দেখেন যে গবেষণায় অংশগ্রহণকারী কয়েক হাজার মানুষের মধ্যে করা সমীক্ষার মধ্যেও কোনও ফারাক নজরে আসছে না । উদাহরণস্বরূপ, প্রায়ই বলা হত যে নারী ও পুরুষদের সেরিব্রাল কর্টেক্সের নির্দিষ্ট অংশের ঘনত্ব আলাদা । কিন্তু মেটা-সিন্থেসিসে দেখা যাচ্ছে যে চিহ্নিত অংশের হিসেব বিভিন্ন সমীক্ষায় বিপুলভাবে আলাদা হয়ে যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.