ETV Bharat / sukhibhava

Home Remedies for Glowing Skin: দিওয়ালিতে চটজলদি উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন কিছু ঘরোয়া টিপস

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 8:43 PM IST

দিওয়ালির আগে ঘরবাড়ি পরিষ্কার করতেই হয় ৷ তার সঙ্গে থাকে হাজারো কাজের ঝক্কি ৷ এমতাবস্থায় ত্বকের যত্ন করার সময় পাওয়া যায় না ৷ ব্যস্ততা থেকে একটু সময় বের করে পার্লারে না গিয়ে ঘরেই হাতের কাছে থাকা উপাদান দিয়ে নিমেষে পান উজ্জ্বল, পরিষ্কার ত্বক ৷

Etv Bharat
উজ্জ্বল ত্বক পেতে ঘরোয়া টিপস

হায়দরাবাদ: পার্টি হোক বা বিয়েবাড়ি, কিংবা কোনও আনন্দোৎসব, বিশেষ দিনে নিজেকে আর পাঁচজনের থেকে একটু আলাদা রকমভাবে মেলে ধরতে সকল মহিলারাই চান ৷ সুন্দরী হতে দৌঁড়ে যান পার্লারে ৷ তবে অনেক সময় হাজারো কাজের ব্যস্ততায় পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেওয়া হয় না ৷ ফলে তা বিবর্ণ দেখায় ৷ আজ বেশ কিছু টিপস রইল, যার ব্যবহারে ঘরে বসেই পাবেন ত্বকের তাৎক্ষণিক উজ্জ্বলতা ৷

1) টোনিংয়ের জন্য মুখ পরিষ্কার করতে অ্যালোভেরা জেলে লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন ৷

2) স্ক্রাবিংয়ের জন্য ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল, লেবুর রস এবং চালের গুঁড়ো ৷ এতে মরা চামড়া সহজেই বেরিয়ে আসবে। এতে মুখের কালচে ভাবও কমে যাবে।

3) হলুদের পেস্টে সামান্য মধু ও দুধ মিশিয়ে মুখে লাগান। এটি উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করবে ৷ তবে অতিরিক্ত হলুদ ব্যবহার করলে উলটে মুখ কালো দেখাবে ৷

4) আলু আপনার ত্বকের জন্য বিশেষভাবে উপকারী ৷ ডার্ক সার্কেল ও ত্বকে কালো দাগ দূর করতে আলুর রস ব্যবহার করুন।

6) বেসনে ত্বক চর্চা হলেও যাঁদের ড্রাই স্কিন তাঁরা এড়িয়ে চলুন ৷ তবে বেসন, মধু এবং গোলাপ জলের ফেসপ্যাক ব্যবহার করুন ৷ মুখ ধোয়ার পর অবশ্যই ময়শ্চরাইজার ক্রিম ব্যবহার করুন ৷

7) যদি আপনার ত্বক শুষ্ক হয়, তাহলে দইয়ের ব্যবহারে উপকার পাবেন ৷ দইয়ের সঙ্গে মধু বা লেবু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ৷ তফাৎটা বুঝতে পারবেন ৷

8) শশাতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্টস, ফলিক অ্যাসিড ও ভিটামিন ৷ তাই ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখতে, হাইড্রেটেড রাখতে শশার রস ব্যবহার করতে পারেন ৷

9) ত্বকের কালো ছোপ দূর করতে ব্যবহার করতে পারেন কাঁচা দুধ ৷ এছাড়া ত্বক পরিষ্কার করতেও দুধের জুড়ি মেলা ভার ৷

(পরামর্শগুলি সাধরণ তথ্যের ভিত্তিতে ৷ বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত ৷)

আরও পড়ুন:

1. রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির দিওয়ালি পার্টিতে গ্ল্যামারের ঝলকানি, দেখুন ভিডিয়ো

2. ডিসেম্বরেই আসবে 'সালার' ট্রেলার, দিনক্ষণ জানাল প্রযোজনা সংস্থা

3. প্রকাশ্যে টাইগার-পাঠান জুটির ঝলক ! মিশনে সলমনকে বাঁচাতে হাত বাড়ালেন শাহরুখ

হায়দরাবাদ: পার্টি হোক বা বিয়েবাড়ি, কিংবা কোনও আনন্দোৎসব, বিশেষ দিনে নিজেকে আর পাঁচজনের থেকে একটু আলাদা রকমভাবে মেলে ধরতে সকল মহিলারাই চান ৷ সুন্দরী হতে দৌঁড়ে যান পার্লারে ৷ তবে অনেক সময় হাজারো কাজের ব্যস্ততায় পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেওয়া হয় না ৷ ফলে তা বিবর্ণ দেখায় ৷ আজ বেশ কিছু টিপস রইল, যার ব্যবহারে ঘরে বসেই পাবেন ত্বকের তাৎক্ষণিক উজ্জ্বলতা ৷

1) টোনিংয়ের জন্য মুখ পরিষ্কার করতে অ্যালোভেরা জেলে লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন ৷

2) স্ক্রাবিংয়ের জন্য ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল, লেবুর রস এবং চালের গুঁড়ো ৷ এতে মরা চামড়া সহজেই বেরিয়ে আসবে। এতে মুখের কালচে ভাবও কমে যাবে।

3) হলুদের পেস্টে সামান্য মধু ও দুধ মিশিয়ে মুখে লাগান। এটি উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করবে ৷ তবে অতিরিক্ত হলুদ ব্যবহার করলে উলটে মুখ কালো দেখাবে ৷

4) আলু আপনার ত্বকের জন্য বিশেষভাবে উপকারী ৷ ডার্ক সার্কেল ও ত্বকে কালো দাগ দূর করতে আলুর রস ব্যবহার করুন।

6) বেসনে ত্বক চর্চা হলেও যাঁদের ড্রাই স্কিন তাঁরা এড়িয়ে চলুন ৷ তবে বেসন, মধু এবং গোলাপ জলের ফেসপ্যাক ব্যবহার করুন ৷ মুখ ধোয়ার পর অবশ্যই ময়শ্চরাইজার ক্রিম ব্যবহার করুন ৷

7) যদি আপনার ত্বক শুষ্ক হয়, তাহলে দইয়ের ব্যবহারে উপকার পাবেন ৷ দইয়ের সঙ্গে মধু বা লেবু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ৷ তফাৎটা বুঝতে পারবেন ৷

8) শশাতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্টস, ফলিক অ্যাসিড ও ভিটামিন ৷ তাই ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখতে, হাইড্রেটেড রাখতে শশার রস ব্যবহার করতে পারেন ৷

9) ত্বকের কালো ছোপ দূর করতে ব্যবহার করতে পারেন কাঁচা দুধ ৷ এছাড়া ত্বক পরিষ্কার করতেও দুধের জুড়ি মেলা ভার ৷

(পরামর্শগুলি সাধরণ তথ্যের ভিত্তিতে ৷ বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত ৷)

আরও পড়ুন:

1. রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির দিওয়ালি পার্টিতে গ্ল্যামারের ঝলকানি, দেখুন ভিডিয়ো

2. ডিসেম্বরেই আসবে 'সালার' ট্রেলার, দিনক্ষণ জানাল প্রযোজনা সংস্থা

3. প্রকাশ্যে টাইগার-পাঠান জুটির ঝলক ! মিশনে সলমনকে বাঁচাতে হাত বাড়ালেন শাহরুখ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.