হায়দরাবাদ: প্রতিবছর কার্তিক মাসে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা পালিত হয় । 2022 সালের দীপাবলিতে সূর্যগ্রহণের কারণে, ভাইফোঁটা কি 26 তারিখ নাকি 27 তারিখ তা নিয়ে জনমানসে অনেক বিভ্রান্তি রয়েছে (Muhurat for Bhai Phota 2022)।
ভাইফোঁটা বা যম দ্বিতীয়ার দিনে, যমরাজ তার বোন যমুনার বাড়িতে গিয়েছিলেন । কিছু আচার-অনুষ্ঠান সম্পন্ন করার পরে তাঁর বোন তাঁকে অভ্যর্থনা করেছিলেন । সেসময় যমুনাকে একটি বর দিয়েছিলেন যমরাজ। বলেছিলেন প্রতিবছর এই দিনে ভাই বোনের বাড়িতে যাবেন । আর ভাইয়ের দীর্ঘ জীবনের কামনা করবেন বোনেরা। সেই থেকেই ভাইফোঁটার শুরু। এবার ভাইফোঁটা উৎসব 26 অক্টোবর দুপুর 02:43 টায় শুরু হবে এবং 27 অক্টোবর রাত 12:45 পর্যন্ত চলবে ।
আরও পড়ুন: দীপাবলিতে লক্ষ্মী পূজার গুরুত্ব কী ? জেনে নিন বিশদে
বেশ কয়েকটি জায়গায়, উদয় তিথি অনুসারে 27শে অক্টোবর ভাইফোঁটা উৎসব পালিত হবে । 27 অক্টোবর, ভাইফোঁটা উদযাপনের শুভ সময় হবে সকাল 11:07 থেকে দুপুর 12:46 পর্যন্ত । আর 26 তারিখ ফোঁটা দেওয়ার শুভ সময় দুপুর 12:14 থেকে 12:47 মিনিটের মধ্যে ।