ETV Bharat / sukhibhava

Raw Milk for Skin Care: ট্যানিং দূর করা থেকে উজ্জ্বল ত্বক! কাঁচা দুধ যেন যাদুকাঠি

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 3:54 PM IST

Skin Care: ত্বকের জন্যও দুধ খুবই উপকারী । এটি ত্বককে হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড রাখে । এটি মুখে লাগালে অনেক উপকার পাওয়া যায় । আপনার ত্বকের যত্নের রুটিনে কাঁচা দুধ অন্তর্ভুক্ত করতে পারেন । আপনি এটি ব্যবহার করে অনেক ধরনের ফেসপ্যাক তৈরি করতে পারেন । যা মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয় ।

Raw Milk for Skin Care News
কাঁচা দুধ মুখে লাগালে অনেক উপকার পাওয়া যায়

হায়দরাবাদ: স্বাস্থ্য থেকে ত্বক, দুধেই বাজিমাত। দুধ স্বাস্থ্যকর আবার ত্বকের পক্ষে পুষ্টিকর। কারণ, এতে আছে ভিটামিন-এ, ভিটামিন-ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং আরও অনেক পুষ্টি উপাদান ৷ স্বাস্থ্যের পাশাপাশি দুধ ত্বকের জন্যও খুব ভালো বলে মনে করা হয় । কাঁচা দুধ ত্বকে নানাভাবে ব্যবহার করা যায় । জেনে নিন কীভাবে ব্যবহার করবেন কাঁচা দুধ ?

কাঁচা দুধ এবং মধু: কাঁচা দুধের সঙ্গে মধু ব্যবহার করা যেতে পারে । এটি মুখের ট্যানিং থেকে মুক্তি দেয় । এর জন্য একটি পাত্রে 4-5 চামচ কাঁচা দুধ নিয়ে তাতে এক চামচ মধু মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন । এবার তুলোর সাহায্যে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন । এর পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

কাঁচা দুধ ও হলুদ: ত্বকের যেকোনও সমস্যা, বলিরেখা ও দাগ দূর করতে কাঁচা দুধ ও হলুদ ব্যবহার করতে পারেন । এর জন্য 3-4 চামচ কাঁচা দুধ নিয়ে তাতে এক চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগান । অন্তত 10 মিনিট মুখে লাগানোর পর জল দিয়ে ধুয়ে ফেলুন ।

কাঁচা দুধ এবং মুলতানি মাটি: ব্রণ ও দাগ থেকে মুক্তি পেতে মুলতানি মাটির সাথে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন । এর জন্য 3-4 চামচ কাঁচা দুধ নিয়ে তাতে এক চামচ মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরি করুন । এবার মুখে লাগিয়ে রাখুন 15 মিনিট ।

কাঁচা দুধ এবং দই: মুখের উজ্জ্বলতা আনতে কাঁচা দুধের সঙ্গে দই ব্যবহার করুন । এর জন্য 3-4 চামচ কাঁচা দুধে এক চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে 15 মিনিট রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন ।

আরও পড়ুন: অতিরিক্ত টেনশন মারাত্মক রোগের কারণ! মুক্তি পেতে ডায়েটে রাখুন এই খাবারগুলি

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

হায়দরাবাদ: স্বাস্থ্য থেকে ত্বক, দুধেই বাজিমাত। দুধ স্বাস্থ্যকর আবার ত্বকের পক্ষে পুষ্টিকর। কারণ, এতে আছে ভিটামিন-এ, ভিটামিন-ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং আরও অনেক পুষ্টি উপাদান ৷ স্বাস্থ্যের পাশাপাশি দুধ ত্বকের জন্যও খুব ভালো বলে মনে করা হয় । কাঁচা দুধ ত্বকে নানাভাবে ব্যবহার করা যায় । জেনে নিন কীভাবে ব্যবহার করবেন কাঁচা দুধ ?

কাঁচা দুধ এবং মধু: কাঁচা দুধের সঙ্গে মধু ব্যবহার করা যেতে পারে । এটি মুখের ট্যানিং থেকে মুক্তি দেয় । এর জন্য একটি পাত্রে 4-5 চামচ কাঁচা দুধ নিয়ে তাতে এক চামচ মধু মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন । এবার তুলোর সাহায্যে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন । এর পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

কাঁচা দুধ ও হলুদ: ত্বকের যেকোনও সমস্যা, বলিরেখা ও দাগ দূর করতে কাঁচা দুধ ও হলুদ ব্যবহার করতে পারেন । এর জন্য 3-4 চামচ কাঁচা দুধ নিয়ে তাতে এক চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগান । অন্তত 10 মিনিট মুখে লাগানোর পর জল দিয়ে ধুয়ে ফেলুন ।

কাঁচা দুধ এবং মুলতানি মাটি: ব্রণ ও দাগ থেকে মুক্তি পেতে মুলতানি মাটির সাথে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন । এর জন্য 3-4 চামচ কাঁচা দুধ নিয়ে তাতে এক চামচ মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরি করুন । এবার মুখে লাগিয়ে রাখুন 15 মিনিট ।

কাঁচা দুধ এবং দই: মুখের উজ্জ্বলতা আনতে কাঁচা দুধের সঙ্গে দই ব্যবহার করুন । এর জন্য 3-4 চামচ কাঁচা দুধে এক চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে 15 মিনিট রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন ।

আরও পড়ুন: অতিরিক্ত টেনশন মারাত্মক রোগের কারণ! মুক্তি পেতে ডায়েটে রাখুন এই খাবারগুলি

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.