ETV Bharat / sukhibhava

Long Covid affecting patients brains : মস্তিষ্কে প্রভাব ফেলছে দীর্ঘস্থায়ী কোভিড, সামনে এল চাঞ্চল্যকর তথ্য - মস্তিষ্কে প্রভাব ফেলছে লং কোভিড

শরীর থেকে ভাইরাস সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার পরেও প্রভাব ফেলতে পারে করোনা (Long COVID can still be lingering post recovery) ৷ মস্তিষ্কেও 'দীর্ঘস্থায়ী কোভিড' সমস্যা তৈরি করতে পারে ৷

Long Covid affecting patients brains
মস্তিষ্কে প্রভাব ফেলছে দীর্ঘস্থায়ী কোভিড
author img

By

Published : Jan 29, 2022, 3:52 PM IST

হায়দরাবাদ : বিশেষত দ্বিতীয় ঢেউ আসার পর থেকেই 'দীর্ঘস্থায়ী কোভিড' কথাটি বারবার উঠে এসেছে বিশেষজ্ঞদের আলোচনায় (Experts spoke a lot about Long COVID conditions post second wave) ৷ অনেক বিষয়টি সম্পর্কে সঠিকভাবে পরিচিত নন ৷ কিন্তু ওমিক্রন যার উপসর্গ দেখে মনে হয় সাধারণ সর্দি কাশির মতই, তাও কিন্তু দীর্ঘস্থায়ী শারীরিক এবং মানসিক অসুস্থতার কারণ হয়ে যেতে পারে ৷

কানেকটিকাটের ইয়েল স্কুল অফ মেডিসিনের সেরেনা স্পুডিচের সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস অ্যান্ড স্ট্রোক (National Institute of Neurological Disorders and Stroke)- এর ক্লিনিকাল ডিরেক্টর অবীন্দ্র নাথ বলেন, "জনস্বাস্থ্যের ওপর এর কী প্রভাব পড়ছে তা শনাক্ত করা এবং চিকিৎসা করার জন্য নতুন পদ্ধতি ভাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।’’ করোনার সাধারণ স্নায়বিক লক্ষণগুলির মধ্যে রয়েছে স্বাদ এবং গন্ধ হ্রাস পাওয়া, মাথাব্যথা, স্ট্রোক, প্রলাপ এবং মস্তিষ্কের প্রদাহ ।

দীর্ঘস্থায়ী কোভিডকে এখনও সেভাবে সংজ্ঞায়িত করা হয়নি ৷ তবে সাধারণভাবে এর উপসর্গগুলি হল, দুর্বলতা, শ্বাসকষ্ট এবং ব্রেন ফগ ৷ এছাড়া দীর্ঘস্থায়ী সর্দি কাশি, পেশির টান, গাঁটে ব্যথা, শোনার এবং দেখার সমস্যা, মাথার যন্ত্রণা, জিহ্বার স্বাদ পরিবর্তন, ফুসফুস, কিডনি এবং হার্টের দীর্ঘস্থায়ী সমস্যাও হতে পারে এই কোভিডের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে ৷ গন্ধের কথা বলতে গেলে এক্ষেত্রে অনেকেরই পারোসমিয়ার সমস্যা হতে পারে, যেখানে ঘ্রাণের অনুভূতি পরিবর্তিত হয়ে যায় ৷ আবার দ্বিতীয় তরঙ্গে আক্রান্ত হওয়ার পর অনেকেই জানিয়েছেন ভীষণভাবে চুল ঝরে যাচ্ছে তাঁদের ৷

আরও পড়ুন : Effects of Mask Wearing : শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রের উপসর্গ আরও বাড়িয়ে দিতে পারে মাস্ক, বলছে গবেষণা

শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানসিক সমস্যারও সম্মুখীন হচ্ছেন অনেকেই ৷ তাঁদের মধ্য়ে উদ্বেগ, মৃত্যুভয়, একা থাকার ভয়, পরিষ্কারভাবে চিন্তাভাবনা করার সমস্যা দেখা যাচ্ছে ৷ শুধু যাঁরা আইসিইউতে ছিলেন তাঁদের মধ্য়েই যে দীর্ঘস্থায়ী করোনার প্রভাব দেখা যাচ্ছে তা কিন্তু নয়, বরং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দশজনের আক্রান্তের মধ্যে অন্তত একজনের এই সমস্যা হচ্ছেই ৷

তার সঙ্গেই এবার যোগ হল মস্তিষ্কের সমস্যা ৷ ডঃ নাথ বলেন, ‘‘ভাইরাসের ফলে মস্তিষ্কের কোষে ব্যাপক সংক্রমণ হয়েছে বলে মনে হয় না ৷ তবে এর স্নায়বিক প্রভাব ইমিউন অ্যাক্টিভেশন, নিউরো-প্রদাহ এবং মস্তিষ্কের রক্তনালীগুলির ক্ষতির কারণ হতে পারে ৷’’

হায়দরাবাদ : বিশেষত দ্বিতীয় ঢেউ আসার পর থেকেই 'দীর্ঘস্থায়ী কোভিড' কথাটি বারবার উঠে এসেছে বিশেষজ্ঞদের আলোচনায় (Experts spoke a lot about Long COVID conditions post second wave) ৷ অনেক বিষয়টি সম্পর্কে সঠিকভাবে পরিচিত নন ৷ কিন্তু ওমিক্রন যার উপসর্গ দেখে মনে হয় সাধারণ সর্দি কাশির মতই, তাও কিন্তু দীর্ঘস্থায়ী শারীরিক এবং মানসিক অসুস্থতার কারণ হয়ে যেতে পারে ৷

কানেকটিকাটের ইয়েল স্কুল অফ মেডিসিনের সেরেনা স্পুডিচের সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস অ্যান্ড স্ট্রোক (National Institute of Neurological Disorders and Stroke)- এর ক্লিনিকাল ডিরেক্টর অবীন্দ্র নাথ বলেন, "জনস্বাস্থ্যের ওপর এর কী প্রভাব পড়ছে তা শনাক্ত করা এবং চিকিৎসা করার জন্য নতুন পদ্ধতি ভাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।’’ করোনার সাধারণ স্নায়বিক লক্ষণগুলির মধ্যে রয়েছে স্বাদ এবং গন্ধ হ্রাস পাওয়া, মাথাব্যথা, স্ট্রোক, প্রলাপ এবং মস্তিষ্কের প্রদাহ ।

দীর্ঘস্থায়ী কোভিডকে এখনও সেভাবে সংজ্ঞায়িত করা হয়নি ৷ তবে সাধারণভাবে এর উপসর্গগুলি হল, দুর্বলতা, শ্বাসকষ্ট এবং ব্রেন ফগ ৷ এছাড়া দীর্ঘস্থায়ী সর্দি কাশি, পেশির টান, গাঁটে ব্যথা, শোনার এবং দেখার সমস্যা, মাথার যন্ত্রণা, জিহ্বার স্বাদ পরিবর্তন, ফুসফুস, কিডনি এবং হার্টের দীর্ঘস্থায়ী সমস্যাও হতে পারে এই কোভিডের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে ৷ গন্ধের কথা বলতে গেলে এক্ষেত্রে অনেকেরই পারোসমিয়ার সমস্যা হতে পারে, যেখানে ঘ্রাণের অনুভূতি পরিবর্তিত হয়ে যায় ৷ আবার দ্বিতীয় তরঙ্গে আক্রান্ত হওয়ার পর অনেকেই জানিয়েছেন ভীষণভাবে চুল ঝরে যাচ্ছে তাঁদের ৷

আরও পড়ুন : Effects of Mask Wearing : শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রের উপসর্গ আরও বাড়িয়ে দিতে পারে মাস্ক, বলছে গবেষণা

শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানসিক সমস্যারও সম্মুখীন হচ্ছেন অনেকেই ৷ তাঁদের মধ্য়ে উদ্বেগ, মৃত্যুভয়, একা থাকার ভয়, পরিষ্কারভাবে চিন্তাভাবনা করার সমস্যা দেখা যাচ্ছে ৷ শুধু যাঁরা আইসিইউতে ছিলেন তাঁদের মধ্য়েই যে দীর্ঘস্থায়ী করোনার প্রভাব দেখা যাচ্ছে তা কিন্তু নয়, বরং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দশজনের আক্রান্তের মধ্যে অন্তত একজনের এই সমস্যা হচ্ছেই ৷

তার সঙ্গেই এবার যোগ হল মস্তিষ্কের সমস্যা ৷ ডঃ নাথ বলেন, ‘‘ভাইরাসের ফলে মস্তিষ্কের কোষে ব্যাপক সংক্রমণ হয়েছে বলে মনে হয় না ৷ তবে এর স্নায়বিক প্রভাব ইমিউন অ্যাক্টিভেশন, নিউরো-প্রদাহ এবং মস্তিষ্কের রক্তনালীগুলির ক্ষতির কারণ হতে পারে ৷’’

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.