ETV Bharat / sukhibhava

Pink Lips: ঠোঁট হবে গোলাপের মতো গোলাপি ! জানুন গোপন ঘরোয়া উপায় - Pink Lips

লিপস্টিক না-লাগিয়েই আপনার ঠোঁট হবে গোলাপি (Pink Lips)৷ জানুন ঘরোয়া উপায় ৷

Pink Lips News
লিপস্টিক না পড়ে আপনার ঠোঁট হবে গোলাপি
author img

By

Published : Sep 15, 2022, 9:57 PM IST

হায়দরাবাদ: গোলাপি ঠোঁট কার না ভালোলাগে ৷ সবাই চান ঠোঁট যেন সুন্দর হয় ৷ সবার সঙ্গী হয়ে ওঠে লিপস্টিক ৷ আপনি গোলাপের মতো গোলাপি ঠোঁট পেতে চাইলে ঘরোয়া কিছু উপায় ব্যবহার করুন (Lips will be as pink)৷ দেখে নিন কিছু ঘরোয়া উপায় ৷

1) গোলাপ জল: গোলাপের পাপড়ির মতো ঠোঁট পেতে সবার ইচ্ছা করে ৷ বেছে নিন গোলাপ জল ৷ একমুঠো গোলাপের পাপড়ি খানিকটা দুধে ডুবিয়ে এক ঘণ্টা রেখে দিন । তারপর দুধ থেকে পাপড়িগুলো তুলে পেষ্ট করে নিন । পেষ্ট করা গোলাপ পাপড়িতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে ঠোঁটে লাগান । পাঁচ-দশ মিনিট রেখে দুধটা দিয়ে ধুয়ে ফেলে কটন বল দিয়ে মুছে নিন । এটি সপ্তাহে তিনদিন করুন ৷ অনেক উপকার পাবেন ৷

2) বিট: লাল টুকটুকে এই সবজিটি শুধু স্বাস্থ্যের জন্য নয় ৷ ঠোঁটের পক্ষেও খুবই ভালো ৷ একটুকরো বিট কেটে নিয়ে ঠোঁটের উপর হালকা ঘষুন । বিটের রস আপনার ঠোঁটে গোলাপি আভা এনে দেবে এবং সেই সঙ্গে রোদের ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করবে ৷

আরও পড়ুন: মুখের তেলতেলে ভাব দূর করতে কী করবেন ! জেনে নিন

3) টুথব্রাশ: নরম একটা টুথব্রাশ দিয়ে ঠোঁটে হালকা গোলাপ জল দিয়ে হালকা স্ক্রাব করুন । ঠোঁটের উপর থেকে শুকনো, মৃত কোষ উঠে গিয়ে স্বাভাবিক গোলাপি আভা বেরিয়ে আসবে ।

4) ডালিম: ডালিম বা বেদানা ঠোঁটের জন্য কতটা উপকারী ৷ একমুঠো ডালিমের দানা নিয়ে পেষ্ট করে নিন । তাতে দু’ টেবিলচামচ ঠান্ডা দুধ মিশিয়ে নিলে দানাদার একটা পেস্ট পাবেন । ঠোঁটে লাগিয়ে 10-15 মিনিট রাখুন, তারপর বরফজলে ধুয়ে নিন । এক সপ্তাহ ধরে প্রতিদিন করলে ঠোঁটের রং চোখে পড়ার মতো গোলাপি হয়ে উঠবে ।

5) শসা: শসার রস গায়ের রং যেমন উজ্জ্বল করে তেমনি ঠোঁটেও এনে দেয় গোলাপি আভা । খাওয়ার জন্য শশা ভীষণ উপকারী ৷

হায়দরাবাদ: গোলাপি ঠোঁট কার না ভালোলাগে ৷ সবাই চান ঠোঁট যেন সুন্দর হয় ৷ সবার সঙ্গী হয়ে ওঠে লিপস্টিক ৷ আপনি গোলাপের মতো গোলাপি ঠোঁট পেতে চাইলে ঘরোয়া কিছু উপায় ব্যবহার করুন (Lips will be as pink)৷ দেখে নিন কিছু ঘরোয়া উপায় ৷

1) গোলাপ জল: গোলাপের পাপড়ির মতো ঠোঁট পেতে সবার ইচ্ছা করে ৷ বেছে নিন গোলাপ জল ৷ একমুঠো গোলাপের পাপড়ি খানিকটা দুধে ডুবিয়ে এক ঘণ্টা রেখে দিন । তারপর দুধ থেকে পাপড়িগুলো তুলে পেষ্ট করে নিন । পেষ্ট করা গোলাপ পাপড়িতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে ঠোঁটে লাগান । পাঁচ-দশ মিনিট রেখে দুধটা দিয়ে ধুয়ে ফেলে কটন বল দিয়ে মুছে নিন । এটি সপ্তাহে তিনদিন করুন ৷ অনেক উপকার পাবেন ৷

2) বিট: লাল টুকটুকে এই সবজিটি শুধু স্বাস্থ্যের জন্য নয় ৷ ঠোঁটের পক্ষেও খুবই ভালো ৷ একটুকরো বিট কেটে নিয়ে ঠোঁটের উপর হালকা ঘষুন । বিটের রস আপনার ঠোঁটে গোলাপি আভা এনে দেবে এবং সেই সঙ্গে রোদের ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করবে ৷

আরও পড়ুন: মুখের তেলতেলে ভাব দূর করতে কী করবেন ! জেনে নিন

3) টুথব্রাশ: নরম একটা টুথব্রাশ দিয়ে ঠোঁটে হালকা গোলাপ জল দিয়ে হালকা স্ক্রাব করুন । ঠোঁটের উপর থেকে শুকনো, মৃত কোষ উঠে গিয়ে স্বাভাবিক গোলাপি আভা বেরিয়ে আসবে ।

4) ডালিম: ডালিম বা বেদানা ঠোঁটের জন্য কতটা উপকারী ৷ একমুঠো ডালিমের দানা নিয়ে পেষ্ট করে নিন । তাতে দু’ টেবিলচামচ ঠান্ডা দুধ মিশিয়ে নিলে দানাদার একটা পেস্ট পাবেন । ঠোঁটে লাগিয়ে 10-15 মিনিট রাখুন, তারপর বরফজলে ধুয়ে নিন । এক সপ্তাহ ধরে প্রতিদিন করলে ঠোঁটের রং চোখে পড়ার মতো গোলাপি হয়ে উঠবে ।

5) শসা: শসার রস গায়ের রং যেমন উজ্জ্বল করে তেমনি ঠোঁটেও এনে দেয় গোলাপি আভা । খাওয়ার জন্য শশা ভীষণ উপকারী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.