ETV Bharat / sukhibhava

মানিপ্ল্যান্ট উপহার পেয়েছেন ? বাস্তু না-মেনে ঘরে রাখলে সমস্যা হতে পারে - মানিপ্ল্যান্ট

বাস্তুশাস্ত্রে এমন অনেক গাছ-গাছালির উল্লেখ রয়েছে যা শুভ বলে মনে করা হয় ৷ সেগুলিকে ঘরে লাগালে ঘর ও পরিবারের সদস্যদের উন্নতি হয় । কিন্তু এই মানিপ্ল্যান্ট যদি আপনাকে কেউ উপহার দেয় তবে সেই গাছটি বাড়িতে রাখা উচিত কি না জেনে নিন ৷

Etv Bharat
মানিপ্ল্যান্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 9:22 PM IST

Updated : Jan 4, 2024, 9:36 PM IST

হায়দরাবাদ: কিছু গাছ রয়েছে যা বাড়িতে লাগানোর জন্য অনেক নিয়মের কথা বলা হয় ৷ যেগুলো মেনে চলা জরুরি । তেমনই একটি গাছ হল মানিপ্ল্যান্ট । বাড়িতে এটি রাখার সময় এর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিয়মগুলি মাথায় রাখতে হবে ৷ তবেই পাবেন উপকার ৷

এক বিশেষজ্ঞের কথায়, বাড়িতে কখনও গোপনে মানিপ্ল্যান্ট রোপণ করা উচিত নয় । একই সময়ে, এটি লাগানোর নির্দিষ্ট নিয়ম না জানা থাকলে তা কাউকে উপহার দেওয়াও উচিত নয় । উপহার দেওয়া মানিপ্ল্যান্ট লাগানোর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিও বাস্তুতে বর্ণনা করা হয়েছে ।

উপহার হিসেবে পাওয়া মানিপ্ল্যান্ট কি বাড়িতে রাখা উচিত ?

খুব কম লোকই উপহার হিসেবে গাছ দিয়ে থাকেন ৷ আর যদিও বা উপহারে গাছ হিসেবে মানিপ্ল্যান্ট পাওয়া যায় তবে তড়িঘড়ি আমরা তা ঘরে বা বারান্দায় লাগিয়ে দিই ৷ বাস্তুশাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তি উপহার হিসাবে একটি মানিপ্ল্যান্ট পান তবে এটি তার বাড়িতে সুখ আগমনের ইঙ্গিত দেয় । এর অর্থ হল, সেই ব্যক্তির আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে এবং আর্থিক লাভও হতে চলেছে ।

দারিদ্র্য, ঋণ, অতিরিক্ত ব্যয়ের সমস্যা থাকলে তাও দূর হয়ে যায় । উপহার হিসেবে পাওয়া মানিপ্ল্যান্ট আসলে কুবের দেবের খুশির পরিচয় দেয় । এর মানে হল, অর্থ বা টাকা-পয়সার সমস্যা আপনার বাড়ি থেকে চিরতরে দূরে চলে যাচ্ছে ।

তবে মনে রাখবেন, আপনি যদি উপহার হিসাবে মানিপ্ল্যান্ট পেয়ে থাকেন তবে প্রথমে এটি পূর্ব দিকে রাখুন ৷ তারপরের দিন এটি দক্ষিণ দিকে রাখুন । এর মাধ্যমে গাছে কোনও ত্রুটি থাকলে তা দূর হয়ে যাবে ৷

যদি কেউ আপনাকে কখনও একটি মানিপ্ল্যান্ট উপহার দিয়ে থাকে, তবে এই তথ্য আপনার কাজে লাগবে ৷ আপনি কাউকে উপহার দেওয়ার কথা ভাবলেও তাকে উপরোক্ত বিষয়টি জানিয়ে দিতে ভুলবেন না ৷

আরও পড়ুন :

1. রাস্তার মোড়ে বা নদীর খুব কাছে বাড়ি কিনলেই বিপদ- জেনে নিন কী বলছে বাস্তুশাস্ত্র ?

2. এলোমেলো অফিস ডেস্ক নেতিবাচক,বাস্তুমতে গুছিয়ে নিন আপনার কাজের জায়গাটি

3. জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে ? ঘরে বা অফিসে লকার রাখুন এইভাবে

হায়দরাবাদ: কিছু গাছ রয়েছে যা বাড়িতে লাগানোর জন্য অনেক নিয়মের কথা বলা হয় ৷ যেগুলো মেনে চলা জরুরি । তেমনই একটি গাছ হল মানিপ্ল্যান্ট । বাড়িতে এটি রাখার সময় এর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিয়মগুলি মাথায় রাখতে হবে ৷ তবেই পাবেন উপকার ৷

এক বিশেষজ্ঞের কথায়, বাড়িতে কখনও গোপনে মানিপ্ল্যান্ট রোপণ করা উচিত নয় । একই সময়ে, এটি লাগানোর নির্দিষ্ট নিয়ম না জানা থাকলে তা কাউকে উপহার দেওয়াও উচিত নয় । উপহার দেওয়া মানিপ্ল্যান্ট লাগানোর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিও বাস্তুতে বর্ণনা করা হয়েছে ।

উপহার হিসেবে পাওয়া মানিপ্ল্যান্ট কি বাড়িতে রাখা উচিত ?

খুব কম লোকই উপহার হিসেবে গাছ দিয়ে থাকেন ৷ আর যদিও বা উপহারে গাছ হিসেবে মানিপ্ল্যান্ট পাওয়া যায় তবে তড়িঘড়ি আমরা তা ঘরে বা বারান্দায় লাগিয়ে দিই ৷ বাস্তুশাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তি উপহার হিসাবে একটি মানিপ্ল্যান্ট পান তবে এটি তার বাড়িতে সুখ আগমনের ইঙ্গিত দেয় । এর অর্থ হল, সেই ব্যক্তির আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে এবং আর্থিক লাভও হতে চলেছে ।

দারিদ্র্য, ঋণ, অতিরিক্ত ব্যয়ের সমস্যা থাকলে তাও দূর হয়ে যায় । উপহার হিসেবে পাওয়া মানিপ্ল্যান্ট আসলে কুবের দেবের খুশির পরিচয় দেয় । এর মানে হল, অর্থ বা টাকা-পয়সার সমস্যা আপনার বাড়ি থেকে চিরতরে দূরে চলে যাচ্ছে ।

তবে মনে রাখবেন, আপনি যদি উপহার হিসাবে মানিপ্ল্যান্ট পেয়ে থাকেন তবে প্রথমে এটি পূর্ব দিকে রাখুন ৷ তারপরের দিন এটি দক্ষিণ দিকে রাখুন । এর মাধ্যমে গাছে কোনও ত্রুটি থাকলে তা দূর হয়ে যাবে ৷

যদি কেউ আপনাকে কখনও একটি মানিপ্ল্যান্ট উপহার দিয়ে থাকে, তবে এই তথ্য আপনার কাজে লাগবে ৷ আপনি কাউকে উপহার দেওয়ার কথা ভাবলেও তাকে উপরোক্ত বিষয়টি জানিয়ে দিতে ভুলবেন না ৷

আরও পড়ুন :

1. রাস্তার মোড়ে বা নদীর খুব কাছে বাড়ি কিনলেই বিপদ- জেনে নিন কী বলছে বাস্তুশাস্ত্র ?

2. এলোমেলো অফিস ডেস্ক নেতিবাচক,বাস্তুমতে গুছিয়ে নিন আপনার কাজের জায়গাটি

3. জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে ? ঘরে বা অফিসে লকার রাখুন এইভাবে

Last Updated : Jan 4, 2024, 9:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.