হায়দরাবাদ, 30 জুলাই: এক সময় ক্লাসে দুর্দান্ত ফল করা পড়ুয়া হঠাৎই অমনোযোগী ৷ পরিণাম পরীক্ষায় খারাপ ফল ৷ সন্তানের পড়াশোনার প্রতি অবহেলা দেখে অনক বাবা-মা চিন্তিত হয়ে পড়েন ৷ জানেন কি পড়ার ঘরের বাস্তু ঠিক না থাকলে তার প্রভাব পড়ে সন্তানের উপর ৷ তা সন্তানের পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট নয়, কেরিয়ারেও গুরুতর প্রভাব ফেলে ৷ তাই পড়ার ঘর তৈরির সময় কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত অভিভাবকদের ৷
পড়ার ঘর নির্বাচনের সময় সব থেকে বেশি যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে, তা হল সঠিক দিক নির্বাচন ৷ পড়ার টেবিলও যাতে ঠিক দিকে থাকে সেই ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে ৷ মাঝে মাঝে পড়ার টেবিলের স্থান পরিবর্তন করতে হবে ৷ কারণ একঘেয়ে কোনও জিনিসই ভালো লাগে না ৷ তাই মাঝে বাস্তু মেনে পড়ার ঘরের আসবাবপত্রের স্থান পরিবর্তন করলে তা একঘেয়েমি কাটে ৷
- বাস্তু শাস্ত্র মতে, পড়াশোনার জন্য সেরা উত্তর-পূর্ব দিক ৷
- পড়ার ঘরে স্টাডি টেবিল-চেয়ার এমনভাবে রাখতে হবে যাতে পড়াশোনার সময় সন্তানের মুখ পূর্ব ও উত্তর দিকে থাকে ৷
- স্টাডি রুমের জানালা পূর্ব দিকে হওয়া উচিত ৷ এর ফলে ঘরে সকালে সূর্যের আলো আসে ৷
কী করবেন না-
- বাড়ির দক্ষিণ- পশ্চিম অংশে কখনওই স্টাডি রুম তৈরি করবেন না ৷
- জায়গা না পেয়ে অনেক সময় ছোট অংশে বা সিঁড়ির নীচেও অনেকেই পড়ার ঘর তৈরি করেন ৷ তাতে সন্তানের পড়াশোনার উপর নেতিবাচক প্রভাব পড়ে ৷ সিঁড়ির নীচে স্টাডি রুম না কারাই ভালো ৷
- স্টাডি রুমে যাতে বিম না থাকে সেদিকেও লক্ষ্য় রাখতে হবে ৷
- স্টাডিরুমে কখনই ডাইনিং টেবিল রাখা উচিত নয় ৷
- পড়ার টেবিলে আয়না রাখলেও তা সন্তানকে পড়াশোনার অমনোযোগী করে ৷
- অপ্রয়োজনয়ীয় জিনিসপত্র পড়ার টেবিল থেকে সরিয়ে দেওয়া দরকার ৷
- পড়ার টেবিলে সূচ-সুতো যেন না থাকে সেটাও মাথায় রাখা দরকার ৷
আরও পড়ুন: অকারণে দাম্পত্য অশান্তি, বেডরুমে বাস্তু দোষ নেই তো ?