ETV Bharat / sukhibhava

Viral Fever: জ্বর হলেই ওষুধ নয়, ফল হতে পারে মারাত্মক; সাবধানবাণী গবেষকদের - Daniel Barreda

করোনা জ্বর (Viral Fever), সর্দি, কাশি বা সিজনাল ফিভার-এর সংজ্ঞা বদলে দিয়েছে ৷ সামান্য জ্বর, সর্দি হলে আতঙ্কে ভরসা করতে হয় ওষুধের ওপরেই ৷ কিন্তু ওষুধ সবসময় নয়, সাবধানবাণী কানাডার (University of Alberta) গবেষকদের ৷

Etv Bharat
জ্বর হলেই ওষুধ নয়
author img

By

Published : Mar 16, 2023, 10:23 PM IST

হায়দরাবাদ, 16 মার্চ: গত দু'বছরে করোনা ভাইরাস আমাদের জ্বর (Viral Fever), সর্দি, কাশি বা সিজনাল ফিভার-এর সংজ্ঞা বদলে দিয়েছে ৷ সেই ভাইরাস আতঙ্ক এখনও কমেনি ৷ কখনোও অ্যাডিনো ভাইরাস আবার কখনো এইচথ3এন2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (H3N2 influenza virus), ঘুম কেড়েছে প্রত্যেকের ৷ ফলে সামান্য জ্বর, সর্দি হলে আতঙ্কে ভরসা করতে হয় ওষুধের ওপরেই ৷ আর শরীরকে এই প্রশ্রয় দিতেই বারণ করছেন কানাডার গবেষকরা ৷ জ্বর হলেই ওষুধ খাওয়ার ব্যাপারে সাবধানবাণী শোনাচ্ছেন তাঁরা (not take medicine immediately)৷

সম্প্রতি ইমিউনোলজি অ্যান্ড ইনফ্লেমেশন (Journal of Immunology and Inflammation ) নামক জার্নালে প্রকাশিত হয়েছে এই তথ্য ৷ কী বলা হচ্ছে সেই গবেষণাপত্রে ? গবেষণায় বলছে, জ্বর হলেই দুম করে কোনও রকম অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া ঠিক নয় ৷ শরীরের নিজস্ব রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে ৷ শরীরের 'ইমিউন সিস্টেম' কে ভালো রাখতে হলে ওষুধ নয়, দিতে হবে সময় ৷ 'বডি সিস্টেম' যাতে লড়াই করতে পারে সেই সময়টুকু দিতে হবে নিজেকে ৷ না হলে ধীরে ধীরে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকবে ৷ যা সুস্বাস্থ্যের জন্য মোটেও সুখকর নয় ৷

আরও পড়ুন: জ্বর থেকে মুক্তি পেতে এই আয়ুর্বেদিক প্রতিকারগুলি অনুসরণ করতে পারেন

জানা যাচ্ছে, কয়েকটি মাছের ওপর এক গবেষণা চালানো হয় ৷ সেখানে মাছেদের শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশন ইনজেক্ট করেন গবেষকরা ৷ 'আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স'র মাধ্যমে গবেষকরা দেখেন, ইনফেকশনের কারণে মাছগুলির মধ্যে জ্বর ছাড়াও অনান্য সমস্যা দেখা দেয় ৷ মাছগুলি অস্বাভাবিকভাবে ফুলতে থাকে ৷ কিন্তু নিজস্ব ইমিউন সিস্টেমের কারণে মাছগুলির ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ার ক্ষমতা শুধু তৈরি হয়নি, সাত দিনের মধ্যে শরীরে নতুন টিস্যুও তৈরি হয়েছে ৷ একই ভাবে বেশ কিছু মাছকে জ্বর কমার ওষুধ দেওয়া হলে, তাদের মধ্যে জ্বর কমার লক্ষণ অনেক দেরিতে দেখা যায় ৷

কানাডার আলবেত্রা বিশ্ববিদ্যালয়ের (University of Alberta) গবেষক ড্যানিয়েল বারেদা (Daniel Barreda) জানিয়েছেন, এই গবেষণা থেকে পরিষ্কার সময় দিলে, ওষুধ ছাড়াই প্রাকৃতিক নিয়মে শরীর নিজেকে সুস্থ রাখা যায় । যদি না-কোনও জটিল রোগ হয়ে থাকে ৷

হায়দরাবাদ, 16 মার্চ: গত দু'বছরে করোনা ভাইরাস আমাদের জ্বর (Viral Fever), সর্দি, কাশি বা সিজনাল ফিভার-এর সংজ্ঞা বদলে দিয়েছে ৷ সেই ভাইরাস আতঙ্ক এখনও কমেনি ৷ কখনোও অ্যাডিনো ভাইরাস আবার কখনো এইচথ3এন2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (H3N2 influenza virus), ঘুম কেড়েছে প্রত্যেকের ৷ ফলে সামান্য জ্বর, সর্দি হলে আতঙ্কে ভরসা করতে হয় ওষুধের ওপরেই ৷ আর শরীরকে এই প্রশ্রয় দিতেই বারণ করছেন কানাডার গবেষকরা ৷ জ্বর হলেই ওষুধ খাওয়ার ব্যাপারে সাবধানবাণী শোনাচ্ছেন তাঁরা (not take medicine immediately)৷

সম্প্রতি ইমিউনোলজি অ্যান্ড ইনফ্লেমেশন (Journal of Immunology and Inflammation ) নামক জার্নালে প্রকাশিত হয়েছে এই তথ্য ৷ কী বলা হচ্ছে সেই গবেষণাপত্রে ? গবেষণায় বলছে, জ্বর হলেই দুম করে কোনও রকম অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া ঠিক নয় ৷ শরীরের নিজস্ব রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে ৷ শরীরের 'ইমিউন সিস্টেম' কে ভালো রাখতে হলে ওষুধ নয়, দিতে হবে সময় ৷ 'বডি সিস্টেম' যাতে লড়াই করতে পারে সেই সময়টুকু দিতে হবে নিজেকে ৷ না হলে ধীরে ধীরে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকবে ৷ যা সুস্বাস্থ্যের জন্য মোটেও সুখকর নয় ৷

আরও পড়ুন: জ্বর থেকে মুক্তি পেতে এই আয়ুর্বেদিক প্রতিকারগুলি অনুসরণ করতে পারেন

জানা যাচ্ছে, কয়েকটি মাছের ওপর এক গবেষণা চালানো হয় ৷ সেখানে মাছেদের শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশন ইনজেক্ট করেন গবেষকরা ৷ 'আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স'র মাধ্যমে গবেষকরা দেখেন, ইনফেকশনের কারণে মাছগুলির মধ্যে জ্বর ছাড়াও অনান্য সমস্যা দেখা দেয় ৷ মাছগুলি অস্বাভাবিকভাবে ফুলতে থাকে ৷ কিন্তু নিজস্ব ইমিউন সিস্টেমের কারণে মাছগুলির ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ার ক্ষমতা শুধু তৈরি হয়নি, সাত দিনের মধ্যে শরীরে নতুন টিস্যুও তৈরি হয়েছে ৷ একই ভাবে বেশ কিছু মাছকে জ্বর কমার ওষুধ দেওয়া হলে, তাদের মধ্যে জ্বর কমার লক্ষণ অনেক দেরিতে দেখা যায় ৷

কানাডার আলবেত্রা বিশ্ববিদ্যালয়ের (University of Alberta) গবেষক ড্যানিয়েল বারেদা (Daniel Barreda) জানিয়েছেন, এই গবেষণা থেকে পরিষ্কার সময় দিলে, ওষুধ ছাড়াই প্রাকৃতিক নিয়মে শরীর নিজেকে সুস্থ রাখা যায় । যদি না-কোনও জটিল রোগ হয়ে থাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.