ETV Bharat / sukhibhava

Take Care of Gut Health: জিরে থেকে জোয়ান বা মৌরি, পেটের স্বাস্থ্য ভালো রাখতে বেছে নিন ঘরোয়া এই মশলাগুলি

ত্বকের যত্ন, চোখের যত্ন, চুলের যত্ন বাইরে থেকে নিজেকে সুন্দর রাখতে যতটা প্রয়োজন ততটাই ভিতর থেকে শরীরের অঙ্গের যত্নেরও প্রয়োজন ৷ সেই তালিকায় নিজের অন্ত্র বা পেটের স্বাস্থ্য ভালো রাখতে জিরে থেকে জোয়ান, ভীষণভাবে উপকারী ৷

Take Care of Gut Health
পেটের স্বাস্থ্য ভালো রাখতে ঘরোয়া মশলা উপকারী
author img

By

Published : Aug 18, 2023, 5:50 PM IST

Updated : Aug 18, 2023, 11:00 PM IST

হায়দরাবাদ: পেটের কোনও সমস্যা হলে বাড়ির বড়রা সবসময় ঘরোয়া টোটকায় বিশ্বাস রাখেন ৷ এই যেমন ধরা যাক, বদহজম হয়েছে, হাতে একটু জোয়ান দিয়ে দিলেন ৷ আবার হয়তো পেট গরম হয়ে গিয়েছে, মৌরি ভেজানো জল নিয়ে এলেন ৷ সহজভাবে বললে, মা-ঠাকুমার রান্নাঘরে যেন শরীর ভালো রাখার মূল চাবিকাঠি রয়েছে ৷ আয়ুর্বেদ শাস্ত্র মতে, কথাটা ভুল নয় ৷ প্রতিদিনের রান্নার জন্য ব্যবহৃত এমন কিছু ভেষজ মশলা রয়েছে, যা অন্ত্রের স্বাস্থ্য বা পেটের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণ কার্যকরী ৷ এক নজরে দেখে নিন, পেটের স্বাস্থ্যের জন্য কোন কোন মশলা ব্যবহার করতে পারেন ৷

Take Care of Gut Health
নজর দিন পেটের স্বাস্থ্যে

এলাচ- আপনি যদি প্রায়ই পেট ফাঁপা, পেটে ব্যথা, অ্যাসিডিটি এবং বদহজমের মতো পেটের সমস্যায় ভুগে থাকেন, তাহলে এলাচ হতে পারে সেই সমস্যার সমাধান ৷ আপনাকে স্বাস্থ্য সমস্যা উন্নত করতে সাহায্য করতে পারে। পেট ফাঁপার সমস্যা হলে এলাচ খুব উপকারী ৷ পেটে যদি জ্বালা অনুভব হয়, তাহলে এলাচ খাওয়া যেতে পারে ৷

Take Care of Gut Health
এলাচ

হিং- পেট ফাঁপা থেকে মুক্তি পেতে যে কয়েকটি মশলা ব্যবহার করা হয়, তার মধ্যে হিং অন্যতম। এটিকে প্রায়শই 'ফুড অফ দ্য গড'স' বা ঈশ্বরের খাদ্য হিসাবে উল্লেখ করা হয় ৷ এতে সালফার থাকার কারণে, এর গন্ধ হয় তীব্র ও স্বাদ হয় তীক্ত ৷ হজমশক্তি বাড়াতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে, এমনকী ওজন কমাতে সকালে ঈষদুষ্ণ জল দিয়ে হিং খেলে উপকার মেলে ৷

Take Care of Gut Health
হিং

জিরে- হজমের এনজাইমের অনুঘটক হিসাবে কাজ করে জিরে ৷ বদহজমের সমস্যা দূর করে। আয়রন সমৃদ্ধ জিরে শরীরে প্রয়োজনীয় খনিজ বা মিনারেলস-এর যোগান দেয় ৷ অনেক সময় দেখা যায়, সদ্যজাত মায়ের বুকে দুধের পরিমাণ কম ৷ সেক্ষেত্রে এক গ্লাস দুধে জিরে খেলে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন ভালো হয় ৷

Take Care of Gut Health
জিরে

মৌরি- মৌরিতে আছে এসনেসিয়াল তেল যা এনজাইম এবং পাচক রসের নিঃসরণকে উদ্দীপিত করে হজমশক্তি বাড়াতে সাহায্য করে। বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং পেট ফোলাভাব থেকে মুক্তি পেতে মৌরির গুণের তুলনা হয় না ৷ আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে মৌরি খাওয়ার পরে বা খালি পেটে খেলে হজম ও বিপাক ক্রিয়া ভালো হয় ৷

Take Care of Gut Health
মৌরি

আরও পড়ুন: কালো দাগ দূর করতে ও জৌলুস ধরে রাখতে আজই ব্যবহার করুন এই ফেসপ্যাক, ম্যাজিকের মতো কাজ করবে

জোয়ান- বদহজমের হাত থেকে রক্ষা পেতে জোয়ান বেশ কার্যকরী ৷ জোয়ানে এনজাইম থাকার কারণে পেটে অ্যাসিডের প্রবাহকে উন্নত করে এবং হজম সমস্যা থেকে মুক্তি দিতে পারে ৷ এছাড়া গ্যাস্ট্রিকের সমস্যা, পেটফাঁপা এবং বদহজমের সমস্যা থেকে উপশম পেতে জোয়ান, জিরা এবং এলাচের গুড়োর সঙ্গে জল মিশিয়ে পান করলে ফল মিলবে ৷

Take Care of Gut Health
জোয়ান

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে চিকিৎসকের পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ: পেটের কোনও সমস্যা হলে বাড়ির বড়রা সবসময় ঘরোয়া টোটকায় বিশ্বাস রাখেন ৷ এই যেমন ধরা যাক, বদহজম হয়েছে, হাতে একটু জোয়ান দিয়ে দিলেন ৷ আবার হয়তো পেট গরম হয়ে গিয়েছে, মৌরি ভেজানো জল নিয়ে এলেন ৷ সহজভাবে বললে, মা-ঠাকুমার রান্নাঘরে যেন শরীর ভালো রাখার মূল চাবিকাঠি রয়েছে ৷ আয়ুর্বেদ শাস্ত্র মতে, কথাটা ভুল নয় ৷ প্রতিদিনের রান্নার জন্য ব্যবহৃত এমন কিছু ভেষজ মশলা রয়েছে, যা অন্ত্রের স্বাস্থ্য বা পেটের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণ কার্যকরী ৷ এক নজরে দেখে নিন, পেটের স্বাস্থ্যের জন্য কোন কোন মশলা ব্যবহার করতে পারেন ৷

Take Care of Gut Health
নজর দিন পেটের স্বাস্থ্যে

এলাচ- আপনি যদি প্রায়ই পেট ফাঁপা, পেটে ব্যথা, অ্যাসিডিটি এবং বদহজমের মতো পেটের সমস্যায় ভুগে থাকেন, তাহলে এলাচ হতে পারে সেই সমস্যার সমাধান ৷ আপনাকে স্বাস্থ্য সমস্যা উন্নত করতে সাহায্য করতে পারে। পেট ফাঁপার সমস্যা হলে এলাচ খুব উপকারী ৷ পেটে যদি জ্বালা অনুভব হয়, তাহলে এলাচ খাওয়া যেতে পারে ৷

Take Care of Gut Health
এলাচ

হিং- পেট ফাঁপা থেকে মুক্তি পেতে যে কয়েকটি মশলা ব্যবহার করা হয়, তার মধ্যে হিং অন্যতম। এটিকে প্রায়শই 'ফুড অফ দ্য গড'স' বা ঈশ্বরের খাদ্য হিসাবে উল্লেখ করা হয় ৷ এতে সালফার থাকার কারণে, এর গন্ধ হয় তীব্র ও স্বাদ হয় তীক্ত ৷ হজমশক্তি বাড়াতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে, এমনকী ওজন কমাতে সকালে ঈষদুষ্ণ জল দিয়ে হিং খেলে উপকার মেলে ৷

Take Care of Gut Health
হিং

জিরে- হজমের এনজাইমের অনুঘটক হিসাবে কাজ করে জিরে ৷ বদহজমের সমস্যা দূর করে। আয়রন সমৃদ্ধ জিরে শরীরে প্রয়োজনীয় খনিজ বা মিনারেলস-এর যোগান দেয় ৷ অনেক সময় দেখা যায়, সদ্যজাত মায়ের বুকে দুধের পরিমাণ কম ৷ সেক্ষেত্রে এক গ্লাস দুধে জিরে খেলে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন ভালো হয় ৷

Take Care of Gut Health
জিরে

মৌরি- মৌরিতে আছে এসনেসিয়াল তেল যা এনজাইম এবং পাচক রসের নিঃসরণকে উদ্দীপিত করে হজমশক্তি বাড়াতে সাহায্য করে। বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং পেট ফোলাভাব থেকে মুক্তি পেতে মৌরির গুণের তুলনা হয় না ৷ আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে মৌরি খাওয়ার পরে বা খালি পেটে খেলে হজম ও বিপাক ক্রিয়া ভালো হয় ৷

Take Care of Gut Health
মৌরি

আরও পড়ুন: কালো দাগ দূর করতে ও জৌলুস ধরে রাখতে আজই ব্যবহার করুন এই ফেসপ্যাক, ম্যাজিকের মতো কাজ করবে

জোয়ান- বদহজমের হাত থেকে রক্ষা পেতে জোয়ান বেশ কার্যকরী ৷ জোয়ানে এনজাইম থাকার কারণে পেটে অ্যাসিডের প্রবাহকে উন্নত করে এবং হজম সমস্যা থেকে মুক্তি দিতে পারে ৷ এছাড়া গ্যাস্ট্রিকের সমস্যা, পেটফাঁপা এবং বদহজমের সমস্যা থেকে উপশম পেতে জোয়ান, জিরা এবং এলাচের গুড়োর সঙ্গে জল মিশিয়ে পান করলে ফল মিলবে ৷

Take Care of Gut Health
জোয়ান

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে চিকিৎসকের পরামর্শ নিন ৷)

Last Updated : Aug 18, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.