ETV Bharat / sukhibhava

Mosquito Borne Diseases: মশাবাহিত রোগ থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন - মশাবাহিত রোগ থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন

জেনে নিন মশাবাহিত রোগ থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন (Mosquito Borne Diseases)?

Mosquito Borne Diseases News
মশাবাহিত রোগ থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন
author img

By

Published : Nov 24, 2022, 10:51 PM IST

হায়দরাবাদ: বিশ্বে অনেক রোগ মশার কারণে ছড়ায় ৷ ডেঙ্গি থেকে ম্যালেরিয়া সবকিছুই মশাাবাহিত রোগ ৷ যেগুলি শরীরে ক্ষতিকারক হতে থাকে ৷ তবে এইসব রোগ থেকে সুরক্ষিত থাকা যায় ৷ জেনে নিন মশাবাহিত রোগ থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন (Mosquito Borne Diseases)? এই মশাবাহিত রোগগুলি হল ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গি, চিকেনগুনিয়া ইত্যাদি ৷

কীভাবে মশাবাহিত রোগ থেকে সুস্থ থাকবেন, জেনে নিন:

মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার আগেই সতর্ক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা । কারণ, আক্রান্ত হওয়ার পর সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন না-হলে মৃত্যু-সহ নানা ধরনের জটিলতার ঝুঁকি বেড়ে যায় । তাই মশার কামড় থেকে নিজেকে রক্ষা করার কোনো বিকল্প নেই ।

1) জল জমিয়ে রাখা যাবে না

স্যাঁতসেঁতে জায়গা ও স্থির জলযুক্ত স্থানগুলো মশার প্রজননক্ষেত্র হিসেবে সুপরিচিত, বিশেষ করে এডিস মশা । মশার বংশবৃদ্ধি এড়াতে আশপাশের সব এলাকা শুষ্ক ও পরিষ্কার রাখা দরকার । ছোটবড় কোনও জায়গাতেই জল জমতে না-পারে, তা নজর রাখা প্রয়োজন । বাড়ির ছাদে বা বারান্দার ফুলের টবে, বাতিল টায়ার কিংবা প্লাস্টিক কনটেনার—কোথাও যাতে তিন দিনের বেশি জল জমা না থাকে, সেদিকে খায়াল রাখতে হবে ।

2) মশার কামড় থেকে সতর্ক থাকা

সংক্রমণ থেকে বাঁচার জন্য সব সময় ফুল শার্ট ও প্যান্ট পরতে হবে । হালকা রঙের কাপড় পরুন । স্প্রে ব্যবহার করতে হব। পায়ে মোজা পরিধান করতে হবে । ডেঙ্গি ও চিকুনগুনিয়া দুই রোগের জন্যই দায়ী এডিস মশা সাধারণত সকালের দিকে এবং সন্ধ্যার আগে কামড়ায় । ফলে এই দুই সময় ঘরের দরজা–জানালা বন্ধ রাখতে হবে ।

3) ঘুম নিরাপদে হতে হবে
দিনে ও রাতে ঘুমের সময় মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই মশারি ব্যবহার করা উচিত । খোলা ও স্যাঁতসেঁতে জায়গায় ঘুমানো এড়িয়ে চলুন ।

5. ঘরোয়া উপায়ে মশার কামড় থেকে নিজেকে বাঁচান

ইউক্যালিপটাস তেল, ল্যাভেন্ডার অয়েল, দারুচিনি তেল, তুলসী পাতার তেল কয়েক ফোঁটা ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে ত্বকের অনাবৃত অংশে ব্যবহার করতে পারেন । এতে বাইরে বের হলেও মশার কামড় থেকে বাঁচবেন ।

আরও পড়ুন: কম থেকে মাঝারি মানসিক চাপ স্বাস্থ্যের জন্য উপকারী

হায়দরাবাদ: বিশ্বে অনেক রোগ মশার কারণে ছড়ায় ৷ ডেঙ্গি থেকে ম্যালেরিয়া সবকিছুই মশাাবাহিত রোগ ৷ যেগুলি শরীরে ক্ষতিকারক হতে থাকে ৷ তবে এইসব রোগ থেকে সুরক্ষিত থাকা যায় ৷ জেনে নিন মশাবাহিত রোগ থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন (Mosquito Borne Diseases)? এই মশাবাহিত রোগগুলি হল ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গি, চিকেনগুনিয়া ইত্যাদি ৷

কীভাবে মশাবাহিত রোগ থেকে সুস্থ থাকবেন, জেনে নিন:

মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার আগেই সতর্ক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা । কারণ, আক্রান্ত হওয়ার পর সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন না-হলে মৃত্যু-সহ নানা ধরনের জটিলতার ঝুঁকি বেড়ে যায় । তাই মশার কামড় থেকে নিজেকে রক্ষা করার কোনো বিকল্প নেই ।

1) জল জমিয়ে রাখা যাবে না

স্যাঁতসেঁতে জায়গা ও স্থির জলযুক্ত স্থানগুলো মশার প্রজননক্ষেত্র হিসেবে সুপরিচিত, বিশেষ করে এডিস মশা । মশার বংশবৃদ্ধি এড়াতে আশপাশের সব এলাকা শুষ্ক ও পরিষ্কার রাখা দরকার । ছোটবড় কোনও জায়গাতেই জল জমতে না-পারে, তা নজর রাখা প্রয়োজন । বাড়ির ছাদে বা বারান্দার ফুলের টবে, বাতিল টায়ার কিংবা প্লাস্টিক কনটেনার—কোথাও যাতে তিন দিনের বেশি জল জমা না থাকে, সেদিকে খায়াল রাখতে হবে ।

2) মশার কামড় থেকে সতর্ক থাকা

সংক্রমণ থেকে বাঁচার জন্য সব সময় ফুল শার্ট ও প্যান্ট পরতে হবে । হালকা রঙের কাপড় পরুন । স্প্রে ব্যবহার করতে হব। পায়ে মোজা পরিধান করতে হবে । ডেঙ্গি ও চিকুনগুনিয়া দুই রোগের জন্যই দায়ী এডিস মশা সাধারণত সকালের দিকে এবং সন্ধ্যার আগে কামড়ায় । ফলে এই দুই সময় ঘরের দরজা–জানালা বন্ধ রাখতে হবে ।

3) ঘুম নিরাপদে হতে হবে
দিনে ও রাতে ঘুমের সময় মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই মশারি ব্যবহার করা উচিত । খোলা ও স্যাঁতসেঁতে জায়গায় ঘুমানো এড়িয়ে চলুন ।

5. ঘরোয়া উপায়ে মশার কামড় থেকে নিজেকে বাঁচান

ইউক্যালিপটাস তেল, ল্যাভেন্ডার অয়েল, দারুচিনি তেল, তুলসী পাতার তেল কয়েক ফোঁটা ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে ত্বকের অনাবৃত অংশে ব্যবহার করতে পারেন । এতে বাইরে বের হলেও মশার কামড় থেকে বাঁচবেন ।

আরও পড়ুন: কম থেকে মাঝারি মানসিক চাপ স্বাস্থ্যের জন্য উপকারী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.