ETV Bharat / sukhibhava

Covid Affects The Kidney Cells : শুধু ফুসফুস নয়, কিডনিরও ক্ষতিসাধন করে কোভিড ভাইরাস : গবেষণা

author img

By

Published : Apr 23, 2022, 4:03 PM IST

শুধু ফুসফুস নয়, কিডনিরও ক্ষতিসাধন করে এই সার্স-কোভ-2 ভাইরাস (How COVID Affects Kidneys ) ৷ চিকিৎসকদেরও চমকে দিল নয়া গবেষণা ৷

COVID Affects The Kidney Cells
শুধু ফুসফুস নয় কিডনিরও ক্ষতিসাধন করে কোভিড ভাইরাস

হায়দরাবাদ: কোভিড মূলত শ্বাসযন্ত্রকে মারাত্মকভাবে সংক্রমিত করে একথা জানেন সকলেই, কিন্তু এবার এই ভাইরাস অবাক করে দিল চিকিৎসকদেরও ৷ কারণ চিকিৎসকরা দেখেছেন, কিডনিরও মারাত্মক ক্ষতিসাধন করে এই সার্স-কোভ-2 ভাইরাস (How COVID Affects Kidneys) ৷ ডিউক ইউনিভার্সিটির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিনের সহকারী অধ্যাপক সামিরা মুসাহ বলেন, "চিকিৎসকদের বর্ণনা শোনার পর রীতিমত অবাক হয়েছিলাম যে, কোভিড আক্রান্ত হওয়ার পর কীভাবে একজন সুস্থ মানুষের কিডনিতে এতখানি সংক্রমণ হতে পারে যে, তাঁর ডায়ালিসিসের প্রয়োজন হয় ৷ "

তিনি আরও বলেন, "এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভাইরাসটি কিডনিতে প্রভাব ফেলছে ৷ কিন্তু মহামারির শুরুতে কেউই এই বিষয়ে নিশ্চিত ছিলেন না যে ঠিক কী ঘটছে ৷" ফ্রন্টিয়ার্স ইন সেল অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে এই নতুন গবেষণাপত্রটি ৷ এই গবেষণার জন্য় গবেষকরা সার্স-কোভ-2-এর একটি সিউডোভাইরাসের সংস্করণ নিয়ে কাজ করছিলেন ৷ তাঁরা এটি প্রয়োগ করেছিলেন আগে থেকে তৈরি করে রাখা একটি পডোসাইট সেলের উপর ৷ এটি এমন একটি কিডনি কোষ যা রক্ত থেকে টক্সিন এবং বর্জ্য অপসারণ নিয়ন্ত্রণে সাহায্য করে ।

এটি প্রয়োগ করার পর তাঁরা দেখেন, সিউডোভাইরাসটির স্পাইক প্রোটিন সরাসরি পডোসাইটের পৃষ্ঠের অসংখ্য রিসেপ্টরের সঙ্গে আবদ্ধ হতে পারে । ডিউকের পোস্ট ডক্টরেট ফেলো তিতিলোলা কালেজাই বলেন, "আমরা দেখতে পেয়েছি যে, ভাইরাসটি বিশেষত পডোসাইটের পৃষ্ঠের দুটি মূল রিসেপ্টরের সঙ্গে আবদ্ধ হতে পারদর্শী ৷ এই রিসেপ্টরগুলি কিডনি কোষগুলিতে প্রচুর পরিমাণে রয়েছে ৷" গবেষকরা জানিয়েছেন, সাধারণভাবে দেখা গিয়েছে, ভাইরাসটি খুব দ্রুত প্রভাব বিস্তার করেছে ৷ তাঁরা এটাও দেখেছেন যে, ভাইরাসের ডোজ যত বাড়ানো হয়েছে ততই কিডনির উপর প্রভাব বেড়েছে ৷

আরও পড়ুন : জ্ঞানীয় প্রতিবন্ধকতা বাড়িয়ে দেয় হৃদরোগ এবং মৃত্যুর ঝুঁকিও : গবেষণা

গবেষকরা জানিয়েছেন, একবার ভাইরাসটি কোষগুলিকে সংক্রমিত করলে এটি পডোসাইটগুলিরও ক্ষতি করে ৷ পডোসাইটগুলির আঙুলের মত লম্বা গঠন কুঁচকে যায় এবং সংক্রমণ বাড়তে থাকলে এগুলি মারাও যায় ৷ গবেষকরা দেখেছেন, এটি যে পডোসাইটগুলির কাঠামোগত ক্ষতি করে তাই নয়, পডোসাইটগুলির রসদকেই ভাইরাল কণা তৈরির কাজে ব্যবহার করে ৷

হায়দরাবাদ: কোভিড মূলত শ্বাসযন্ত্রকে মারাত্মকভাবে সংক্রমিত করে একথা জানেন সকলেই, কিন্তু এবার এই ভাইরাস অবাক করে দিল চিকিৎসকদেরও ৷ কারণ চিকিৎসকরা দেখেছেন, কিডনিরও মারাত্মক ক্ষতিসাধন করে এই সার্স-কোভ-2 ভাইরাস (How COVID Affects Kidneys) ৷ ডিউক ইউনিভার্সিটির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিনের সহকারী অধ্যাপক সামিরা মুসাহ বলেন, "চিকিৎসকদের বর্ণনা শোনার পর রীতিমত অবাক হয়েছিলাম যে, কোভিড আক্রান্ত হওয়ার পর কীভাবে একজন সুস্থ মানুষের কিডনিতে এতখানি সংক্রমণ হতে পারে যে, তাঁর ডায়ালিসিসের প্রয়োজন হয় ৷ "

তিনি আরও বলেন, "এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভাইরাসটি কিডনিতে প্রভাব ফেলছে ৷ কিন্তু মহামারির শুরুতে কেউই এই বিষয়ে নিশ্চিত ছিলেন না যে ঠিক কী ঘটছে ৷" ফ্রন্টিয়ার্স ইন সেল অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে এই নতুন গবেষণাপত্রটি ৷ এই গবেষণার জন্য় গবেষকরা সার্স-কোভ-2-এর একটি সিউডোভাইরাসের সংস্করণ নিয়ে কাজ করছিলেন ৷ তাঁরা এটি প্রয়োগ করেছিলেন আগে থেকে তৈরি করে রাখা একটি পডোসাইট সেলের উপর ৷ এটি এমন একটি কিডনি কোষ যা রক্ত থেকে টক্সিন এবং বর্জ্য অপসারণ নিয়ন্ত্রণে সাহায্য করে ।

এটি প্রয়োগ করার পর তাঁরা দেখেন, সিউডোভাইরাসটির স্পাইক প্রোটিন সরাসরি পডোসাইটের পৃষ্ঠের অসংখ্য রিসেপ্টরের সঙ্গে আবদ্ধ হতে পারে । ডিউকের পোস্ট ডক্টরেট ফেলো তিতিলোলা কালেজাই বলেন, "আমরা দেখতে পেয়েছি যে, ভাইরাসটি বিশেষত পডোসাইটের পৃষ্ঠের দুটি মূল রিসেপ্টরের সঙ্গে আবদ্ধ হতে পারদর্শী ৷ এই রিসেপ্টরগুলি কিডনি কোষগুলিতে প্রচুর পরিমাণে রয়েছে ৷" গবেষকরা জানিয়েছেন, সাধারণভাবে দেখা গিয়েছে, ভাইরাসটি খুব দ্রুত প্রভাব বিস্তার করেছে ৷ তাঁরা এটাও দেখেছেন যে, ভাইরাসের ডোজ যত বাড়ানো হয়েছে ততই কিডনির উপর প্রভাব বেড়েছে ৷

আরও পড়ুন : জ্ঞানীয় প্রতিবন্ধকতা বাড়িয়ে দেয় হৃদরোগ এবং মৃত্যুর ঝুঁকিও : গবেষণা

গবেষকরা জানিয়েছেন, একবার ভাইরাসটি কোষগুলিকে সংক্রমিত করলে এটি পডোসাইটগুলিরও ক্ষতি করে ৷ পডোসাইটগুলির আঙুলের মত লম্বা গঠন কুঁচকে যায় এবং সংক্রমণ বাড়তে থাকলে এগুলি মারাও যায় ৷ গবেষকরা দেখেছেন, এটি যে পডোসাইটগুলির কাঠামোগত ক্ষতি করে তাই নয়, পডোসাইটগুলির রসদকেই ভাইরাল কণা তৈরির কাজে ব্যবহার করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.