ETV Bharat / sukhibhava

Winter Care: শীতকালে শুষ্কতা থেকে বাঁচতে পাতে রাখুন এই খাবারগুলি

author img

By

Published : Nov 10, 2022, 10:13 PM IST

আপনার ত্বক কী শুষ্ক ? শরীরের শুষ্কতা থেকে বাঁচতে খান এগুলি (Winter Care) ৷

Winter Care Skin
শীতকালে শুষ্কতা থেকে বাঁচতে পাতে রাখুন এই খাবারগুলি

হায়দরাবাদ: যাদের ত্বক শুষ্ক তাদের জন্য এই শীত বেশ সমস্যার। পায়ের গোড়ালি থেকে ঠোঁট ফেটে অস্বস্তিতে পড়েন অনেকেই । এই সমস্যা থেকে কিছুটা মুক্তি দিতে বেশকিছু খাবার । জেনে নিন এমন কয়েকটি । শীতকাল এলেই সর্দি-কাশির সমস্যার সঙ্গে সঙ্গে ত্বকের বেশ কিছু সমস্যা দেখা দেয় । এই সময় ময়শ্চারাইজার ব্যবহার না-করলে ত্বক ফাটতে পারে । ত্বকের সমস্যা কম-বেশি প্রায় সকলেরই রয়েছে । শীতকালে কিছু খাবার খাওয়া জরুরি ৷ যেগুলি আপনাকে শুষ্কতা থেকে রক্ষা করবে (Winter Care) ৷ জেনে নিন, কী কী খাবেন ?

তেল জাতীয় মাছ: যাঁরা চর্বিযুক্ত মাছকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করেন তারা ভুল ভাবেন ৷ কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল । যাঁরা মনে করেন, চর্বিযুক্ত মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, চর্বিযুক্ত মাছের কোনও উপকারিতা নেই, তাঁরা জানেন না কী কী উপকার রয়েছে চর্বিযুক্ত মাছে । চর্বিযুক্ত মাছে প্রচুর পরিমানে ওমেগা থ্রি, পলিআনস্যাচুরেটেড, ফ্যাটি অ্যাসিড রয়েছে । যা আর্থারাইটিস, হৃদরোগ, ক্যানসার প্রতিরোধ করে। রোগগুলির ঝুঁকিও কম করে । মুখ এবং ত্বকের ক্যানসার প্রতিরোধ করে মাছ । ফলে শীতকালে শুষ্কতা থেকে বাঁচতে বেশি করে তেল যুক্ত মাছ খান ৷

টমেটো: টমেটো ত্বকের প্রাকৃতিক তেল ধরে রাখে । যার ফলে শীতকালে প্রচর পরিমণে টমেটো খাওয়া প্রয়োজন ৷ ত্বকের আর্দ্রতা বজায় থাকে ৷ আর ফুটে ওঠে প্রাকৃতিক উজ্জ্বলভাব । টমেটোতে আছে ভিটামিন সি, ই এবং বিটা ক্যারোটিন যা ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে ও ত্বক সুন্দর রাখে । ত্বক ভালো রাখার উপাদান ভিটামিন বি যেমন- বি-1, বি-3, বি-5, বি-6 এবং বি-9 ইত্যাদি টমেটোতে পাওয়া যায় । এই ভিটামিনগুলো ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে ।

গ্রিন টি: শীতে ত্বক আর্দ্র রাখতে গ্রিন টি খুবই উপকারী । এরমধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে । পরিপাকতন্ত্রকে সতেজও করে গ্রিন টি ।

আরও পড়ুন: পাতে রাখুন এই খাবারগুলি, ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে থাইরয়েড

গাজর: গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা কোলাজেন তৈরিতে সাহায্য করে । এছাড়াও গাজরে থাকে ভিটামিন এ । এতে ত্বক সুস্থ থাকে ত্বককে আর্দ্রও রাখে । শীতকালে প্রচুর পরিমাণে গাজর খান ৷ যা আপনার ত্বককে শুষ্কতা থেকে বাঁচাবে ৷

হায়দরাবাদ: যাদের ত্বক শুষ্ক তাদের জন্য এই শীত বেশ সমস্যার। পায়ের গোড়ালি থেকে ঠোঁট ফেটে অস্বস্তিতে পড়েন অনেকেই । এই সমস্যা থেকে কিছুটা মুক্তি দিতে বেশকিছু খাবার । জেনে নিন এমন কয়েকটি । শীতকাল এলেই সর্দি-কাশির সমস্যার সঙ্গে সঙ্গে ত্বকের বেশ কিছু সমস্যা দেখা দেয় । এই সময় ময়শ্চারাইজার ব্যবহার না-করলে ত্বক ফাটতে পারে । ত্বকের সমস্যা কম-বেশি প্রায় সকলেরই রয়েছে । শীতকালে কিছু খাবার খাওয়া জরুরি ৷ যেগুলি আপনাকে শুষ্কতা থেকে রক্ষা করবে (Winter Care) ৷ জেনে নিন, কী কী খাবেন ?

তেল জাতীয় মাছ: যাঁরা চর্বিযুক্ত মাছকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করেন তারা ভুল ভাবেন ৷ কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল । যাঁরা মনে করেন, চর্বিযুক্ত মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, চর্বিযুক্ত মাছের কোনও উপকারিতা নেই, তাঁরা জানেন না কী কী উপকার রয়েছে চর্বিযুক্ত মাছে । চর্বিযুক্ত মাছে প্রচুর পরিমানে ওমেগা থ্রি, পলিআনস্যাচুরেটেড, ফ্যাটি অ্যাসিড রয়েছে । যা আর্থারাইটিস, হৃদরোগ, ক্যানসার প্রতিরোধ করে। রোগগুলির ঝুঁকিও কম করে । মুখ এবং ত্বকের ক্যানসার প্রতিরোধ করে মাছ । ফলে শীতকালে শুষ্কতা থেকে বাঁচতে বেশি করে তেল যুক্ত মাছ খান ৷

টমেটো: টমেটো ত্বকের প্রাকৃতিক তেল ধরে রাখে । যার ফলে শীতকালে প্রচর পরিমণে টমেটো খাওয়া প্রয়োজন ৷ ত্বকের আর্দ্রতা বজায় থাকে ৷ আর ফুটে ওঠে প্রাকৃতিক উজ্জ্বলভাব । টমেটোতে আছে ভিটামিন সি, ই এবং বিটা ক্যারোটিন যা ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে ও ত্বক সুন্দর রাখে । ত্বক ভালো রাখার উপাদান ভিটামিন বি যেমন- বি-1, বি-3, বি-5, বি-6 এবং বি-9 ইত্যাদি টমেটোতে পাওয়া যায় । এই ভিটামিনগুলো ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে ।

গ্রিন টি: শীতে ত্বক আর্দ্র রাখতে গ্রিন টি খুবই উপকারী । এরমধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে । পরিপাকতন্ত্রকে সতেজও করে গ্রিন টি ।

আরও পড়ুন: পাতে রাখুন এই খাবারগুলি, ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে থাইরয়েড

গাজর: গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা কোলাজেন তৈরিতে সাহায্য করে । এছাড়াও গাজরে থাকে ভিটামিন এ । এতে ত্বক সুস্থ থাকে ত্বককে আর্দ্রও রাখে । শীতকালে প্রচুর পরিমাণে গাজর খান ৷ যা আপনার ত্বককে শুষ্কতা থেকে বাঁচাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.