নয়াদিল্লি, 14 জানুয়ারি: সময়ের আগে বন্ধ হয়ে গিয়েছে ঋতুস্রাব ৷ 45 বছর হওয়ার আগেই মেনোপজ এসেছে ৷ আর এই মহিলাদের চারটি বা তারও বেশি সংখ্যক সন্তান রয়েছে ৷ এমন মহিলাদের ক্ষেত্রে অনেক সময়ই প্রজনন অঙ্গ জরায়ু, ডিম্বাশয় অস্ত্রোপচার করে শরীর থেকে বাদ দেওয়া হয় ৷ গবেষণা কিন্তু এই অস্ত্রোপচারকে বিপজ্জনক বলেই দাগিয়েছে ৷ ব্রিটিশ মেডিক্যাল জার্নালের আরএমডি ওপেন জানিয়েছে, এমন মহিলাদের ক্ষেত্রে বিশেষ ধরনের বাত রিউম্যাটয়েড আর্থারাইটিস হওয়ার ঝুঁকি থাকে ৷
অনেক সময় 14 বছরে পৌঁছনোর আগেই কিশোরীর ঋতুস্রাব শুরু হয়ে যায় ৷ তাদের মধ্যে অনেকের প্রজননের ক্ষমতা থাকে 33 বছরেও কম সময় ৷ তাঁরা ক্রনিক অটোইমিউন বা দীর্ঘকালীন স্বতঃঅনাক্রম্যজনিত রোগে ভুগতে পারেন ৷ আর এতে শরীরের হাড়ের সংযোগস্থলগুলি বেশিমাত্রায় ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে, জানাচ্ছে গবেষণা ৷ এই ধরনের সমস্যাগুলিতে পুরুষের তুলনায় মহিলাদের শরীরে বেশি প্রভাব পড়ে ৷ চিনের একদল গবেষক ব্রিটেনের 2.2 লক্ষেরও বেশি মহিলার ডেটা বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছেন ৷
শুধু তাই নয়, আনহুই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে এসেছে, মহিলাদের ঋতুস্রাবজনিত সমস্যায় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা এইচআরটি এবং জন্মনিরোধক পিল ব্যবহারের ভূমিকাও গুরুত্বপূর্ণ ৷ সাধারণত মেনোপজ-পরবর্তী বা রজঃনিবৃত্তিকালে মহিলাদের নানা সমস্যার সমাধানে এইচআরটি করা হয় ৷ মহিলাদের শরীরে রোগপ্রতিরোধক ক্ষমতার সঙ্গে হরমোন এবং প্রজনন সম্পর্কিত ফ্যাক্টরগুলির গভীর যোগাযোগ রয়েছে ৷ তাই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা খোঁজার চেষ্টা করছিলেন, মহিলাদের শরীরকে ঠিক কোন ফ্যাক্টরগুলি প্রভাবিত করে ৷
গবেষকরা জানাচ্ছেন, রিউম্যাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত মহিলার শরীরে হরমোনগুলি কীভাবে কাজ করছে তা দেখা অত্যন্ত জরুরি ৷ পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ প্রজনন সংক্রান্ত ফ্যাক্টগুলিও ৷ যদিও গবেষকরা তাঁদের পর্যবেক্ষণে দীর্ঘ সময়ে এই রোগ ও তার কারণের মধ্যে কার্যকারণ সম্পর্কটি প্রমাণ করতে পারেননি ৷
এই গবেষণার জন্য গবেষকরা ইউকেবায়োব্যাংকের 2 লক্ষ 23 হাজার 526 জন মহিলার তথ্য খতিয়ে দেখেছেন ৷ গড়ে 12 বছর ধরে ওই মহিলাদের শরীরের খুঁটিনাটি বিষয়ে নজর রাখা হয়েছে ৷ এই মহিলাদের মধ্যে 1.5 শতাংশ অর্থাৎ 3 হাজার 313 জনের রিউম্যাটয়েড আর্থারাইটিস বা আরএ হয়েছে ৷ স্ট্যাটিসটিক্যাল টুলও ব্যবহার করা হয়েছে এই গবেষণায় ৷ গবেষণায় উঠে এসেছে, 45 বছর বয়স হওয়ার আগে যে মহিলাদের রজঃনিবৃত্তিকাল বা মেনোপজ হয়েছে, তাঁদের মধ্যে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে 46 শতাংশ ৷ এদিকে 50 বছর বা তারপর মেনোপজ এলে কিন্তু এই ঝুঁকি থাকে না ৷
এদিকে প্রথম ঋতুস্রাব থেকে মেনোপজ হওয়া পর্যন্ত 33 বছরের কম সময় প্রজননের ক্ষমতা ছিল, এমন মহিলাদের ক্ষেত্রে এই ঝুঁকি 39 শতাংশ ৷
মহিলাদের প্রজনন অঙ্গ যেমন জরায়ু অস্ত্রোপচার করে বাদ দিয়ে দেওয়া হলে, সেক্ষেত্রে আরএ-তে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে 40 শতাংশ ৷ আর এক বা একের অধিক ডিম্বাশয় অস্ত্রোপচার করে বাদ দিয়ে দেওয়া হলে 21 শতাংশ ঝুঁকি থাকে ৷ তবে গবেষকরা জানিয়েছেন, ওই মহিলাদের দলে এরকম অস্ত্রোপচার হওয়া মহিলার সংখ্যা খুব কমই ছিল ৷
গবেষকের এই দল আরও জানিয়েছে, 14 বছরে প্রথম রজঃস্রাব শুরু হলে এবং 4 জন বা তার বেশি সংখ্যায় সন্তান আছে, এমন ক্ষেত্রে রিউম্যাটয়েড আর্থারাইটিস হওয়ার ঝুঁকি 17 শতাংশ ৷ অন্যদিকে 13 বছরে প্রথম রজঃস্রাব শুরু হয়েছে এবং 4 জন বা তার বেশি সংখ্যায় সন্তান আছে, এমন ক্ষেত্রে রিউম্যাটয়েড আর্থারাইটিস হওয়ার ঝুঁকি 18 শতাংশ ৷
আরও পড়ুন: