হায়দরাবাদ: সাধারণত পুরুষের তুলনায় মহিলারা বেশি সময় নেয় তা হয়ত অনেকেই জানেন না ৷ তাই একজন পুরুষ তৃপ্ত মানে এই নয় যে, সঙ্গম শেষ করে দেবেন ৷ সঙ্গমের জন্য সময় নিন ৷ আপনার উলটোদিকের মানুষের চাহিদার কথাও ভাবুন (Sex Tips) ৷
আপনারা কেও হয়ত খেয়াল করেন না আপনারা সঙ্গমের সময় অনেক ভুল করে বসেন ৷ যা হয়ত আপনার যৌনজীবনকে নষ্ট করে দিতে পারে ৷ সঙ্গম জিনিসকে যদি আপনি ভাবেন পুরোটাই শারীরিক তাহলে বিষয়টা ভুল ৷ আপনি এবং আপনার সঙ্গীকে হতে হবে অনুভূতিপ্রবণ ৷ সঙ্গমের সময় হাতে হাত রাখুন ৷ সবটা শরীরের সঙ্গমকে না-রেখে মনের মিলনকে ফুটিয়ে তুলুন ৷
অর্গাজমের দিকে মন দেবেন না ৷ এতে আপনার সঙ্গী মানসিক চাপে পড়তে পারেন ৷ তিনি যৌনতা উপভোগের পরিবর্তে বিষয়টিকে একটি টাস্ক হিসাবে নিয়ে ফেলবেন ৷ এটি আপনার সঙ্গীর জন্য উচিত নয় (Sex Life) ৷
যৌনজীবন একদিকে যেমন উদ্দীপক, উত্তেজক হতে পারে, তেমনই হতে পারে একঘেয়েমি ৷ আপনি এবং আপনার সঙ্গীকে দু'জনকেই মনে রাখতে হবে যৌনজীবন যেন কোনওরকম একঘেয়েমি না-হয়ে পড়ে ৷ বিশেষত দীর্ঘদিনের বিবাহিত জীবনেও সেই একঘেয়েমি তো আসতেই পারে ৷ সেই এক মিশনারি পজিশন কার ভালো লাগে ? তাই পজিশনেও আনুন তারতম্য ৷
শুধুমাত্র নিজের চাহিদার কথা ভাবলেই হবে না ৷ আপনার সঙ্গী কী চান, সেদিকে লক্ষ্য রাখাও জরুরি ৷ আপনি যেমন আপনার চাহিদার কথা ভাববেন তেমনই আপনার সঙ্গীর চাহিদার কথাও ভাবুন ৷
আরও পড়ুন: আপনি কি আপনার যৌনজীবন নিয়ে চিন্তিত, দেখে নিন এই নতুন পদ্ধতি
যখনই বিষয়টি হয় সঙ্গম, তখনই আর কেউ বিশেষ গুরুত্ব দিতে চায় না ৷ যেটা একেবারেই ঠিক নয় ৷ সঙ্গমের ক্ষেত্রেও একটা রুটিন মানা জরুরি ৷ মনে রাখতে হবে যৌনতাও একটা আর্ট ৷
সাধারণত পুরুষের তুলনায় মহিলারা বেশি সময় নেয় ৷ তাই আপনি তৃপ্ত মানে এই নয় যে, সঙ্গম শেষ করে দেবেন ৷ সময় নিন ৷ আপনার উলটোদিকের মানুষের চাহিদার কথাও ভাবুন ৷