ETV Bharat / sukhibhava

Brain Fog: শুধু মানুষই ব্রেন ফগের শিকার নয়, এই প্রাণীরাও রয়েছে বিপদে - শুধু মানুষই ব্রেন ফগের শিকার নয় এই প্রাণীরাও রয়েছে বিপদে

বিশেষত কোভিড সংক্রমণের পর 'মস্তিস্কের কুয়াশা' বা ব্রেন ফগ চিন্তা বেড়ে গিয়েছে অনেকেরই ৷ এক্ষেত্রে মানুষ কিন্তু একা নয় যাঁরা এই সমস্য়ায় জর্জরিত ৷ অনেক প্রাণীর মধ্য়েই ব্রেন ফগের লক্ষণ দেখা গিয়েছে ৷ হ্যামিল্টন কলেজ, ভার্জিনিয়া টেক এবং নেভাডা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, শুধু মানুষ নয় ইঁদুর, পাখি এবং মৌমাছিদের মধ্য়েও কগনিটিভ ইমপেয়ারমেন্ট দেখা দেয় (Brain fog may not be limited only to humans)৷

Brain Fog
শুধু মানুষই ব্রেন ফগের শিকার নয়, এই প্রাণীরাও রয়েছে বিপদে
author img

By

Published : Aug 10, 2022, 9:49 PM IST

বিশেষত কোভিড সংক্রমণের পর 'মস্তিস্কের কুয়াশা' বা ব্রেন ফগ চিন্তা বেড়ে গিয়েছে অনেকেরই ৷ এই রোগ শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ৷ এক্ষেত্রে মানুষ কিন্তু একা নয় যারা এই সমস্য়ায় জর্জরিত ৷ অনেক প্রাণীর মধ্য়েই ব্রেন ফগের লক্ষণ দেখা গিয়েছে ৷ হ্যামিল্টন কলেজ, ভার্জিনিয়া টেক এবং নেভাডা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, শুধু মানুষ নয় ইঁদুর, পাখি এবং মৌমাছিদের মধ্য়েও কগনিটিভ ইমপেয়ারমেন্ট দেখা দেয় (Brain fog may not be limited only to humans )৷

ট্রেন্ডস জার্নালে প্রকাশিত হয়েছে এই নতুন গবেষণাপত্রটি ৷ ব্রেন ফগের কারণ অনেক হতে পারে ৷ পরজীবী সংক্রান্ত অসুখ, অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে একটি জ্ঞানীয় কাজ সম্পাদনের জন্য অনুপ্রেরণার অভাব, অপুষ্টি এবং এমনকি হোস্ট মাইক্রোবায়োমের পরিবর্তনও এক্ষেত্রে কারণ হতে পারে ৷ প্রধান লেখক আন্দ্রেয়া বলেন, "আমার জন্য় সবচেয়ে যা চমকপ্রদ ছিল তা হল এ বিষয়ে কত অল্প আমরা জানি ৷ আমরা এই সমস্ত সংক্রামক রোগগুলির একটি দারুণভাবে ছড়িয়ে পড়া দেখেছি ৷ কিন্তু তবুও আমরা এই বিষয়ে খুব কমই জানি যে কীভাবে এই রোগটি জ্ঞানকে প্রভাবিত করতে পারে ৷ আর তা শুধু মানুষের নয় বন্য প্রাণীদের ক্ষেত্রেও ৷"

গবেষকরা জানান, এই ঘটনা সমস্ত ইকোলজিক্যাল কমিউনিটির ক্ষেত্রেই ক্ষতিকর ৷ কারণ জ্ঞানীয় বৈকল্য়ের প্রভাব ছড়িয়ে পড়বে সমস্ত মহলে ৷ যেমন এমন কিছু জীবানুর সংক্রমণ রয়েছে যা মৌমাছির জন্য ভীষণ ক্ষতিকর ৷ কারণ এর জেরে মৌমাছির রং চেনার ক্ষমতা এবং ঘ্রাণ ক্ষমতা প্রভাবিত হয় ৷ এই গবেষণা পর্বের সঙ্গে যুক্ত গবেষক টাউনসেন্ড জানান, মৌমাছির জন্য় এটি মারাত্মক বিপদ সংকেত ৷ আবার ফুলের পরাগ মিলনের ক্ষেত্রেও মৌমাছির ভূমিকা আমরা সকলেই জানি তার জন্যও এটি মারাত্মক বিপদের আভাস ৷

আরও পড়ুন : মহিলাদের তুলনায় পুরুষদের ক্যানসারের হার কেন বেশি ? উত্তর দিলেন বিশেষজ্ঞরা

বন্য প্রাণীরা এমনিতেই জলবায়ু পরিবর্তনের জেরে সমস্য়ার শিকার ৷ যা এই রোগের প্রভাবকে আরও বাড়িয়ে তুলতে পারে । এ ধরণের পরিবেশে প্রাণীদের মধ্য়ে উদ্বেগ বা স্ট্রেস বেশি থাকে ৷ ফলত তারা দ্রুত অসুস্থ হয়ে পড়ে এবং এটি তাদের কগনিটিভ এবিলিটির ওপরেও প্রভাব ফলতে পারে ৷

বিশেষত কোভিড সংক্রমণের পর 'মস্তিস্কের কুয়াশা' বা ব্রেন ফগ চিন্তা বেড়ে গিয়েছে অনেকেরই ৷ এই রোগ শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ৷ এক্ষেত্রে মানুষ কিন্তু একা নয় যারা এই সমস্য়ায় জর্জরিত ৷ অনেক প্রাণীর মধ্য়েই ব্রেন ফগের লক্ষণ দেখা গিয়েছে ৷ হ্যামিল্টন কলেজ, ভার্জিনিয়া টেক এবং নেভাডা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, শুধু মানুষ নয় ইঁদুর, পাখি এবং মৌমাছিদের মধ্য়েও কগনিটিভ ইমপেয়ারমেন্ট দেখা দেয় (Brain fog may not be limited only to humans )৷

ট্রেন্ডস জার্নালে প্রকাশিত হয়েছে এই নতুন গবেষণাপত্রটি ৷ ব্রেন ফগের কারণ অনেক হতে পারে ৷ পরজীবী সংক্রান্ত অসুখ, অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে একটি জ্ঞানীয় কাজ সম্পাদনের জন্য অনুপ্রেরণার অভাব, অপুষ্টি এবং এমনকি হোস্ট মাইক্রোবায়োমের পরিবর্তনও এক্ষেত্রে কারণ হতে পারে ৷ প্রধান লেখক আন্দ্রেয়া বলেন, "আমার জন্য় সবচেয়ে যা চমকপ্রদ ছিল তা হল এ বিষয়ে কত অল্প আমরা জানি ৷ আমরা এই সমস্ত সংক্রামক রোগগুলির একটি দারুণভাবে ছড়িয়ে পড়া দেখেছি ৷ কিন্তু তবুও আমরা এই বিষয়ে খুব কমই জানি যে কীভাবে এই রোগটি জ্ঞানকে প্রভাবিত করতে পারে ৷ আর তা শুধু মানুষের নয় বন্য প্রাণীদের ক্ষেত্রেও ৷"

গবেষকরা জানান, এই ঘটনা সমস্ত ইকোলজিক্যাল কমিউনিটির ক্ষেত্রেই ক্ষতিকর ৷ কারণ জ্ঞানীয় বৈকল্য়ের প্রভাব ছড়িয়ে পড়বে সমস্ত মহলে ৷ যেমন এমন কিছু জীবানুর সংক্রমণ রয়েছে যা মৌমাছির জন্য ভীষণ ক্ষতিকর ৷ কারণ এর জেরে মৌমাছির রং চেনার ক্ষমতা এবং ঘ্রাণ ক্ষমতা প্রভাবিত হয় ৷ এই গবেষণা পর্বের সঙ্গে যুক্ত গবেষক টাউনসেন্ড জানান, মৌমাছির জন্য় এটি মারাত্মক বিপদ সংকেত ৷ আবার ফুলের পরাগ মিলনের ক্ষেত্রেও মৌমাছির ভূমিকা আমরা সকলেই জানি তার জন্যও এটি মারাত্মক বিপদের আভাস ৷

আরও পড়ুন : মহিলাদের তুলনায় পুরুষদের ক্যানসারের হার কেন বেশি ? উত্তর দিলেন বিশেষজ্ঞরা

বন্য প্রাণীরা এমনিতেই জলবায়ু পরিবর্তনের জেরে সমস্য়ার শিকার ৷ যা এই রোগের প্রভাবকে আরও বাড়িয়ে তুলতে পারে । এ ধরণের পরিবেশে প্রাণীদের মধ্য়ে উদ্বেগ বা স্ট্রেস বেশি থাকে ৷ ফলত তারা দ্রুত অসুস্থ হয়ে পড়ে এবং এটি তাদের কগনিটিভ এবিলিটির ওপরেও প্রভাব ফলতে পারে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.