ETV Bharat / sukhibhava

Almonds for Glowing Skin: এক ফেসপ্যাকেই ত্বকে ফিরবে উজ্জ্বলভাব, বাদাম ব্যবহার করুন এই ভাবে - ত্বক

মুখে উজ্জ্বলভাব নিয়ে আসতে আমন্ড খাওয়ার পাশাপাশি তা ব্যবহার করতে পারেন ত্বক চর্চায় ৷ ফেসপ্যাক হোক বা তেল আমন্ড ব্যবহার করবেন কীভাবে রইল টিপস ৷

Etv Bharat
এক ফেসপ্যাকেই ত্বকে ফিরবে উজ্জ্বলভাব
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 7:23 PM IST

Updated : Sep 24, 2023, 8:03 PM IST

হায়দরাবাদ, 24 সেপ্টেম্বর: আমন্ড শরীরের জন্য পুষ্টিকর ৷ এটা নতুন কোনও তথ্য নয় ৷ বিষয়টা হচ্ছে, এই আমন্ড খেলে বা আমন্ড তেল ত্বকের জন্য ভীষণ কার্যকরী ৷ উজ্জ্বল ত্বক পেতে আমন্ডের ফেস প্যাক থেকে তেলের ব্যবহার অনায়াসেই করা যায় ৷ কীভাবে মসৃণ ত্বক পেতে ব্যবহার করবেন আমন্ড, রইল তারই কিছু টিপস ৷

  • অফিস থেকে ফিরে ক্লান্ত ৷ কিন্তু তখনই আপনাকে যেতে হবে কোনও পার্টি বা অনুষ্ঠানে ৷ চটজলদি ত্বকে জেল্লা আনতে ব্যবহার করতে পারেন এই মাস্ক ৷ শুধু বাদামটা আগে থেকে ভিজিয়ে রাখবেন ৷ এরপর সেটির খোসা ছাড়িয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিন ৷ তাতে মিশিয়ে নিন 1 চামচ মতো ওটস মিল ৷ এরপর তাতে কাঁচা দুধ ভালো করে মিশিয়ে নিন ৷ এরপর এই ফেস প্যাক মুখে ভালো করে লাগিয়ে নিন ৷ তবে পরিষ্কার মুখে এই প্যাক ব্যবহার করবেন ৷ 20 মিনিট রাখার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ৷ সপ্তাহে একবার বা দু'বার ব্যবহার করতে পারবেন ৷
  • অনুষ্ঠান থেকে ফিরে মুখের মেকআপ তোলাটা মাস্ট ৷ সারা রাত মুখে মেকআপ রেখে দিলে তা ত্বক নষ্ট করে দেয় ৷ হাতের কাছে আমন্ড তেল থাকলে কোনও অসুবিধা নেই ৷ হাতের তালুতে বেশ কয়েক ফোঁটা তেল নিয়ে সারা মুখে মাখিয়ে নেন ৷ তারপর আলতো করে ঘষে নিন ৷ ভিজে কটন দিয়ে মুছে ফেলুন ৷ ত্বকের গভীরে গিয়ে ময়লা পরিষ্কার করে আমন্ড তেল ৷
  • উজ্জ্বল ত্বকের জন্য রইল আরও একটি ফেসপ্যাকের হদিশ ৷ ভিজে আমন্ড ভালো করে গুঁড়ো করে নিন ৷ তাতে মিশিয়ে দিন দই ও মধু ৷ সেটি পরিষ্কার মুখের প্রতিটি জায়গায় অ্যাপ্লাই করুন ৷ 15 মিনিট রাখার পর ধুয়ে ফেলুন ৷ এরপর যদি এক টুকরো বরফ নিয়ে ম্যাসাজ করে নেন ত্বকে আরও ভালো হয় ৷ তবে সরাসরি ত্বকে বরফ কখনোই ব্যবহার করবেন না ৷ এছাড়া রাতে শুতে যাওয়ার আগে আমন্ড তেল মালিশ করতে পারেন ৷ এতে ত্বক ময়শ্চরাইজ হবে৷ উজ্জ্বলভাব আনবে ৷ এছাড়া আমন্ড তেল ব্যবহার করতে পারেন ক্লিনজার হিসাবেও
  • আর একটি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন ৷ সেটি হল আমন্ডের পেস্টের সঙ্গে মিশিয়ে নিন এক চামত মুলতানি মাটি ৷ তাতে মিশিয়ে নিন গোলাপ জল ৷ মুখে, ঘাড়ে, গলায় মেখে অপেক্ষা করুন 10-15 মিনিট ৷ ধুয়ে ফেলুন ঠান্ডা জলে ৷ সপ্তাহে এই ফেসপ্যাক ব্যবহার করুন দু'বার ৷

আরও পড়ুন: শরীরের অবহেলিত অংশে পড়ছে কালো ছোপ, ঘরোয়া উপায়ে পান প্রতিকার

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ, 24 সেপ্টেম্বর: আমন্ড শরীরের জন্য পুষ্টিকর ৷ এটা নতুন কোনও তথ্য নয় ৷ বিষয়টা হচ্ছে, এই আমন্ড খেলে বা আমন্ড তেল ত্বকের জন্য ভীষণ কার্যকরী ৷ উজ্জ্বল ত্বক পেতে আমন্ডের ফেস প্যাক থেকে তেলের ব্যবহার অনায়াসেই করা যায় ৷ কীভাবে মসৃণ ত্বক পেতে ব্যবহার করবেন আমন্ড, রইল তারই কিছু টিপস ৷

  • অফিস থেকে ফিরে ক্লান্ত ৷ কিন্তু তখনই আপনাকে যেতে হবে কোনও পার্টি বা অনুষ্ঠানে ৷ চটজলদি ত্বকে জেল্লা আনতে ব্যবহার করতে পারেন এই মাস্ক ৷ শুধু বাদামটা আগে থেকে ভিজিয়ে রাখবেন ৷ এরপর সেটির খোসা ছাড়িয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিন ৷ তাতে মিশিয়ে নিন 1 চামচ মতো ওটস মিল ৷ এরপর তাতে কাঁচা দুধ ভালো করে মিশিয়ে নিন ৷ এরপর এই ফেস প্যাক মুখে ভালো করে লাগিয়ে নিন ৷ তবে পরিষ্কার মুখে এই প্যাক ব্যবহার করবেন ৷ 20 মিনিট রাখার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ৷ সপ্তাহে একবার বা দু'বার ব্যবহার করতে পারবেন ৷
  • অনুষ্ঠান থেকে ফিরে মুখের মেকআপ তোলাটা মাস্ট ৷ সারা রাত মুখে মেকআপ রেখে দিলে তা ত্বক নষ্ট করে দেয় ৷ হাতের কাছে আমন্ড তেল থাকলে কোনও অসুবিধা নেই ৷ হাতের তালুতে বেশ কয়েক ফোঁটা তেল নিয়ে সারা মুখে মাখিয়ে নেন ৷ তারপর আলতো করে ঘষে নিন ৷ ভিজে কটন দিয়ে মুছে ফেলুন ৷ ত্বকের গভীরে গিয়ে ময়লা পরিষ্কার করে আমন্ড তেল ৷
  • উজ্জ্বল ত্বকের জন্য রইল আরও একটি ফেসপ্যাকের হদিশ ৷ ভিজে আমন্ড ভালো করে গুঁড়ো করে নিন ৷ তাতে মিশিয়ে দিন দই ও মধু ৷ সেটি পরিষ্কার মুখের প্রতিটি জায়গায় অ্যাপ্লাই করুন ৷ 15 মিনিট রাখার পর ধুয়ে ফেলুন ৷ এরপর যদি এক টুকরো বরফ নিয়ে ম্যাসাজ করে নেন ত্বকে আরও ভালো হয় ৷ তবে সরাসরি ত্বকে বরফ কখনোই ব্যবহার করবেন না ৷ এছাড়া রাতে শুতে যাওয়ার আগে আমন্ড তেল মালিশ করতে পারেন ৷ এতে ত্বক ময়শ্চরাইজ হবে৷ উজ্জ্বলভাব আনবে ৷ এছাড়া আমন্ড তেল ব্যবহার করতে পারেন ক্লিনজার হিসাবেও
  • আর একটি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন ৷ সেটি হল আমন্ডের পেস্টের সঙ্গে মিশিয়ে নিন এক চামত মুলতানি মাটি ৷ তাতে মিশিয়ে নিন গোলাপ জল ৷ মুখে, ঘাড়ে, গলায় মেখে অপেক্ষা করুন 10-15 মিনিট ৷ ধুয়ে ফেলুন ঠান্ডা জলে ৷ সপ্তাহে এই ফেসপ্যাক ব্যবহার করুন দু'বার ৷

আরও পড়ুন: শরীরের অবহেলিত অংশে পড়ছে কালো ছোপ, ঘরোয়া উপায়ে পান প্রতিকার

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

Last Updated : Sep 24, 2023, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.