ETV Bharat / sukhibhava

Air pollution and Mental Health : কিশোর-কিশোরীদের ডিপ্রেশনের সঙ্গেও জড়িয়ে আছে বায়ুদূষণ - Teenagers Depression is Linked To Air Pollution

কিশোর-কিশোরীদের ডিপ্রেশনের সমস্যার সঙ্গে সরাসরি যোগ বাতাসে ওজোন গ্যাসের মাত্রা বৃদ্ধির ৷ এমনটাই বলছে সাম্প্রতিক গবেষণা (Teenagers Depression is Linked To Air Pollution) ৷

Air pollution and Mental Health
কিশোর কিশোরীদের ডিপ্রেশনের সঙ্গেও জড়িয়ে আছে বায়ুদূষণ
author img

By

Published : Mar 21, 2022, 5:14 PM IST

হায়দরাবাদ : 'ডেভেলপমেন্টাল সাইকোলজি' জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, কিশোর-কিশোরীদের মধ্যে ডিপ্রেশনের সমস্যা বাতাসে ওজোন গ্যাসের মাত্রা বাড়া-কমার সঙ্গে সরাসরি যুক্ত ৷ ওজোন এমন একটি গ্যাস যা গাড়ি, কারখানা প্রভৃতি থেকে নির্গত বিভিন্ন দূষণকারী পদার্থ যখন সূর্যালোকের সঙ্গে বিক্রিয়া করে, তা থেকে উৎপন্ন হয় ৷ ওজোন গ্যাসের পরিমাণে বৃদ্ধি নানান শারীরিক অসুস্থতার কারণ হতে পারে ৷ যার মধ্যে রয়েছে হাঁপানি, ফুসফুসে ভাইরাসের আক্রমণ, শ্বাসকষ্ট এবং তা মৃত্য়ুরও কারণ হয়ে দাঁড়িয়েছে ৷

এইসব তো রয়েছেই গবেষণা বলছে, এর সঙ্গে ডিপ্রেশনের কারণ হিসাবেও ভূমিকা রয়েছে এই ওজন গ্যাসের মাত্রা বৃদ্ধির (Can Teenagers have Depression) ৷ বিশেষত কিশোর-কিশোরীদের ক্ষেত্রে এর প্রভাব মারাত্মক হতে পারে ৷ ডেনভার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক তথা প্রধান গবেষক এরিকা মানজ্যাক বলেন, "আমি মনে করি আমাদের ফলাফলগুলি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাবকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা বলে ৷"

গবেষকরা আগের একটি গবেষণা থেকেও তথ্য বিশ্লেষণ করেছেন, যেখানে 9-13 বছর বয়সি 213 জন কিশোর-কিশোরী অন্তর্ভুক্ত ছিল ৷ যারা একেবারে প্রাথমিক জীবনে মানসিক চাপের শিকার হয় ৷ গবেষকরা ক্যালিফোর্নিয়া এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি থেকে তাদের বাড়ির ঠিকানা নিয়ে সেই এলাকার বায়ুর মান পরীক্ষা করে দেখেছেন ৷ প্রায় চার বছর ধরে তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় ৷

এই গবেষণায় দেখা গিয়েছে, যে সমস্ত কিশোর-কিশোরীরা এমন অঞ্চলে থাকে যেখানে তুলনামূলকভাবে বাতাসে ওজোন গ্যাসের পরিমাণ বেশি, সেখানে তাদের মধ্যে ডিপ্রেশনের লক্ষণগুলি সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেড়ে গিয়েছে ৷ যদিও এক্ষেত্রে ওজোন গ্যাসের মাত্রা রাষ্ট্রীয় বা জাতীয় এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস অতিক্রম করেনি ৷ এক্ষেত্রে বলে রাখা দরকার, অংশগ্রহণকারীদের লিঙ্গ, বয়স, জাতি, পরিবারের আয়, পিতা-মাতার শিক্ষা বা তাদের আশেপাশের আর্থ-সামাজিক বৈশিষ্ট্যগুলির দ্বারা এই গবেষণার ফলাফলকে কোনওভাবেই প্রভাবিত হয়নি ।

আরও পড়ুন: তিনটি এমন ডায়েট যা মহিলাদের ক্ষেত্রে বন্ধু নয়, হতে পারে শত্রু

মানজ্যাক জানান, বাতাসে ওজোনের পরিমাণ বাড়লেও তা এমন কিছু মারাত্মকভাবে বেড়ে যায়নি কিন্তু তাতেই বিষয়টা এতখানি জটিল হয়ে উঠেছে ৷ ওজোন এবং বায়ু দূষণের অন্যান্য উপাদান শরীরে উচ্চমাত্রার প্রদাহ সৃষ্টি করতে পারে, যা হতাশার সূত্রপাত এবং বিকাশের সঙ্গে যুক্ত । তিনি আরও জানান, কিশোর-কিশোরীদের উপর এর প্রভাব বেশি হওয়ার কারণ হল, তারা বেশি বাইরে থাকে ৷ যদিও এই গবেষণার আকার এতটাই ছোট যে, এর থেকে এটা বলা যায় না ওজোন স্তরের বৃদ্ধি কিশোর-কিশোরীদের মধ্যে ডিপ্রেশনের সমস্যা বাড়ায় ৷ তবে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে, এদের মধ্য়ে যোগসূত্র রয়েছে ৷

হায়দরাবাদ : 'ডেভেলপমেন্টাল সাইকোলজি' জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, কিশোর-কিশোরীদের মধ্যে ডিপ্রেশনের সমস্যা বাতাসে ওজোন গ্যাসের মাত্রা বাড়া-কমার সঙ্গে সরাসরি যুক্ত ৷ ওজোন এমন একটি গ্যাস যা গাড়ি, কারখানা প্রভৃতি থেকে নির্গত বিভিন্ন দূষণকারী পদার্থ যখন সূর্যালোকের সঙ্গে বিক্রিয়া করে, তা থেকে উৎপন্ন হয় ৷ ওজোন গ্যাসের পরিমাণে বৃদ্ধি নানান শারীরিক অসুস্থতার কারণ হতে পারে ৷ যার মধ্যে রয়েছে হাঁপানি, ফুসফুসে ভাইরাসের আক্রমণ, শ্বাসকষ্ট এবং তা মৃত্য়ুরও কারণ হয়ে দাঁড়িয়েছে ৷

এইসব তো রয়েছেই গবেষণা বলছে, এর সঙ্গে ডিপ্রেশনের কারণ হিসাবেও ভূমিকা রয়েছে এই ওজন গ্যাসের মাত্রা বৃদ্ধির (Can Teenagers have Depression) ৷ বিশেষত কিশোর-কিশোরীদের ক্ষেত্রে এর প্রভাব মারাত্মক হতে পারে ৷ ডেনভার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক তথা প্রধান গবেষক এরিকা মানজ্যাক বলেন, "আমি মনে করি আমাদের ফলাফলগুলি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাবকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা বলে ৷"

গবেষকরা আগের একটি গবেষণা থেকেও তথ্য বিশ্লেষণ করেছেন, যেখানে 9-13 বছর বয়সি 213 জন কিশোর-কিশোরী অন্তর্ভুক্ত ছিল ৷ যারা একেবারে প্রাথমিক জীবনে মানসিক চাপের শিকার হয় ৷ গবেষকরা ক্যালিফোর্নিয়া এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি থেকে তাদের বাড়ির ঠিকানা নিয়ে সেই এলাকার বায়ুর মান পরীক্ষা করে দেখেছেন ৷ প্রায় চার বছর ধরে তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় ৷

এই গবেষণায় দেখা গিয়েছে, যে সমস্ত কিশোর-কিশোরীরা এমন অঞ্চলে থাকে যেখানে তুলনামূলকভাবে বাতাসে ওজোন গ্যাসের পরিমাণ বেশি, সেখানে তাদের মধ্যে ডিপ্রেশনের লক্ষণগুলি সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেড়ে গিয়েছে ৷ যদিও এক্ষেত্রে ওজোন গ্যাসের মাত্রা রাষ্ট্রীয় বা জাতীয় এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস অতিক্রম করেনি ৷ এক্ষেত্রে বলে রাখা দরকার, অংশগ্রহণকারীদের লিঙ্গ, বয়স, জাতি, পরিবারের আয়, পিতা-মাতার শিক্ষা বা তাদের আশেপাশের আর্থ-সামাজিক বৈশিষ্ট্যগুলির দ্বারা এই গবেষণার ফলাফলকে কোনওভাবেই প্রভাবিত হয়নি ।

আরও পড়ুন: তিনটি এমন ডায়েট যা মহিলাদের ক্ষেত্রে বন্ধু নয়, হতে পারে শত্রু

মানজ্যাক জানান, বাতাসে ওজোনের পরিমাণ বাড়লেও তা এমন কিছু মারাত্মকভাবে বেড়ে যায়নি কিন্তু তাতেই বিষয়টা এতখানি জটিল হয়ে উঠেছে ৷ ওজোন এবং বায়ু দূষণের অন্যান্য উপাদান শরীরে উচ্চমাত্রার প্রদাহ সৃষ্টি করতে পারে, যা হতাশার সূত্রপাত এবং বিকাশের সঙ্গে যুক্ত । তিনি আরও জানান, কিশোর-কিশোরীদের উপর এর প্রভাব বেশি হওয়ার কারণ হল, তারা বেশি বাইরে থাকে ৷ যদিও এই গবেষণার আকার এতটাই ছোট যে, এর থেকে এটা বলা যায় না ওজোন স্তরের বৃদ্ধি কিশোর-কিশোরীদের মধ্যে ডিপ্রেশনের সমস্যা বাড়ায় ৷ তবে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে, এদের মধ্য়ে যোগসূত্র রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.