ETV Bharat / state

"মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছেন, তাই উন্নয়নের স্বার্থে সবাই BJP-তে আসছে"

তৃণমূলের দুর্নীতি রুখতে BJP-তে যোগ দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ।

author img

By

Published : Jun 16, 2019, 11:38 PM IST

BJP-তে যোগ

রায়গঞ্জ, 16 জুন : বিরোধীদের বাড়ি ভাঙচুর করছে তৃণমূল । বিভিন্ন জায়গায় দুর্নীতি করছে । তাই তৃণমূলকে রুখতেই পণ্ডিতপোতার 2 গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 300 জন কর্মী আজ BJP-তে যোগ দিলেন ।

পণ্ডিতপোতা 2 গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্টের প্রাক্তন সদস্য মহম্মদ নাসিম । 20 বছর কাজ করেছেন । আজ তিনি BJP-তে যোগ দেন । তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা বিরোধীদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে । থানায় মিথ্যা অভিযোগ দায়ের করছে । দুর্নীতি করে এলাকার পরিস্থিতি খারাপ করছে । তাই তৃণমূলের সামনে রুখে দাঁড়াতেই BJP-তে যোগদান করছে সবাই ।

জেলা BJP-র সাধারণ সম্পাদক সুরজিৎ সেন জানান, আজ বিভিন্ন দল থেকে প্রায় 300 জন কর্মী BJP-তে যোগ দিয়েছেন । আগামীদিনে আরও কর্মী BJP-তে যোগ দেবেন । তিনি বলেন, "পরিবারের কেউ যদি পাগল হয় তাহলে কি পরিবারের সবাই পাগলা গারদে যায় ? মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছেন । আর সেটা বাংলার মানুষ বুঝে গেছে । তাই বাংলায় শান্তি ও উন্নয়ন করতে গেলে এই পাগলের পিছনে ছুটলে হবে না । মানুষ সুস্থ থাকার জন্য এই পাগলকে ছেড়ে BJP-তে যোগ দিচ্ছেন ।"

রায়গঞ্জ, 16 জুন : বিরোধীদের বাড়ি ভাঙচুর করছে তৃণমূল । বিভিন্ন জায়গায় দুর্নীতি করছে । তাই তৃণমূলকে রুখতেই পণ্ডিতপোতার 2 গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 300 জন কর্মী আজ BJP-তে যোগ দিলেন ।

পণ্ডিতপোতা 2 গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্টের প্রাক্তন সদস্য মহম্মদ নাসিম । 20 বছর কাজ করেছেন । আজ তিনি BJP-তে যোগ দেন । তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা বিরোধীদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে । থানায় মিথ্যা অভিযোগ দায়ের করছে । দুর্নীতি করে এলাকার পরিস্থিতি খারাপ করছে । তাই তৃণমূলের সামনে রুখে দাঁড়াতেই BJP-তে যোগদান করছে সবাই ।

জেলা BJP-র সাধারণ সম্পাদক সুরজিৎ সেন জানান, আজ বিভিন্ন দল থেকে প্রায় 300 জন কর্মী BJP-তে যোগ দিয়েছেন । আগামীদিনে আরও কর্মী BJP-তে যোগ দেবেন । তিনি বলেন, "পরিবারের কেউ যদি পাগল হয় তাহলে কি পরিবারের সবাই পাগলা গারদে যায় ? মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছেন । আর সেটা বাংলার মানুষ বুঝে গেছে । তাই বাংলায় শান্তি ও উন্নয়ন করতে গেলে এই পাগলের পিছনে ছুটলে হবে না । মানুষ সুস্থ থাকার জন্য এই পাগলকে ছেড়ে BJP-তে যোগ দিচ্ছেন ।"

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.