রায়গঞ্জ, 19 মার্চ : গতকাল সপ্তম ও অষ্টম দফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি ৷ আর প্রার্থী ঘোষণার পর ফের জেলায় জেলায় বিক্ষোভের চেনা ছবি দেখল বঙ্গবাসী ৷ পছন্দ হয়নি বিজেপির উচ্চ নেতৃত্ব দ্বারা মনোনীত প্রার্থীকে ৷ আর তার জেরেই বিক্ষোভে ফেটে পড়ে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের একাংশ ৷
দলীয় কার্যালয়ে হামলা চালানোর পাশাপাশি স্থানীয় সাংসদ দেবশ্রী চৌধুরীর ফ্লেক্সে আগুন ধরিয়ে দেয় তারা ৷ এমনকি মন্ত্রীর ছবিতে জুতোর মালা পড়িয়ে চলে লাগাতার প্রার্থী বদলের স্লোগান ৷
চাকুলিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী সচিন প্রসাদকে মানতে নারাজ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের কর্মীরা ৷ তারা চায় কোনও ভূমিপুত্রই সংশ্লিষ্ট বিধানসভার প্রার্থী হোক ৷ আর তা না হওয়ায় গতকাল উত্তর দিনাজপুরে রাস্তা অবরোধ করে , নেতৃত্বের ছবি-ফ্লেক্স পুড়িয়ে , ছবিতে জুতোর মালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা ৷ কয়েক ঘণ্টা জুড়ে চলে এই বিক্ষোভ কর্মসূচি ৷
আরও পড়ুন :"বহিরাগত মানব না", এবার বিক্ষোভ হরিরামপুরে; দলীয় অফিস ভাঙচুর বিজেপি কর্মীদের
এ বিষয়ে উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বিশ্বজিত লাহিড়ী বললেন, এ-বিষয়ে কোনও খবরই তাঁর কাছে নেই ৷