ETV Bharat / state

পুজোর মধ্যে দিয়ে কোরোনা সচেতনতার প্রচার রায়গঞ্জের উত্তর দেবীনগর মহিলা সমিতি-র - Durgapuja 2020

17 তম বর্ষে পা দিল রায়গঞ্জ শহরের দেবীনগরের " উত্তর দেবীনগর মহিলা সমিতি "। কোরোনা আবহে এবার সমস্ত বিধিনিষেধ মেনে ছোটো করে পুজোর আয়োজন করা হয়েছে । তাদের এবার পুজোর থিম হল কোরোনা সচেতনতার প্রচার । কোরোনা আক্রান্ত হলে কী কী উপসর্গ দেখা দেয় , সেক্ষেত্রে কী কী বিধিনিষেধ মেনে চলা উচিৎ এই পুরো বিষয়টাকেই মণ্ডপে তুলে ধরেছেন তারা ।

Raiganj
রায়গঞ্জ
author img

By

Published : Oct 21, 2020, 1:07 PM IST

রায়গঞ্জ , 21 অক্টোবর : কোরোনার দাপট এখনও অব্যাহত । বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও তার প্রভাব পড়েছে । অনেক বড় বড় পুজো এবার তাদের বাজেটে কাটছাঁট করেছে । আবার কোনও কোনও পুজো কমিটি কোরোনা সংক্রমণ প্রতিরোধ কর্মসূচি ও প্রচারকে কেন্দ্র করে অভিনব থিমে তাদের মণ্ডপ সাজিয়েছে । যেমন রায়গঞ্জ শহরের দেবীনগরের " উত্তর দেবীনগর মহিলা সমিতি " । এই বছরে তাদের ভাবনা কোরোনা নিয়ে মানুষকে সচেতন করা । সেইভাবেই তাদের পুজো মণ্ডপ সেজে উঠেছে । তাদের পুজোর স্লোগান " এবার আমার উমা এলে আর উমা পাঠাব না, বলে বলবে লোকে মন্দ, কারও কথা শুনব না । "

Raiganj
চিকিৎসার বিষয়টিও দেখানো হয়েছে

এবার 17তম বর্ষে পা দিল রায়গঞ্জ শহরের দেবীনগরের " উত্তর দেবীনগর মহিলা সমিতি "। কোরোনা আবহে এবার সমস্ত বিধিনিষেধ মেনে ছোটো করে পুজোর আয়োজন করা হয়েছে । তাদের এবার পুজোর থিম হল কোরোনা সচেতনতার প্রচার । কোরোনা আক্রান্ত হলে কী কী উপসর্গ দেখা দেয় , সেক্ষেত্রে কী কী বিধিনিষেধ মেনে চলা উচিৎ এই পুরো বিষয়টাকেই মণ্ডপে তুলে ধরেছেন তারা । এছাড়া , চিকিৎসকদের দ্বারা লালারস পরীক্ষা , রোগীর চিকিৎসা এবং পরবর্তীতে রোগীকে অ্যাম্বুলেন্সে কোরোনা হাসপাতালে স্থানান্তর এসবই তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে । কোরোনায় মৃতের সৎকারের দৃশ্য মানুষের সচেতনতার স্বার্থে তুলে ধরা হয়েছে ।

Raiganj
চিকিৎসার বিষয়টিও দেখানো হয়েছে

উত্তর দেবীনগর মহিলা সমিতি পুজো কমিটির কর্মকর্তা মৌমিতা ঘোষ বলেন , " কোরোনা ভাইরাস নিয়ে আমাদের পুরো থিমটার আয়োজন করা হয়েছে । কোনও ব্যক্তি কোরোনায় আক্রান্ত হলে তাকে কোয়ারানটিন রাখা , লালারস পরীক্ষা করানো , হাসপাতালে চিকিৎসা ইত্যাদি বিষয়কে তুলে ধরা হয়েছে । মূলত , কোরোনায় আক্রান্ত হলে কী করা উচিৎ , কী কী নিয়মাবলি অবলম্বন করা উচিৎ যাতে তা আর না ছড়ায় সেই দিকটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি । "

Raiganj
কোরোনায় মৃতের সৎকারের দৃশ্য তুলে ধরা হয়েছে

রায়গঞ্জ , 21 অক্টোবর : কোরোনার দাপট এখনও অব্যাহত । বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও তার প্রভাব পড়েছে । অনেক বড় বড় পুজো এবার তাদের বাজেটে কাটছাঁট করেছে । আবার কোনও কোনও পুজো কমিটি কোরোনা সংক্রমণ প্রতিরোধ কর্মসূচি ও প্রচারকে কেন্দ্র করে অভিনব থিমে তাদের মণ্ডপ সাজিয়েছে । যেমন রায়গঞ্জ শহরের দেবীনগরের " উত্তর দেবীনগর মহিলা সমিতি " । এই বছরে তাদের ভাবনা কোরোনা নিয়ে মানুষকে সচেতন করা । সেইভাবেই তাদের পুজো মণ্ডপ সেজে উঠেছে । তাদের পুজোর স্লোগান " এবার আমার উমা এলে আর উমা পাঠাব না, বলে বলবে লোকে মন্দ, কারও কথা শুনব না । "

Raiganj
চিকিৎসার বিষয়টিও দেখানো হয়েছে

এবার 17তম বর্ষে পা দিল রায়গঞ্জ শহরের দেবীনগরের " উত্তর দেবীনগর মহিলা সমিতি "। কোরোনা আবহে এবার সমস্ত বিধিনিষেধ মেনে ছোটো করে পুজোর আয়োজন করা হয়েছে । তাদের এবার পুজোর থিম হল কোরোনা সচেতনতার প্রচার । কোরোনা আক্রান্ত হলে কী কী উপসর্গ দেখা দেয় , সেক্ষেত্রে কী কী বিধিনিষেধ মেনে চলা উচিৎ এই পুরো বিষয়টাকেই মণ্ডপে তুলে ধরেছেন তারা । এছাড়া , চিকিৎসকদের দ্বারা লালারস পরীক্ষা , রোগীর চিকিৎসা এবং পরবর্তীতে রোগীকে অ্যাম্বুলেন্সে কোরোনা হাসপাতালে স্থানান্তর এসবই তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে । কোরোনায় মৃতের সৎকারের দৃশ্য মানুষের সচেতনতার স্বার্থে তুলে ধরা হয়েছে ।

Raiganj
চিকিৎসার বিষয়টিও দেখানো হয়েছে

উত্তর দেবীনগর মহিলা সমিতি পুজো কমিটির কর্মকর্তা মৌমিতা ঘোষ বলেন , " কোরোনা ভাইরাস নিয়ে আমাদের পুরো থিমটার আয়োজন করা হয়েছে । কোনও ব্যক্তি কোরোনায় আক্রান্ত হলে তাকে কোয়ারানটিন রাখা , লালারস পরীক্ষা করানো , হাসপাতালে চিকিৎসা ইত্যাদি বিষয়কে তুলে ধরা হয়েছে । মূলত , কোরোনায় আক্রান্ত হলে কী করা উচিৎ , কী কী নিয়মাবলি অবলম্বন করা উচিৎ যাতে তা আর না ছড়ায় সেই দিকটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি । "

Raiganj
কোরোনায় মৃতের সৎকারের দৃশ্য তুলে ধরা হয়েছে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.