ETV Bharat / state

Raiganj University: দাবিদারহীন নীলবাতির গাড়ি ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে নিরাপত্তারক্ষীরা কেউই জানাতে পারছেন না গাড়িটি কার। ফলে ছ'দিন এখানে পড়ে থাকা এই গাড়িটি নিয়েই এখন যত কৌতূহল ৷

Raiganj University
দাবিদারহীন নীলবাতির গাড়ি ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে
author img

By

Published : Oct 21, 2021, 3:49 PM IST

রায়গঞ্জ, 21 অক্টোবর : নীলবাতি বসানো একটি দাবিদারহীন স্করপিও গাড়ি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে। কে বা কারা ওই নীলবাতি বসানো গাড়িটি রেখে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের ভিতরে থাকা তা নিয়ে ছড়িয়েছে ধন্দ ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে নিরাপত্তারক্ষীরা কেউই জানাতে পারছেন না গাড়িটি কার । ফলে ছ'দিন এখানে পড়ে থাকা এই গাড়িটি নিয়েই এখন যত কৌতূহল ৷

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই বিষয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঘেরা রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বর । সিসিটিভি ক্যামেরা ও প্রচুর নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কী করে বিশ্ববিদ্যালয় চত্বরে আজ প্রায় ছদিন ধরে পড়ে রয়েছে দাবিদারহীন একটি সাদা রঙের নীলবাতি বসানো গাড়ি তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ প্রাইভেট এই স্করপিও গাড়িটির নম্বর WB 74BB 4282 বলে জানা গিয়েছে ।

দাবিদারহীন নীলবাতির গাড়ি ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

আরও পড়ুন : Cooch Behar : তোর্ষা নদীর তীরবর্তী বাসিন্দাদের সরতে মাইকে সতর্ক বার্তা প্রশাসনের

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কর্মী তপন নাগ জানিয়েছেন, "বিষয়টি নিয়ে দু'দিন ধরে খোঁজখবর করেও গাড়িটির মালিকের কোনও খোঁজ মেলেনি। বিষয়টি সিকিউরিটি অফিসারকে জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও জানানো হয়েছে । রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয়ের বদনাম করতেও কেউ এই কাজ করতে পারে বা কোনও অপরাধমূলক কাজ করেও এই গাড়িটিকে এখানে রেখে দেওয়া হতে পারে ।" এদিন এই বিষয়টি নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরাও জানিয়েছেন, কে বা কারা গাড়িটি এখানে রেখে দিয়েছে তা তাঁরা জানেন না।

রায়গঞ্জ, 21 অক্টোবর : নীলবাতি বসানো একটি দাবিদারহীন স্করপিও গাড়ি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে। কে বা কারা ওই নীলবাতি বসানো গাড়িটি রেখে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের ভিতরে থাকা তা নিয়ে ছড়িয়েছে ধন্দ ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে নিরাপত্তারক্ষীরা কেউই জানাতে পারছেন না গাড়িটি কার । ফলে ছ'দিন এখানে পড়ে থাকা এই গাড়িটি নিয়েই এখন যত কৌতূহল ৷

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই বিষয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঘেরা রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বর । সিসিটিভি ক্যামেরা ও প্রচুর নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কী করে বিশ্ববিদ্যালয় চত্বরে আজ প্রায় ছদিন ধরে পড়ে রয়েছে দাবিদারহীন একটি সাদা রঙের নীলবাতি বসানো গাড়ি তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ প্রাইভেট এই স্করপিও গাড়িটির নম্বর WB 74BB 4282 বলে জানা গিয়েছে ।

দাবিদারহীন নীলবাতির গাড়ি ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

আরও পড়ুন : Cooch Behar : তোর্ষা নদীর তীরবর্তী বাসিন্দাদের সরতে মাইকে সতর্ক বার্তা প্রশাসনের

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কর্মী তপন নাগ জানিয়েছেন, "বিষয়টি নিয়ে দু'দিন ধরে খোঁজখবর করেও গাড়িটির মালিকের কোনও খোঁজ মেলেনি। বিষয়টি সিকিউরিটি অফিসারকে জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও জানানো হয়েছে । রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয়ের বদনাম করতেও কেউ এই কাজ করতে পারে বা কোনও অপরাধমূলক কাজ করেও এই গাড়িটিকে এখানে রেখে দেওয়া হতে পারে ।" এদিন এই বিষয়টি নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরাও জানিয়েছেন, কে বা কারা গাড়িটি এখানে রেখে দিয়েছে তা তাঁরা জানেন না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.