ETV Bharat / state

Panchayat Elections 2023: টোটো চালককে প্রার্থী করে জিততে মরিয়া সিপিএম, গুরুত্ব দিচ্ছেন না প্রতিপক্ষ প্রাক্তন প্রধান - রায়গঞ্জের খবর

রায়গঞ্জের পঞ্চায়েতে এবার টোটো চালক বনাম প্রাক্তন প্রধানের লড়াই ৷ বাম মনোনীত প্রার্থী টোটো চালক এবার লড়বেন তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে ৷

Etv Bharat
টোটোচালক বামপ্রার্থী
author img

By

Published : Jun 25, 2023, 10:28 PM IST

বাম মনোনীত প্রার্থী টোটোচালক এবার লড়বেন প্রতিপক্ষ তৃণমূল প্রাক্তন প্রধানের সঙ্গে

রায়গঞ্জ, 25 জুন: হাতে আর দু'সপ্তাহও নেই ৷ মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ হতেই জোরকদমে নেমে পড়েছে বিভিন্ন দলের প্রার্থীরা । কেউ কারোর চেয়ে কম নেই । এক ইঞ্চিও জমি ছাড়তে দিতে নারাজ সকলেই ৷ মূলত গ্রাম বাংলার এই নির্বাচনে ভোটের প্রার্থী চয়ন যথেষ্টই গুরুত্বপূর্ণ বিষয় । সেই অনুসারে মানুষের পছন্দকে প্রাধান্য দিয়েই তৈরি করা হয় প্রার্থী তালিকা । কিন্তু তার মাঝেও অসন্তোষকে সঙ্গে নিয়ে চলতে হয় । আমরা ওরা নিয়ে দেখা দেয় দলাদলি । কিন্তু তার মাঝে এবারে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির 32নং আসনে প্রার্থী নির্বাচনে চমক দিল বামেরা ।

এই আসনে বাম মনোনীত প্রার্থী হয়েছেন বাবলু রায় । পেশায় টোটোচালক বাবলু নিতান্তই সাদামাটা মানুষ । নিপাট ভদ্রলোক হিসেবেই এলাকায় পরিচিত তিনি । সকাল থেকে রাত পর্যন্ত প্রবল গরমে টোটো চালিয়ে অক্লান্ত পরিশ্রম করে উপার্জন করেন । কোনও বাহুল্য নেই । উপার্জনের একমাত্র পথ এই টোটো । সকলের সঙ্গে মিলেমিশেই থাকেন । ব্যক্তিগতভাবে কারোরই বিরাগভাজন নন তিনি ।

এমনই একজনকে এবারে গৌরি এলাকা থেকে 32নং আসনে প্রার্থী করে বাজিমাৎ করতে চায় বামফ্রন্ট । এই আসনে তার প্রতিপক্ষ হিসেবে রয়েছেন তৃণমূলের বরেন রায় । তিনি প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান । সেই দিক থেকে যথেষ্ট শক্তিশালী প্রার্থী । এমন একটি আসনে শাসকদলের এই প্রার্থীর সঙ্গেই লড়াই করতে হবে টোটোচালক বাবলু রায়কে । কিন্তু তাতে কোনও ভয় ভীতি বা অবসাদ নেই তাঁর । প্রার্থীকে নয়, বাবলু গুরুত্ব দিতে চান গণদেবতাকে ।

এই বামপ্রার্থীর বক্তব্য, তিনি বহুদিন থেকেই সিপিএমের কর্মী হিসেবে রয়েছেন । স্থানীয় সংগঠনের প্রসারে কাজ করেছেন । তাই দল তাকে এবার টিকিট দিয়েছে । তিনি এবারে নতুন মুখ । সকলে তাঁকে ভালোবাসেন বলেই তিনি ভরসা পাচ্ছেন । ভোটে জিতলে মানুষের জন্য কাজ করবেন । কর্মসংস্থান-সহ একাধিক ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দেবেন । তাই জোরদার প্রচার চলছে । তাই বলে টোটোকে ভুলে যাননি । দল তাঁর পেশা নয় । তাই নিজের পেশাকে টিকিয়ে রেখেই প্রচারে বের হচ্ছেন বলে জানালেন তিনি ।

বাবলু রায় প্রার্থী হওয়ায় খুশি এলাকার মানুষ । স্থানীয়রা বলছেন, মানুষ চেয়েছেন তাই তিনি প্রার্থী হয়েছেন । একজন টোটোচালক প্রার্থী হওয়ায় তিনি মানুষের দুঃখ দুর্দশাকে প্রকৃতভাবে অনুভব করতে পারবেন । তাই এলাকার উন্নয়নে তাঁকে ভরসা করছেন স্থানীয়দের একাংশ । প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক বাবলু রায় অবশ্য জমি ছাড়তে নারাজ । এই আত্মবিশ্বাসে ভর করেই ভোট বৈতরণি পার করতে চান তিনি । কিন্তু শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায় তার উত্তর মিলবে ব্যালটে ।

অপরদিকে তৃণমূল প্রার্থী বরেন্দ্রনাথ রায় বলেন, "আমি ব্যক্তিগতভাবে জানি, বাবলু ভালো মানুষ ৷ কিন্তু সিপিএমের কোনও অস্তিত্ব নেই, সারাবছর মানুষের পাশে থাকে না তারা । তৃণমূল মানুষের পাশে সারা বছর থেকে তাদের সমস্যা সমাধান করে । এখন সামনে পঞ্চায়েত ভোট তাই এখন ওদের ভোট পাখি হিসেবে দেখা যাচ্ছে ৷ এই আসনে সিপিএম কোনদিনও জিততে পারবে না ৷ এখানে তৃণমূলই জিতবে ৷"

আরও পড়ুন : রাজনৈতিক হিংসা ভুলে জয়নগরে বিরোধীদের দেওয়াল লিখছেন এসইউসিআই প্রার্থী, কেন জানেন ?

বাম মনোনীত প্রার্থী টোটোচালক এবার লড়বেন প্রতিপক্ষ তৃণমূল প্রাক্তন প্রধানের সঙ্গে

রায়গঞ্জ, 25 জুন: হাতে আর দু'সপ্তাহও নেই ৷ মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ হতেই জোরকদমে নেমে পড়েছে বিভিন্ন দলের প্রার্থীরা । কেউ কারোর চেয়ে কম নেই । এক ইঞ্চিও জমি ছাড়তে দিতে নারাজ সকলেই ৷ মূলত গ্রাম বাংলার এই নির্বাচনে ভোটের প্রার্থী চয়ন যথেষ্টই গুরুত্বপূর্ণ বিষয় । সেই অনুসারে মানুষের পছন্দকে প্রাধান্য দিয়েই তৈরি করা হয় প্রার্থী তালিকা । কিন্তু তার মাঝেও অসন্তোষকে সঙ্গে নিয়ে চলতে হয় । আমরা ওরা নিয়ে দেখা দেয় দলাদলি । কিন্তু তার মাঝে এবারে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির 32নং আসনে প্রার্থী নির্বাচনে চমক দিল বামেরা ।

এই আসনে বাম মনোনীত প্রার্থী হয়েছেন বাবলু রায় । পেশায় টোটোচালক বাবলু নিতান্তই সাদামাটা মানুষ । নিপাট ভদ্রলোক হিসেবেই এলাকায় পরিচিত তিনি । সকাল থেকে রাত পর্যন্ত প্রবল গরমে টোটো চালিয়ে অক্লান্ত পরিশ্রম করে উপার্জন করেন । কোনও বাহুল্য নেই । উপার্জনের একমাত্র পথ এই টোটো । সকলের সঙ্গে মিলেমিশেই থাকেন । ব্যক্তিগতভাবে কারোরই বিরাগভাজন নন তিনি ।

এমনই একজনকে এবারে গৌরি এলাকা থেকে 32নং আসনে প্রার্থী করে বাজিমাৎ করতে চায় বামফ্রন্ট । এই আসনে তার প্রতিপক্ষ হিসেবে রয়েছেন তৃণমূলের বরেন রায় । তিনি প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান । সেই দিক থেকে যথেষ্ট শক্তিশালী প্রার্থী । এমন একটি আসনে শাসকদলের এই প্রার্থীর সঙ্গেই লড়াই করতে হবে টোটোচালক বাবলু রায়কে । কিন্তু তাতে কোনও ভয় ভীতি বা অবসাদ নেই তাঁর । প্রার্থীকে নয়, বাবলু গুরুত্ব দিতে চান গণদেবতাকে ।

এই বামপ্রার্থীর বক্তব্য, তিনি বহুদিন থেকেই সিপিএমের কর্মী হিসেবে রয়েছেন । স্থানীয় সংগঠনের প্রসারে কাজ করেছেন । তাই দল তাকে এবার টিকিট দিয়েছে । তিনি এবারে নতুন মুখ । সকলে তাঁকে ভালোবাসেন বলেই তিনি ভরসা পাচ্ছেন । ভোটে জিতলে মানুষের জন্য কাজ করবেন । কর্মসংস্থান-সহ একাধিক ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দেবেন । তাই জোরদার প্রচার চলছে । তাই বলে টোটোকে ভুলে যাননি । দল তাঁর পেশা নয় । তাই নিজের পেশাকে টিকিয়ে রেখেই প্রচারে বের হচ্ছেন বলে জানালেন তিনি ।

বাবলু রায় প্রার্থী হওয়ায় খুশি এলাকার মানুষ । স্থানীয়রা বলছেন, মানুষ চেয়েছেন তাই তিনি প্রার্থী হয়েছেন । একজন টোটোচালক প্রার্থী হওয়ায় তিনি মানুষের দুঃখ দুর্দশাকে প্রকৃতভাবে অনুভব করতে পারবেন । তাই এলাকার উন্নয়নে তাঁকে ভরসা করছেন স্থানীয়দের একাংশ । প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক বাবলু রায় অবশ্য জমি ছাড়তে নারাজ । এই আত্মবিশ্বাসে ভর করেই ভোট বৈতরণি পার করতে চান তিনি । কিন্তু শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায় তার উত্তর মিলবে ব্যালটে ।

অপরদিকে তৃণমূল প্রার্থী বরেন্দ্রনাথ রায় বলেন, "আমি ব্যক্তিগতভাবে জানি, বাবলু ভালো মানুষ ৷ কিন্তু সিপিএমের কোনও অস্তিত্ব নেই, সারাবছর মানুষের পাশে থাকে না তারা । তৃণমূল মানুষের পাশে সারা বছর থেকে তাদের সমস্যা সমাধান করে । এখন সামনে পঞ্চায়েত ভোট তাই এখন ওদের ভোট পাখি হিসেবে দেখা যাচ্ছে ৷ এই আসনে সিপিএম কোনদিনও জিততে পারবে না ৷ এখানে তৃণমূলই জিতবে ৷"

আরও পড়ুন : রাজনৈতিক হিংসা ভুলে জয়নগরে বিরোধীদের দেওয়াল লিখছেন এসইউসিআই প্রার্থী, কেন জানেন ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.