ETV Bharat / state

বাংলায় মমতার আঁচল ধরে টানছে BJP : ভিক্টর

উত্তর দিনাজপুরের চাকুলিয়ার কর্মীসভা থেকে ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ বলেন, "আজ বাংলায় মমতার আঁচল ধরে টানছে BJP । আপনারা BJP-কে সামলান । লড়ুন BJP-র সঙ্গে । সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়তে ফরওয়ার্ড ব্লক সবসময় রাজি আছে ।"

আলি ইমরান রমজ
author img

By

Published : Jun 20, 2019, 4:33 PM IST

Updated : Jun 20, 2019, 5:23 PM IST

চাকুলিয়া, 20 জুন : "ফরওয়ার্ড ব্লককে শত্রু ভাবলে জেনে নিন, দিদি আর মোদি এক । বাংলা থেকে তৃণমূলকে বামফ্রন্ট নয়, BJP সরাবে ।" গতকাল উত্তর দিনাজপুরের চাকুলিয়ার কর্মীসভা থেকে এমন মন্তব্য করলেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ (ভিক্টর)। তিনি আরও বলেন, "আজ বাংলায় মমতার আঁচল ধরে টানছে BJP । আপনারা BJP-কে সামলান । লড়ুন BJP-র বিরুদ্ধে । সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লক সবসময় রাজি আছে ।"

গতকাল সন্ধ্যায় ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকদের সামনে নানা বিষয় তুলে ধরেন ভিক্টর । রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খামতিও সামনে আনেন । বর্তমান সময়ে যেভাবে বাংলার রাজনীতিতে নেতা কেনাবেচার খেলা চলছে তারও সমালোচনা করেন ভিক্টর । সাম্প্রতিক সময়ে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন সংবাদমাধ্যমে ভিক্টরের BJP-তে যোগ দেওয়া নিয়ে খবর বেরিয়েছিল । সেসব খবরকে রটনা বলে উড়িয়ে দেন তিনি।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি বলেন, "বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল, আমি BJP-তে যোগ দিচ্ছি । এগুলি শুধু গুজব । তৃণমূল বাংলায় শেষ হতে চলেছে, যা দেখে যারা কংগ্রেস বা বামেদের থেকে ওই দলে যোগ দিয়েছিল তারা আবার ফিরছে । তবে আমি কোথাও যাচ্ছি না । আমাকে সাধারণ মানুষ বিধায়কের চেয়ারে বসিয়েছেন । তাঁদের সঙ্গে বেইমানি আমি করব না । তাঁরা যদি আমাকে ওই চেয়ার থেকে সরিয়ে দিতে চায় তবে দিক । তবে নিজে থেকে কোথাও যাচ্ছি না ।"

চাকুলিয়া, 20 জুন : "ফরওয়ার্ড ব্লককে শত্রু ভাবলে জেনে নিন, দিদি আর মোদি এক । বাংলা থেকে তৃণমূলকে বামফ্রন্ট নয়, BJP সরাবে ।" গতকাল উত্তর দিনাজপুরের চাকুলিয়ার কর্মীসভা থেকে এমন মন্তব্য করলেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ (ভিক্টর)। তিনি আরও বলেন, "আজ বাংলায় মমতার আঁচল ধরে টানছে BJP । আপনারা BJP-কে সামলান । লড়ুন BJP-র বিরুদ্ধে । সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লক সবসময় রাজি আছে ।"

গতকাল সন্ধ্যায় ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকদের সামনে নানা বিষয় তুলে ধরেন ভিক্টর । রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খামতিও সামনে আনেন । বর্তমান সময়ে যেভাবে বাংলার রাজনীতিতে নেতা কেনাবেচার খেলা চলছে তারও সমালোচনা করেন ভিক্টর । সাম্প্রতিক সময়ে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন সংবাদমাধ্যমে ভিক্টরের BJP-তে যোগ দেওয়া নিয়ে খবর বেরিয়েছিল । সেসব খবরকে রটনা বলে উড়িয়ে দেন তিনি।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি বলেন, "বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল, আমি BJP-তে যোগ দিচ্ছি । এগুলি শুধু গুজব । তৃণমূল বাংলায় শেষ হতে চলেছে, যা দেখে যারা কংগ্রেস বা বামেদের থেকে ওই দলে যোগ দিয়েছিল তারা আবার ফিরছে । তবে আমি কোথাও যাচ্ছি না । আমাকে সাধারণ মানুষ বিধায়কের চেয়ারে বসিয়েছেন । তাঁদের সঙ্গে বেইমানি আমি করব না । তাঁরা যদি আমাকে ওই চেয়ার থেকে সরিয়ে দিতে চায় তবে দিক । তবে নিজে থেকে কোথাও যাচ্ছি না ।"

Intro:চাকুলিয়া,১৯ জুনঃ- বাংলায় শাসকদলকে বামফ্রন্ট নয় বিজেপি চেয়ারচ্যুত করবে।তাই বিজেপিকে শত্রু মনে করে লড়তে হবে শাসকদলকে।বুধবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ার কর্মীসভা থেকে এমন মন্তব্য করলেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ(ভিক্টর)। তিনি আরও বলেন,আজকে বাংলায় মমতারর আচল ধরে টানছে বিজেপি।আপনারা সামলান।লড়ুন বিজেপির সঙ্গে।সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়তে ফরওয়ার্ড ব্লক সবসময় রাজি আছে।

এদিন সন্ধ্যায় ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকদের সামনে বিধায়ক নানান বিষয় তুলে ধরেন।রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের খামতিও সামনে আনেন।বর্তমান সময়ে যেভাবে বাংলার রাজনীতিতে নেতা কেনাবেচার খেলা চলছে তারও সমালোচনা করেন ভিক্টরবাবু।সাম্প্রতিক সময়ে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন সংবাদমাধ্যমে ভিক্টরবাবুর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে খবর বেড়িয়েছিল।এদিন সেইসব খবরকে স্রেফ রটনা বলে উড়িয়ে দেন তিনি।

এদিন তিনি বলেন,বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেড়িয়েছিল যে আমি বিজেপিতে যোগ দিচ্ছি।এগুলি শুধু গুজব।তৃণমূল বাংলায় শেষ হতে চলেছে যা দেখে অনেকে যারা কংগ্রেস বা বামেদের থেকে ওই দলে যোগ দিয়েছিল তারা আবার ফিরছে।তবে আমি কোথাও যাচ্ছি না।আমাকে সাধারণ মানুষ বিধায়কের চেয়ারে বসিয়েছেন।তাদের সঙ্গে বেইমানি আমি করব না।তারা যদি আমাকে ওই চেয়ার থেকে সরিয়ে দিতে চায় তবে দিক।তবে নিজে থেকে কোথাও যাচ্ছি না।

বক্তব্য-- আলি ইমরান রমজ( ভিক্টর)

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।। Body:ahvConclusion:shv
Last Updated : Jun 20, 2019, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.