রায়গঞ্জ, 3 অক্টোবর : উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে আড়াই হাজার থেকে তিন হাজার যুব যোদ্ধা তৈরি করে নির্বাচনে ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস । আগামী বিধানসভা নির্বাচনে দলের যুব সংগঠনকে আরও পোক্ত করতে রায়গঞ্জে বৈঠক তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের শীর্ষ নেতৃত্বর । এখানেই ব্লকে ব্লকে যুব যোদ্ধা তৈরি করে লড়াই করার রণনীতি তৈরি হয় ।
শনিবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে জেলার বিভিন্ন ব্লকের যুবনেতাদের আমন্ত্রণ করা হয়েছিল । রাজ্যজুড়ে যুব যোদ্ধাদের মাধ্যমে যেভাবে প্রতিদিন ঘরে ঘরে পৌঁছানোর টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস । সেখানে উত্তর দিনাজপুর জেলায় সংগঠনে কাজ কতদূর এগিয়েছে সে বিষয়টি আরও ভালোভাবে জানতে বৈঠকে উপস্থিত ছিলেন গোয়ালপোখর এর বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানহাইয়ালাল সহ একাধিক নেতৃত্ব ।
জেলার ব্লকের প্রতিটি মানুষের ঘরে পৌঁছানোর জন্য যুব যোদ্ধাদের কিভাবে কাজে এগোতে হবে সেই বিষয়টিও আলোচনায় উঠে এসেছে । কোনও জায়গায় অসুবিধা হলে সেক্ষেত্রে তৃণমূলের শীর্ষ নেতারা এই বিষয়ে তাঁদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন জেলা সভাপতি গৌতম পাল । অন্যদিকে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে গোলাম রাব্বানী বলেন, " আমরা 2021 এর আগে নিজেদের যুব শক্তিকে আরও শক্ত পোক্ত করতে এই বৈঠকের আয়োজন করেছি । আমরা বিধানসভা নির্বাচনের আগে যুব যোদ্ধাদের ছাড়াই বিভিন্ন জায়গায় অনেক বিরোধীদের পরাস্ত করেছি । বর্তমানে যুবযোদ্ধারা আমাদের সঙ্গে রয়েছেন । সে ক্ষেত্রে জেলার নয়টি বিধানসভার সবকটিতেই আমরা জয়লাভ করবো বলে আশা করছি ।"