ETV Bharat / state

রায়গঞ্জে বাজার বন্ধ করতে পুলিশি অভিযান, 3 দিনে গ্রেফতার 125 - রায়গঞ্জ

করোনা মোকাবিলায় কার্যত লকডাউন ঘোষণা করেছে প্রশাসন ৷ তা সফল করতে রায়গঞ্জ শহরে অভিযান চালাল পুলিশ প্রশাসন । সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি, করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার ঘোষিত এই লকডাউনকে সফল করার লক্ষ্যেই এই রুটমার্চ ও অভিযান বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার ।

the-police-administration-launched-an-operation-in-raiganj-city-to-make-the-lockdown-successful
রায়গঞ্জে বাজার বন্ধ করতে পুলিশি অভিযান, 3দিনে গ্রেফতার 125 জন
author img

By

Published : May 18, 2021, 2:57 PM IST

রায়গঞ্জ, 18 মে : রাজ্যের করোনা মোকাবিলায় কার্যত লকডাউন ঘোষণা করেছে প্রশাসন ৷ সেই লকডাউন সফল করতে রায়গঞ্জ শহরে অভিযান চালাল পুলিশ প্রশাসন । সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি, করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার ঘোষিত এই লকডাউনকে সফল করার লক্ষ্যেই এই রুটমার্চ ও অভিযান বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার । মঙ্গলবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত পুলিশের এই বিশেষ অভিযানে ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিশবাহিনী ।

আরও পড়ুন : কড়া বিধিনিষেধ অমান্য করায় জলপাইগুড়িতে গ্রেফতার দশ

অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে এবং করোনার সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার 16 মে থেকে 30 মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে । শুধুমাত্র সকাল 7টা থেকে বেলা 10টা পর্যন্ত বাজার ও মুদির দোকান খোলা রাখা যাবে । কিন্তু, লক্ষ্য করা গেছে বেশকিছু বাজার নির্দিষ্ট সময়ের পরেও খোলা রাখার পাশাপাশি, সাধারণ মানুষ অকারণে রাস্তায় চলাচল করছে । মানুষের এই অকারণ রাস্তায় চলাচল বন্ধ করতে এবং দোকানপাট নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ করার জন্য মঙ্গলবার উত্তর দিনাজপুরের সদর রায়গঞ্জে রুটমার্চ ও বিশেষ অভিযান চালায় রায়গঞ্জ পুলিশ । ইতিমধ্যেই রবিবার থেকে চলা কার্যত লকডাউনে আইন অমান্য করার অপরাধে 125 জনকে গ্রেফতার করা হয়েছে ।

রায়গঞ্জে বাজার বন্ধ করতে পুলিশি অভিযান, 3দিনে গ্রেফতার 125 জন

রায়গঞ্জ, 18 মে : রাজ্যের করোনা মোকাবিলায় কার্যত লকডাউন ঘোষণা করেছে প্রশাসন ৷ সেই লকডাউন সফল করতে রায়গঞ্জ শহরে অভিযান চালাল পুলিশ প্রশাসন । সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি, করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার ঘোষিত এই লকডাউনকে সফল করার লক্ষ্যেই এই রুটমার্চ ও অভিযান বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার । মঙ্গলবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত পুলিশের এই বিশেষ অভিযানে ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিশবাহিনী ।

আরও পড়ুন : কড়া বিধিনিষেধ অমান্য করায় জলপাইগুড়িতে গ্রেফতার দশ

অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে এবং করোনার সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার 16 মে থেকে 30 মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে । শুধুমাত্র সকাল 7টা থেকে বেলা 10টা পর্যন্ত বাজার ও মুদির দোকান খোলা রাখা যাবে । কিন্তু, লক্ষ্য করা গেছে বেশকিছু বাজার নির্দিষ্ট সময়ের পরেও খোলা রাখার পাশাপাশি, সাধারণ মানুষ অকারণে রাস্তায় চলাচল করছে । মানুষের এই অকারণ রাস্তায় চলাচল বন্ধ করতে এবং দোকানপাট নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ করার জন্য মঙ্গলবার উত্তর দিনাজপুরের সদর রায়গঞ্জে রুটমার্চ ও বিশেষ অভিযান চালায় রায়গঞ্জ পুলিশ । ইতিমধ্যেই রবিবার থেকে চলা কার্যত লকডাউনে আইন অমান্য করার অপরাধে 125 জনকে গ্রেফতার করা হয়েছে ।

রায়গঞ্জে বাজার বন্ধ করতে পুলিশি অভিযান, 3দিনে গ্রেফতার 125 জন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.