রায়গঞ্জ, ৭ এপ্রিল : রায়গঞ্জের স্টেডিয়ামে ৯ এপ্রিল মমতা ব্যানার্জির নির্বাচনী সভা হবে। এটি একটি সরকারি জায়গা। এছাড়া স্টেডিয়ামের পাশে রয়েছে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ। তাই সেখানে সভা হলে নির্বাচনী বিধি ভঙ্গ হবে বলে অভিযোগ BJP-র। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন বলে আজ জানালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি।
আজ রায়গঞ্জে রবিবাসরীয় প্রচার করেন দেবশ্রী। তিনি বলেন, "মমতা ব্যানার্জি সমস্ত নিয়মের ঊর্ধ্বে। পশ্চিমবঙ্গ যেন তাঁর কেনা। গোটা পশ্চিমবঙ্গটাই তাঁর চরণে দিয়ে দেওয়া হয়েছে। চেসেস্কুর থেকে বড় ডিক্টেটর তিনি। চেসেস্কুর কী পরিণতি হয়েছিল তা যেন উনি মনে রাখেন। সমস্ত নিয়মকে তিনি বুড়ো আঙুল দেখাচ্ছেন। কিন্তু ১ কোটি ২৫ লাখ মানুষের মধ্যে তিনিও একজন। মানুষকে প্রতারণা করার একটা সীমা থাকে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প তিনি এই রাজ্যে করতে দিচ্ছেন না। মানুষকে প্রতিশ্রুতি দিয়ে মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছেন মমতা ব্যানার্জি। তাই মানুষ এখন তাঁকে ধিক্কার জানাচ্ছেন। কিন্তু ওনার কোনও ভ্রুক্ষেপ নেই। "
দেবশ্রী আরও বলেন, "একদিন সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বুঝিয়ে ছিলেন তিনি তাঁদের মাটির কন্যা। তিনি শুধু সারাক্ষণ বলেন, আমার বাংলা। আমার বাংলা। ওনার জন্য সব কিছুই ছাড় আছে। উনি সমস্ত নিয়মের ঊর্ধ্বে। উনি কোনও নিয়ম মানবেন না। উনি কেন্দ্রীয় সরকারের সমস্ত কিছুর বিরোধিতা করবেন।"