ETV Bharat / state

Teacher Rejects DA: প্রতিবাদ জানিয়ে তিন শতাংশ মহার্ঘভাতা প্রত্যাখান রায়গঞ্জের শিক্ষকের - Teacher Rejects DA

সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর প্রতিবাদে এবার সামিল রায়গঞ্জের এক শিক্ষক ৷ তিনি এর প্রতিবাদে আরও তিন শতাংশ মহার্ঘভাতা নিতে প্রত্যাখান করলেন (Teacher Rejects DA) ৷

Protest for DA Demand ETV Bharat
রায়গঞ্জের শিক্ষক
author img

By

Published : Feb 23, 2023, 3:55 PM IST

প্রতিবাদে তিন শতাংশ মহার্ঘভাতা প্রত্যাখান রায়গঞ্জের শিক্ষকের

রায়গঞ্জ, 23 ফেব্রুয়ারি: সরকারি কর্মচারীরা আরও তিন শতাংশ হারে মহার্ঘভাতা পাবেন বলে বাজেটে ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ সেই মহার্ঘভাতা প্রত্যাখান করলেন ধলগাঁও জুনিয়ার হাইস্কুলের শিক্ষক পার্থপ্রতিম চৌধুরী (Teacher refuses to accept 3 percent DA in Protest) । বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে তাঁর এই আবেদনপত্র জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে পাঠিয়েছেন তিনি । তবে প্রধান শিক্ষকের কাজের ব্যস্ততার কারণে আজও তিনি সেই আবেদনপত্র জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে তুলে দিতে পারেননি বলে জানা গিয়েছে ।

রাজ্যের সরকারি কর্মচারীদের 39 শতাংশ মহার্ঘভাতা বকেয়া। মহার্ঘভাতা আদায়ের জন্য কর্মচারী সংগঠন সরকারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। কলকাতা হাইকোর্ট কর্মচারীদের পক্ষে রায় দেয় ৷ তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে । বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। রাজ্য সরকারি কর্মচারীরা দাবি আদায়ে আইনের দ্বারস্থ হবার পাশাপাশি কলকাতায় লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করেছে।

মনে করা হচ্ছে, কর্মচারীদের আন্দোলনকে মাথায় রেখে 2023-24 রাজ্য বাজেটে তিন শতাংশ মহার্ঘভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আগামী মার্চ মাস থেকে সরকার এই ঘোষণা কার্যকর করবে। তবে ডিএ পাওয়ার আগেই হেমতাবাদ ব্লকের ধলগাঁও জুনিয়ার হাইস্কুলের শিক্ষক পার্থপ্রতিম চৌধুরী তিন শতাংশ মহার্ঘ ভাতা প্রত্যাখান করলেন। তাঁর অভিযোগ, বর্তমান বাজার মূল্যে তিন শতাংশ মহার্ঘভাতা খুবই কম । সেই কারণেই অন্য কর্মচারীরা আন্দোলন করছেন । তিনি এই মহার্ঘভাতা প্রত্যাখান করে প্রতীকি প্রতিবাদ করলেন।

Teacher Rejects DA
জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে পাঠিয়েছেন শিক্ষক

তবে এই প্রতিবাদের পরও রাজ্য সরকার তাঁকে অতিরিক্ত বেতন দিলে সেই টাকা নিতে তিনি বাধ্য হবেন বলে জানিয়েছেন । সরকারের কাছে বার্তা পৌঁছনোর জন্যই তাঁর এই সিদ্ধান্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে তাঁর এই প্রতিবাদপত্র দিয়েছেন। প্রধান শিক্ষক জানিয়েছেন, দু'একদিনের মধ্যে তাঁর প্রতিবাদপত্র জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে পৌঁছে দেবেন তিনি ।

আরও পড়ুন: বকেয়া ডিএ মেটানোর দাবিতে অফিসে কর্মবিরতি, আন্দোলন যৌথ মঞ্চে

প্রতিবাদে তিন শতাংশ মহার্ঘভাতা প্রত্যাখান রায়গঞ্জের শিক্ষকের

রায়গঞ্জ, 23 ফেব্রুয়ারি: সরকারি কর্মচারীরা আরও তিন শতাংশ হারে মহার্ঘভাতা পাবেন বলে বাজেটে ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ সেই মহার্ঘভাতা প্রত্যাখান করলেন ধলগাঁও জুনিয়ার হাইস্কুলের শিক্ষক পার্থপ্রতিম চৌধুরী (Teacher refuses to accept 3 percent DA in Protest) । বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে তাঁর এই আবেদনপত্র জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে পাঠিয়েছেন তিনি । তবে প্রধান শিক্ষকের কাজের ব্যস্ততার কারণে আজও তিনি সেই আবেদনপত্র জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে তুলে দিতে পারেননি বলে জানা গিয়েছে ।

রাজ্যের সরকারি কর্মচারীদের 39 শতাংশ মহার্ঘভাতা বকেয়া। মহার্ঘভাতা আদায়ের জন্য কর্মচারী সংগঠন সরকারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। কলকাতা হাইকোর্ট কর্মচারীদের পক্ষে রায় দেয় ৷ তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে । বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। রাজ্য সরকারি কর্মচারীরা দাবি আদায়ে আইনের দ্বারস্থ হবার পাশাপাশি কলকাতায় লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করেছে।

মনে করা হচ্ছে, কর্মচারীদের আন্দোলনকে মাথায় রেখে 2023-24 রাজ্য বাজেটে তিন শতাংশ মহার্ঘভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আগামী মার্চ মাস থেকে সরকার এই ঘোষণা কার্যকর করবে। তবে ডিএ পাওয়ার আগেই হেমতাবাদ ব্লকের ধলগাঁও জুনিয়ার হাইস্কুলের শিক্ষক পার্থপ্রতিম চৌধুরী তিন শতাংশ মহার্ঘ ভাতা প্রত্যাখান করলেন। তাঁর অভিযোগ, বর্তমান বাজার মূল্যে তিন শতাংশ মহার্ঘভাতা খুবই কম । সেই কারণেই অন্য কর্মচারীরা আন্দোলন করছেন । তিনি এই মহার্ঘভাতা প্রত্যাখান করে প্রতীকি প্রতিবাদ করলেন।

Teacher Rejects DA
জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে পাঠিয়েছেন শিক্ষক

তবে এই প্রতিবাদের পরও রাজ্য সরকার তাঁকে অতিরিক্ত বেতন দিলে সেই টাকা নিতে তিনি বাধ্য হবেন বলে জানিয়েছেন । সরকারের কাছে বার্তা পৌঁছনোর জন্যই তাঁর এই সিদ্ধান্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে তাঁর এই প্রতিবাদপত্র দিয়েছেন। প্রধান শিক্ষক জানিয়েছেন, দু'একদিনের মধ্যে তাঁর প্রতিবাদপত্র জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে পৌঁছে দেবেন তিনি ।

আরও পড়ুন: বকেয়া ডিএ মেটানোর দাবিতে অফিসে কর্মবিরতি, আন্দোলন যৌথ মঞ্চে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.