ETV Bharat / state

লুকিয়ে মোবাইল, ছাত্রীদের পাকড়াও শিক্ষিকার - রায়গঞ্জ

স্কুলেরই কয়েকজন ছাত্রী অভিযোগ করে, কয়েকজন ছাত্রী লুকিয়ে মোবাইল ফোন এনেছে ৷ খবর পেয়ে সহকারী প্রধান শিক্ষিকা ছাত্রীদের কমনরুমে যান ৷ সেখান থেকে তিনজন ছাত্রীর কাছ থেকে মোবাইল পান তিনি । তবে ভ্যালেন্টাইন'স ডে বলে নয়, স্কুলে অনুশাসনকে ঠিক রাখার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি ৷

north dinajpur
রায়গঞ্জ
author img

By

Published : Feb 14, 2020, 11:54 PM IST

রায়গঞ্জ, 14 ফেব্রুয়ারি : স্কুলে লুকিয়ে মোবাইল ফোন আনে পড়ুয়ারা ৷ একথা জানতে পেরে তিন ছাত্রীর কাছ থেকে মোবাইল পেলেন সহকারী প্রধান শিক্ষিকা ৷ ঘটনাটি রায়গঞ্জের কৈলাসচন্দ্র রাধারানি হাইস্কুলের । যদিও ওই শিক্ষিকা রাখি বিশ্বাসের বক্তব্য, ভ্যালেন্টাইন'স ডে বলে নয়, স্কুলের অনুশাসন ভাঙার কারণেই এই শাস্তি দিয়েছেন তিনি । আপাতত মোবাইলগুলো ফেরত দেওয়া হয়নি । আগামীকাল ওই ছাত্রীদের অভিভাবকদের ডাকা হয়েছে ৷ তাঁদের হাতেই মোবাইলগুলি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।

ওই শিক্ষিকার কাছে স্কুলেরই কয়েকজন ছাত্রী অভিযোগ করে, কয়েকজন ছাত্রী নিজেদের সঙ্গে লুকিয়ে মোবাইল ফোন এনেছে ৷ খবর পেয়ে তিনি ছাত্রীদের কমনরুমে যান ৷ সেখান থেকেই ছাত্রীদের কাছ থেকে মোবাইল পান স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা । স্কুলের ছাত্রীদের বক্তব্য, শুক্রবার ভ্যালেন্টাইন'স ডে একটি বিশেষ দিন হওয়ায় কার্যত রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী ধরে রাখতে আজ স্মার্টফোন নিয়ে স্কুলে এসেছিল একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী । কিন্তু পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির কিছু ছাত্রী স্কুলের সহকারী প্রধান শিক্ষিকাকে তা জানিয়ে দেয় ।

ভ্যালেন্টাইন'স ডে বলে নয়, স্কুলের অনুশাসনকে ঠিক রাখার জন্যই এই পদক্ষেপ; বললেন শিক্ষিকা

তল্লাশি চালিয়ে কয়েকজনের কাছ থেকে স্মার্টফোন উদ্ধার করেন ওই দিদিমণি । তাদের সূত্র ধরে আরও কয়েকজনের কাছ থেকে মেলে স্মার্টফোন । ওই শিক্ষিকা বলেন, "আমি এক ছাত্রীর মাধ্যমে জানতে পারি যে একাদশ শ্রেণির কিছু ছাত্রীদের কাছে মোবাইল ফোন রয়েছে ৷ জানতে পেরেই আমি কমনরুমে যাই ৷ আগামীকাল ওই ছাত্রীদের অভিভাবকদের ডাকা হয়েছে ৷ তাঁদের হাতেই ফোনগুলি ফিরিয়ে দেওয়া হবে ৷ তবে ভ্যালেন্টাইন'স ডে বলে নয়, স্কুলে অনুশাসনকে ঠিক রাখার জন্যই এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছিলাম ।"

রায়গঞ্জ, 14 ফেব্রুয়ারি : স্কুলে লুকিয়ে মোবাইল ফোন আনে পড়ুয়ারা ৷ একথা জানতে পেরে তিন ছাত্রীর কাছ থেকে মোবাইল পেলেন সহকারী প্রধান শিক্ষিকা ৷ ঘটনাটি রায়গঞ্জের কৈলাসচন্দ্র রাধারানি হাইস্কুলের । যদিও ওই শিক্ষিকা রাখি বিশ্বাসের বক্তব্য, ভ্যালেন্টাইন'স ডে বলে নয়, স্কুলের অনুশাসন ভাঙার কারণেই এই শাস্তি দিয়েছেন তিনি । আপাতত মোবাইলগুলো ফেরত দেওয়া হয়নি । আগামীকাল ওই ছাত্রীদের অভিভাবকদের ডাকা হয়েছে ৷ তাঁদের হাতেই মোবাইলগুলি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।

ওই শিক্ষিকার কাছে স্কুলেরই কয়েকজন ছাত্রী অভিযোগ করে, কয়েকজন ছাত্রী নিজেদের সঙ্গে লুকিয়ে মোবাইল ফোন এনেছে ৷ খবর পেয়ে তিনি ছাত্রীদের কমনরুমে যান ৷ সেখান থেকেই ছাত্রীদের কাছ থেকে মোবাইল পান স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা । স্কুলের ছাত্রীদের বক্তব্য, শুক্রবার ভ্যালেন্টাইন'স ডে একটি বিশেষ দিন হওয়ায় কার্যত রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী ধরে রাখতে আজ স্মার্টফোন নিয়ে স্কুলে এসেছিল একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী । কিন্তু পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির কিছু ছাত্রী স্কুলের সহকারী প্রধান শিক্ষিকাকে তা জানিয়ে দেয় ।

ভ্যালেন্টাইন'স ডে বলে নয়, স্কুলের অনুশাসনকে ঠিক রাখার জন্যই এই পদক্ষেপ; বললেন শিক্ষিকা

তল্লাশি চালিয়ে কয়েকজনের কাছ থেকে স্মার্টফোন উদ্ধার করেন ওই দিদিমণি । তাদের সূত্র ধরে আরও কয়েকজনের কাছ থেকে মেলে স্মার্টফোন । ওই শিক্ষিকা বলেন, "আমি এক ছাত্রীর মাধ্যমে জানতে পারি যে একাদশ শ্রেণির কিছু ছাত্রীদের কাছে মোবাইল ফোন রয়েছে ৷ জানতে পেরেই আমি কমনরুমে যাই ৷ আগামীকাল ওই ছাত্রীদের অভিভাবকদের ডাকা হয়েছে ৷ তাঁদের হাতেই ফোনগুলি ফিরিয়ে দেওয়া হবে ৷ তবে ভ্যালেন্টাইন'স ডে বলে নয়, স্কুলে অনুশাসনকে ঠিক রাখার জন্যই এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছিলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.