রায়গঞ্জ, 2 এপ্রিল : সীমান্তে BSF-এর গুলিতে মৃত বাংলাদেশি চোরা কারবারি । ঘটনাটি উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার চকলাঘর BP এলাকা সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার । মৃতের নাম গোলাম রব্বানি(37) ।
গতকাল গভীর রাতে ওই চোরা কারবারি চকলাঘর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে । তখন বাধা দেয় BSF । কিন্তু বাধা না মানায় BSF গুলি চালায় । আর তাতেই মৃত্যু হয় ওই চোরা কারবারির ।
ওই চোরা কারবারি বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙি গ্রামে । তার মৃতদেহ BSF গোয়ালপোখর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ।