ETV Bharat / state

দু'মাস পর খুললেও ক্রেতার দেখা নেই রায়গঞ্জের কাপড়ের দোকানে

টানা দু'মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার খোলে রায়গঞ্জের কাপড়ের দোকানগুলি। কিন্তু, ক্রেতার দেখা পাওয়া গেল না ।

no customers in clothes shop at Raiganj
রায়গঞ্জ
author img

By

Published : May 23, 2020, 12:44 AM IST

রায়গঞ্জ, 22 মে: লকডাউনের জেরে টানা দু'মাস বন্ধ থাকার পর রায়গঞ্জ শহরের কাপড়ের দোকানগুলি বৃহস্পতিবার খোলে । আমফানের দাপটে সেদিন দোকানে ক্রেতার দেখা মেলেনি। আজও ব্যবসা হল না। রায়গঞ্জের ব্যবসায়ীরা মনে করছেন, জেলায় বাড়তে থাকা সংক্রমণই এর কারণ। কোরোনা আতঙ্কে ক্রেতারা বেরোচ্ছেন না ঘর থেকে।

লকডাউনে টানা দুমাস বন্ধ ছিল রায়গঞ্জ শহরের কাপড়ের দোকানগুলি। ব্যবসায়ীরা চৈত্র সেল তথা নববর্ষের বাজার পাননি। বৃ্হস্পতিবার থেকে সরকারি নির্দেশিকায় দোকান খোলেন ব্যবসায়ীরা । যদিও ক্রেতার দেখা মেলেনি। আশা ছিল, বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্রেতা না পাওয়া গেলেও শুক্রবার থেকে মিলবে। কিন্তু তেমনটা ঘটল না। যদিও দুদিন পরই ইদ। অন্যদিকে সামনেই জামাইষষ্ঠী।

রায়গঞ্জ শহরের কাপড়ের ব্যবসায়ীদের ধারণা, জেলায় যেহেতু কোরোনা সংক্রমণ বাড়ছে তাই আতঙ্কে ক্রেতারা ঘর থেকে বেরোচ্ছেন না। আর সেই কারণেই ব্যবসা হচ্ছে না তাঁদের। তাঁদের মতে, দোকান খোলার খরচ ও কর্মচারীর বেতন সামলে এভাবে ব্যবসা চালানো সমস্যার হয়ে উঠবে। এই পরিস্থিতির জন্য লকডাউনকেই দায়ি করছেন তাঁরা।

এই প্রসঙ্গে রায়গঞ্জের এক কাপড়ের ব্যবসায়ী অমিতাভ মণ্ডল বলেন, "মুখ্যমন্ত্রী 21 মে থেকে দোকান খোলার নির্দেশ দিয়েছেন। আমরা ভেবেছিলাম ইদ ও জামাইষষ্ঠীর বাজার ভালোই পাব। কিন্তু আমফানের দাপটে বৃহস্পতিবার দিনভর বৃষ্টি থাকায় লোকজন রাস্তায় বেরোতেই পারেনি। শুক্রবারও দোকানে কোনও খদ্দের নেই। দোকান খুলেও খদ্দের না মেলায় হতাশ হয়ে পড়ছেন ব্যবসায়ীরা।"

রায়গঞ্জ, 22 মে: লকডাউনের জেরে টানা দু'মাস বন্ধ থাকার পর রায়গঞ্জ শহরের কাপড়ের দোকানগুলি বৃহস্পতিবার খোলে । আমফানের দাপটে সেদিন দোকানে ক্রেতার দেখা মেলেনি। আজও ব্যবসা হল না। রায়গঞ্জের ব্যবসায়ীরা মনে করছেন, জেলায় বাড়তে থাকা সংক্রমণই এর কারণ। কোরোনা আতঙ্কে ক্রেতারা বেরোচ্ছেন না ঘর থেকে।

লকডাউনে টানা দুমাস বন্ধ ছিল রায়গঞ্জ শহরের কাপড়ের দোকানগুলি। ব্যবসায়ীরা চৈত্র সেল তথা নববর্ষের বাজার পাননি। বৃ্হস্পতিবার থেকে সরকারি নির্দেশিকায় দোকান খোলেন ব্যবসায়ীরা । যদিও ক্রেতার দেখা মেলেনি। আশা ছিল, বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্রেতা না পাওয়া গেলেও শুক্রবার থেকে মিলবে। কিন্তু তেমনটা ঘটল না। যদিও দুদিন পরই ইদ। অন্যদিকে সামনেই জামাইষষ্ঠী।

রায়গঞ্জ শহরের কাপড়ের ব্যবসায়ীদের ধারণা, জেলায় যেহেতু কোরোনা সংক্রমণ বাড়ছে তাই আতঙ্কে ক্রেতারা ঘর থেকে বেরোচ্ছেন না। আর সেই কারণেই ব্যবসা হচ্ছে না তাঁদের। তাঁদের মতে, দোকান খোলার খরচ ও কর্মচারীর বেতন সামলে এভাবে ব্যবসা চালানো সমস্যার হয়ে উঠবে। এই পরিস্থিতির জন্য লকডাউনকেই দায়ি করছেন তাঁরা।

এই প্রসঙ্গে রায়গঞ্জের এক কাপড়ের ব্যবসায়ী অমিতাভ মণ্ডল বলেন, "মুখ্যমন্ত্রী 21 মে থেকে দোকান খোলার নির্দেশ দিয়েছেন। আমরা ভেবেছিলাম ইদ ও জামাইষষ্ঠীর বাজার ভালোই পাব। কিন্তু আমফানের দাপটে বৃহস্পতিবার দিনভর বৃষ্টি থাকায় লোকজন রাস্তায় বেরোতেই পারেনি। শুক্রবারও দোকানে কোনও খদ্দের নেই। দোকান খুলেও খদ্দের না মেলায় হতাশ হয়ে পড়ছেন ব্যবসায়ীরা।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.