ETV Bharat / state

ইসলামপুরে চালু হতে চলেছে মহিলা পরিচালিত সমবায়িকা শপিং মল

বর্তমানে অস্থায়ী দোকান করে সামগ্রি বিক্রি করলেও কিছুদিনের মধ্যে ইসলামপুরে শুরু হতে চলেছে মহিলা পরিচালিত সমবায়িকা শপিং মল ৷ কো-অপারেটিভ ব্যাঙ্কের উদ্যোগে এই মল চালু করা হচ্ছে ৷

মহিলা পরিচালিত সমবায়িকা শপিং মল
মহিলা পরিচালিত সমবায়িকা শপিং মল
author img

By

Published : Feb 12, 2020, 12:40 PM IST

ইসলামপুর, 12 ফেব্রুয়ারি : কো-অপারেটিভ ব্যাঙ্কের উদ্যোগে ইসলামপুরে চালু হতে চলেছে সম্পূর্ণ মহিলা পরিচালিত সমবায়িকা শপিং মল । গৃহস্থের নিত্যপ্রয়োজনীয় সমস্ত সামগ্রী একই ছাদের তলায় পাওয়া যাবে এই শপিং মলে । শুধুমাত্র তাই নয়, ঘরে বসে হোয়াটসঅ্যাপে নিজের প্রয়োজনীয় জিনিসের তালিকা পাঠালেও সমস্ত সামগ্রী পৌঁছে দেওয়া হবে বাড়িতে । নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়াও বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি সামগ্রী মিলবে এই শপিং মলে । আপাতত অস্থায়ীভাবে ব্যাঙ্কের নিচের তলার একটি ঘরে জিনিস বিক্রির ব্যবস্থা করা হলেও খুব শীঘ্রই 1700 স্কয়্যার ফিটের শপিং মলের উদ্বোধন হবে ইসলামপুর শহরে ।

উদ্যোক্তারা জানাচ্ছেন, উত্তরবঙ্গের প্রথম মহিলা পরিচালিত হিসেবে আত্মপ্রকাশ করেছে এই সমবায়িকা । উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমবায় ভিত্তিতে উত্তরবঙ্গের ইসলামপুরে এই ধরনের শপিং মলের আয়োজন এই প্রথম । বর্তমানে জোর কদমে শপিং মল তৈরির কাজ চলছে । তবে তা পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার আগেই পণ্যদ্রব্য বিক্রির কাজ উদ্যোক্তারা শুরু করে দিয়েছেন । এই বিষয়ে প্রচার চালাচ্ছেন তাঁরা নিজেরাই । শপিং মলের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কো-অপারেটিভ ব্যাংকের মহিলা কর্মীরা । এই শপিং মলের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তাঁরা । তাঁদের উদ্যোগে ইতিমধ্যেই ইসলামপুর শহরের যথেষ্ট সাড়া পড়েছে ।

জেলার বিভিন্ন এলাকায় যে সকল মুদিখানার দোকান রয়েছে, তার সমস্ত সামগ্রী শপিং মলে পাওয়া যাবে । বাড়তি পাওনা স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি খাবার সামগ্রী । যেগুলো শুধু গুণগত মান নয়, অত্যন্ত পকেট ফ্রেন্ডলিও বটে । এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি করা বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে জামাকাপড়, সবই পাওয়া যাবে এই শপিং মলে । বর্তমানে ইসলামপুরের বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্কের নিচের তলায় ডিসেম্বর থেকে অস্থায়ীভাবে জিনিসপত্র বিক্রির কাজ চালু হয়েছে । আগামী এপ্রিল মাসের মধ্যেই ইসলামপুরের কৃষক বাজারের উপরের তলায় শপিং মল স্থানান্তর করা হবে । তবে বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করানোর জন্যই নিজেরা বাড়ি বাড়ি গিয়ে শপিং মলটি সম্পর্কে প্রচার সারছেন মহিলা উদ্যোক্তারা । হাতে তুলে দিচ্ছেন লিফলেট ৷ যাতে দেওয়া দু'টো মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বর্তমানে সামগ্রী অর্ডার নিচ্ছেন তাঁরা । অর্ডার আসতেই সমস্ত সামগ্রী তৈরি করে ব্যাগে ভরে নিজেরাই হোম ডেলিভারি কাজ করছেন । যদিও তার জন্য গ্রাহকদের কোনও বাড়তি পয়সা গুনতে হচ্ছে না ।

শপিং মল নিয়ে বিস্তারিত জানালেন সুদীপ্তা ভৌমিক

ডিসেম্বর থেকে এই প্রক্রিয়া চালু হলেও প্রায় 50 জন গ্রাহক এখান থেকে জিনিসপত্র কিনছেন । আস্তে আস্তে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা । কৃষক বাজারে শপিং মলটি পুরোপুরি চালু হলে ইসলামপুরের প্রচুর মানুষ উপকৃত হবে । বর্তমানে বিল্ডিং তৈরির কাজ প্রায় শেষের দিকে ৷ কিছু ইন্টেরিয়র কাজ শেষ হলেই একটি সম্পূর্ণভাবে চালু করা হবে । জেলাশাসক অরবিন্দকুমার মিনা এই কাজে অনেক সাহায্য করেছেন বলে জানালেন ইসলামপুর মহিলা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তা তথা ব্যাঙ্কের ম্যানেজার সুদীপ্তা ভৌমিক ৷

ইসলামপুর, 12 ফেব্রুয়ারি : কো-অপারেটিভ ব্যাঙ্কের উদ্যোগে ইসলামপুরে চালু হতে চলেছে সম্পূর্ণ মহিলা পরিচালিত সমবায়িকা শপিং মল । গৃহস্থের নিত্যপ্রয়োজনীয় সমস্ত সামগ্রী একই ছাদের তলায় পাওয়া যাবে এই শপিং মলে । শুধুমাত্র তাই নয়, ঘরে বসে হোয়াটসঅ্যাপে নিজের প্রয়োজনীয় জিনিসের তালিকা পাঠালেও সমস্ত সামগ্রী পৌঁছে দেওয়া হবে বাড়িতে । নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়াও বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি সামগ্রী মিলবে এই শপিং মলে । আপাতত অস্থায়ীভাবে ব্যাঙ্কের নিচের তলার একটি ঘরে জিনিস বিক্রির ব্যবস্থা করা হলেও খুব শীঘ্রই 1700 স্কয়্যার ফিটের শপিং মলের উদ্বোধন হবে ইসলামপুর শহরে ।

উদ্যোক্তারা জানাচ্ছেন, উত্তরবঙ্গের প্রথম মহিলা পরিচালিত হিসেবে আত্মপ্রকাশ করেছে এই সমবায়িকা । উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমবায় ভিত্তিতে উত্তরবঙ্গের ইসলামপুরে এই ধরনের শপিং মলের আয়োজন এই প্রথম । বর্তমানে জোর কদমে শপিং মল তৈরির কাজ চলছে । তবে তা পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার আগেই পণ্যদ্রব্য বিক্রির কাজ উদ্যোক্তারা শুরু করে দিয়েছেন । এই বিষয়ে প্রচার চালাচ্ছেন তাঁরা নিজেরাই । শপিং মলের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কো-অপারেটিভ ব্যাংকের মহিলা কর্মীরা । এই শপিং মলের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তাঁরা । তাঁদের উদ্যোগে ইতিমধ্যেই ইসলামপুর শহরের যথেষ্ট সাড়া পড়েছে ।

জেলার বিভিন্ন এলাকায় যে সকল মুদিখানার দোকান রয়েছে, তার সমস্ত সামগ্রী শপিং মলে পাওয়া যাবে । বাড়তি পাওনা স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি খাবার সামগ্রী । যেগুলো শুধু গুণগত মান নয়, অত্যন্ত পকেট ফ্রেন্ডলিও বটে । এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি করা বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে জামাকাপড়, সবই পাওয়া যাবে এই শপিং মলে । বর্তমানে ইসলামপুরের বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্কের নিচের তলায় ডিসেম্বর থেকে অস্থায়ীভাবে জিনিসপত্র বিক্রির কাজ চালু হয়েছে । আগামী এপ্রিল মাসের মধ্যেই ইসলামপুরের কৃষক বাজারের উপরের তলায় শপিং মল স্থানান্তর করা হবে । তবে বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করানোর জন্যই নিজেরা বাড়ি বাড়ি গিয়ে শপিং মলটি সম্পর্কে প্রচার সারছেন মহিলা উদ্যোক্তারা । হাতে তুলে দিচ্ছেন লিফলেট ৷ যাতে দেওয়া দু'টো মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বর্তমানে সামগ্রী অর্ডার নিচ্ছেন তাঁরা । অর্ডার আসতেই সমস্ত সামগ্রী তৈরি করে ব্যাগে ভরে নিজেরাই হোম ডেলিভারি কাজ করছেন । যদিও তার জন্য গ্রাহকদের কোনও বাড়তি পয়সা গুনতে হচ্ছে না ।

শপিং মল নিয়ে বিস্তারিত জানালেন সুদীপ্তা ভৌমিক

ডিসেম্বর থেকে এই প্রক্রিয়া চালু হলেও প্রায় 50 জন গ্রাহক এখান থেকে জিনিসপত্র কিনছেন । আস্তে আস্তে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা । কৃষক বাজারে শপিং মলটি পুরোপুরি চালু হলে ইসলামপুরের প্রচুর মানুষ উপকৃত হবে । বর্তমানে বিল্ডিং তৈরির কাজ প্রায় শেষের দিকে ৷ কিছু ইন্টেরিয়র কাজ শেষ হলেই একটি সম্পূর্ণভাবে চালু করা হবে । জেলাশাসক অরবিন্দকুমার মিনা এই কাজে অনেক সাহায্য করেছেন বলে জানালেন ইসলামপুর মহিলা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তা তথা ব্যাঙ্কের ম্যানেজার সুদীপ্তা ভৌমিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.