রায়গঞ্জ, 26 জুন, : গোয়ালপোখর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সোলপাড়া এলাকায় তিন নাবালক সহ 7 বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার । তাঁদের আশ্রয় দেওয়ার অভিযোগে একজন ভারতীয় নাগরিককেও গ্রেফতার করেছে গোয়ালপোখর থানার পুলিশ । এছাড়াও চলতি সপ্তাহের সোমবার ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে যাওয়ার সময় দুই বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করেছিল গোয়ালপোখর থানার পুলিশ ।
ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার কার্তিকচন্দ্র মণ্ডল বলেন, " গত সোমবার ধৃত দুই বাংলাদেশিকে জেরা করে গোয়ালপোখর থানার সোলপাড়া এলাকায় থেকে তিন নাবালক সহ সাত বাংলাদেশির খোঁজ পাওয়া যায় ৷ শনিবার তাঁদের গ্রেফতার করা হয়েছে । এছাড়াও এই বাংলাদেশিরা যাঁর বাড়িতে ছিলেন, সেই বাড়ির মালিককেও গ্রেফতার করা হয়েছে । "
শনিবার ধৃত চার প্রাপ্তবয়স্ক বাংলাদেশি ও এক ভারতীয় সহ মোট পাঁচজনকে ইসলামপুর আদালতে পাঠানো হয় । আদালতে সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায় গোয়ালপোখর থানার পুলিশ । ধৃতদের জেরা করে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য মিলবে বলে পুলিশের অনুমান । আদালত ধৃতদের 15 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ৷
ধৃতরা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার রুহিয়া গ্রামের বাসিন্দা ৷ এদের নাম রনি , মৌসুমী আক্তার , আয়না মতি, সাইনুর আক্তার , আশরাফুল, মাসুদ রানা ও রুতু । এছাড়াও এদের নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে সোলপাড়ার বাসিন্দা বুলবুলকেও গ্রেফতার করা হয়েছে । নাবালক আশরাফুলকে রায়গঞ্জের জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠান হয়েছে । মাসুদ রানা ও রুতুকে তাঁদের মায়েদের সঙ্গে ইসলামপুর সংধোনাগারে পাঠান হয়েছে ৷
আরও পড়ুন : মায়ের মৃতদেহ আগলে মেয়ে, রবিনসন স্ট্রিটের ছায়া ট্যাংরায়
ধৃত বাংলাদেশিরা দিল্লি-পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন বলে জানিয়েছে গোয়ালপোখর থানার পুলিশ । কী করে তাঁরা ভারতে প্রবেশ করে দিল্লি-পাঞ্জাব গেলেন , আর কে কে তাঁদের লিংক সে বিষয়ে কোনও তথ্য মেলেনি ।