রায়গঞ্জ, 23 ডিসেম্বর : উত্তর দিনাজপুরের চাকুলিয়ার সানিশুইয়া গ্রামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি । সোনার গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।
10 থেকে 12 ভরি সোনার গয়না ও নগদ 40 থেকে 50 হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । এমনকী গৃহকর্তাকে মারধর করা হয় বলেও জানা গিয়েছে । চলে বোমাবাজি ও গুলি । ঘটনায় এক ব্যক্তি জখম হন । তাঁকে কিষানগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে । অপরদিকে আহত বাড়ির এক সদস্যকে চাকুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।
ইসলামপুর জেলার পুলিশ সুপার সচিন মক্কার বলেন, "স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে । সোনার গয়না ছাড়াও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে । একজন গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন । তদন্ত শুরু হয়েছে ।"
মঙ্গলবার গভীর রাতে কমপক্ষে 15 থেকে 20 জনের একটি ডাকাতদল স্বর্ণ ব্যবসায়ী ইন্দ্র কুমার কর্মকারের বাড়িতে হানা দেয় । দরজা ভেঙে তারা বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর শুরু করে বলে অভিযোগ । এরপর আলমারি ভাঙচুর করে । প্রায় এক ঘণ্টা ধরে চলে তাণ্ডব । পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা সেখানে আসেন ।
চলে ব্যপক গুলি ও বোমাবাজি । ঘরের সমস্ত সোনা, নগদ লুট করে চম্পট দেয় ডাকাত দলটি । ঘটনার খবর পেয়ে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থানে আসে । এরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ।